|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমরা সবাই রাজনীতি নিয়ে খুব সচেতন হয়ে গেছি। কে ক্ষমতায় আসলে কী হবে তা নিয়ে চিন্তার অন্ত নেই। আচ্ছা, আমরা কি এটার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে সচেতন হতে পারি? 
সেটা হলো পরিবেশ ও জলবায়ু।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে দেশগুলি হবে তার একটি বাংলাদেশ। ইতিমধ্যেই এইসব দৃশ্যমান হওয়া শুরু হয়েছে। পুরো পৃথিবীর তাপমাত্রা কমিয়ে দেয়া আমাদের একার পক্ষে সম্ভব না। কিন্তু আমরা নিজের হাতে যেসব ক্ষতি করছি পরিবেশের তা থেকে কি বিরত থাকতে পারি?
নদী দখল, খাল ভরাট বন্ধ করতে পারব আমরা?
ঢাকার পাশেই একটা খালি দেখলে দখল করা থেকে বিরত থাকতে পারব?
রিয়েল এস্টেট কোম্পানিগুলির আগ্রাসন সীমিত করতে পারব?
প্লাস্টিকের ব্যবহার কমাতে পারব? ঢাকা,চট্টগ্রামে যেভাবে হাইরাইজ বিল্ডিং তৈরি হচ্ছে, তাতে পানির স্তর যে নেমে যাচ্ছে সে খেয়াল আছে? 
এগুলি যদি ঠিক করতে না পারি, তো সামনে যে'ই দেশের রাজা হোক না কেন, ভবিষ্যত ফকফকা। ৫০ বছর পর দেশের কয়টা অংশ বাসযোগ্য থাকে দেখে নিয়েন। 
এই মুহূর্তে দেশের আপামর জনসাধারণে চোখের মনি ইউনুস সাহেব কিন্তু তার ভাষণে বারবার কার্বন নিঃসরণ কমিয়ে আনার ব্যাপারে খুব জোর দিচ্ছেন। তিনি কিন্তু বাজে কথা বলার লোক না, আপনারা জানেন। 
এখন তিনি উদ্যোগ নিলেন নদী দখলমুক্ত করার, কারখানা স্থানান্তর করার, আর আপনারা যায়া তার লোককে বটি দিয়ে তারা করলেন, তাহলে তো হবে না। 
বড় কিছু অর্জনের জন্যে ছোট কিছু ত্যাগ করতে হয়। আপনি যদি পরিবেশের কথা না ভাবেন, তাহলে আপনি আপনার সন্তানকে আমার সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে লেলিয়ে দিচ্ছেন।
জ্বী, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে  এভাবেই আমাদের সন্তানেরা একে অপরকে খুন করে শেষ হয়ে যাবে, আর এর জন্যে দায়ী থাকব আমরা।
 
সংযুক্তি
১।২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ১৭% জমি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে তলিয়ে যাবে, যার ফলে প্রায় ২-৩ কোটি  মানুষ বাস্তুহারা হতে পারে।
২। প্রতি বছর বাংলাদেশে ৮ লক্ষ টন প্লাস্টিক ব্যবহার হয়, যার মাত্র ৩৬% পুনর্ব্যবহৃত হয়। ২০১৮ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বঙ্গোপসাগরে প্রতি বছর প্রায় ৭৩,০০০ টন প্লাস্টিক বর্জ্য গিয়ে জমা হয়।
৩। ঢাকা শহরের পানির স্তর প্রতি বছর গড়ে ২-৩ মিটার করে নিচে নেমে যাচ্ছে।
৪। ২০১৯ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে, ঢাকা শহরের বায়ুদূষণের মাত্রা WHO এর নির্দেশিত মানের প্রায় ১৬ গুণ বেশি।
বায়ুদূষণের কারণে দেশে প্রতি বছর প্রায় ১ লক্ষ মানুষের অকালমৃত্যু হচ্ছে।
 ১৬ টি
    	১৬ টি    	 +৬/-০
    	+৬/-০  ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪  সকাল ১১:২৬
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪  সকাল ১১:২৬
হাসান মাহবুব বলেছেন: সরকারকে উদ্যোগ নিতে হবে এবং আমাদেরকেও বসে থাকলে চলবে না।
২|  ২৯ শে আগস্ট, ২০২৪  রাত ২:৩৭
২৯ শে আগস্ট, ২০২৪  রাত ২:৩৭
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার উদ্বেগ অত্যন্তু গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয় নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট একটু স্থিতিশীল হলে বিষয়গুলো নিয়ে প্রশাসন আরো কার্যকরী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবে বলে আমার ধারনা। বিশেষ করে তরুণরা এ ব্যাপারে পূর্ববর্তী প্রজন্মের তুলনায় অনেকটাই সচেতন বলে আমার মনে হয়েছে। ধন্যবাদ।
  ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪  সকাল ১১:২৭
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪  সকাল ১১:২৭
হাসান মাহবুব বলেছেন: অস্তিত্ব রক্ষার স্বার্থেই সচেতন হতে হবে। নাহলে সামনে সমূহ বিপদ।
৩|  ২৯ শে আগস্ট, ২০২৪  সকাল ৮:৪৯
২৯ শে আগস্ট, ২০২৪  সকাল ৮:৪৯
শেরজা তপন বলেছেন: এর জন্য সব লোভ লালসার উর্ধ্বে উঠে সঠিক বিশেষজ্ঞের সমন্বয়ে সুনির্দিষ্ট একটা প্ল্যান করতে হবে।
কিছু ব্যাপারে বাহ্যিক দৃষ্টিতে যতই অমানবিক হউক না কেন আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য যে কোন পদক্ষেপ তৎক্ষণাৎ নিতে হবে। যা করতে হবে এই ইউনুসের আমলেই করতে হবে। রাজনৈতিক দল এসে সব গুবলেট করে ফেলবে।
  ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪  সকাল ১১:৫২
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪  সকাল ১১:৫২
হাসান মাহবুব বলেছেন: ইউনুস সাহেবকে একটি ফুল ফাংশনিং সিস্টেম গড়ে তুলতে হবে। আগে যেমন সবকিছুর জন্যে শেখ হাসিনার শরণাপন্ন হতে হতো, তেমন কিছু হলে তিনি ফেইল।
৪|  ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১২:০৬
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১২:০৬
নতুন বলেছেন: দেশের মানুষ কেন জানি ভালো জিনিস নিয়ে ভাবতে পছন্দ করেনা। তারা গুজব ছড়াতে ওস্তাদ। 
প্রথমত গুজব বা মিথ্যা ছড়ানো বন্ধ করতে কিছু পদক্ষেপ নিতে হবে। জবাবদিহিতা আনতে হবে এদের। 
দূনিতি বন্ধে চেস্টা করতে হবে, আর আপনি যেটা বলেছেন ফুল ফাংশনিং সিস্টেম গড়ে তুলতে হবে। 
  ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৫৫
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৫৫
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ। এবং আমি ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্যে ফেডারেল রাষ্ট্রের পক্ষে।
৫|  ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:২১
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:২১
নতুন বলেছেন: লেখক বলেছেন: হ্যাঁ। এবং আমি ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্যে ফেডারেল রাষ্ট্রের পক্ষে।
 
রাস্টকে জবাবদিহিতামুলক বানাতে হবে। যাতে করে একক ক্ষমতায় দেশে আবার এমন দানবের সৃস্টি না হয়। 
যদিও তাতে উন্নতির গতি মন্হর হবে। কিন্তু তাও কল্যানকর সরকার হবে।
  ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১:২২
০৯ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১:২২
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মতামতের জন্যে। আমাদের আসলেই নতুন কিছু ভাবতে হবে। নাহলে পুরোনো সেই চক্র চলতেই থাকবে।
৬|  ০১ লা অক্টোবর, ২০২৪  সকাল ৮:২৯
০১ লা অক্টোবর, ২০২৪  সকাল ৮:২৯
রোবোট বলেছেন: একদম অফটপিক। তোমার কাছে কি কোনোভাবে ফারুক ওয়াসিফের সামুর ব্লগের লিংক আছে? 
এবার টপিকে আসি। সৈয়দা রিজওয়ানাকে পরিবেশ নিয়ে আন্তরিক মনে হয়। আশা করি কিছু সলিড স্টেপ নেবেন। পরিবেশ ব্যপারটা বাংলাদেশে একেবারেই গুরুত্ব দেয়া হয় না।
  ০৩ রা অক্টোবর, ২০২৪  বিকাল ৩:৪৭
০৩ রা অক্টোবর, ২০২৪  বিকাল ৩:৪৭
হাসান মাহবুব বলেছেন: এটা মনে হয়
৭|  ০১ লা অক্টোবর, ২০২৪  সকাল ৯:১৭
০১ লা অক্টোবর, ২০২৪  সকাল ৯:১৭
আজব লিংকন বলেছেন: শিল্প কলকারখানার অব্যবস্থাপনায় তৈরি হওয়া ক্ষতিকর কেমিক্যাল, রাসায়নিকের ফলে বায়ু ও পানি দূষণ সবচেয়ে বেশি পরিমাণ আমাদের পরিবেশের উপর প্রভাব বিস্তার করছে। যানবাহনের কথা না হয় বাদ রাখলাম।
শিল্পকল কারখানা ও পরিবেশ দূষণ নিয়ে google একবার সার্চ দিলেই বোঝা যায় পরিবেশ দূষণে বাংলাদেশে কতটা ঝুঁকিতে রয়েছে। 
স্কুল কলেজে ক্যাম্পেইন করে আমরা পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে পারি। গাছপালা লাগাতে পারি কিন্তু তাতে প্রধান সমস্যার সমাধান হবে না। 
বর্তমান যা অবস্থা তাতে মানুষের সচেতনার চেয়ে অধিক প্রয়োজন সরকারি কঠোর পদক্ষেপ এবং ব্যবস্থাপনা গ্রহণের।।
  ০৩ রা অক্টোবর, ২০২৪  বিকাল ৩:৪৭
০৩ রা অক্টোবর, ২০২৪  বিকাল ৩:৪৭
হাসান মাহবুব বলেছেন: জ্বী, ধন্যবাদ।
৮|  ০৩ রা অক্টোবর, ২০২৪  রাত ৮:৫৬
০৩ রা অক্টোবর, ২০২৪  রাত ৮:৫৬
আমি সাজিদ বলেছেন: হামা ভাই কি এক ডেলটা প্ল্যান নিয়ে আগের সরকার কাজ শুরু করেছিল, লোক দেখানো / ডাকাতি নাকি আসলেই স্বদিচ্ছা ছিল? আমি হাছান মাহমুদের কথা জানি, ২০০৯ সালে আবহাওয়া ও জলবায়ু মন্ত্রনালয়ে থাকার সময় কয়েকশত কোটি ডাকাতি করেছে।
  ০৯ ই অক্টোবর, ২০২৪  রাত ১২:০৫
০৯ ই অক্টোবর, ২০২৪  রাত ১২:০৫
হাসান মাহবুব বলেছেন: ডেলটা প্ল্যানের কথা জানি না। কী করা হয়েছে এখানে তাও জানি না।
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০২৪  রাত ১:০১
২৯ শে আগস্ট, ২০২৪  রাত ১:০১
কামাল১৮ বলেছেন: মানুষকে সচেতন করতে হবে সরকারী উদ্যোগে।