|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

গত বছরের এপ্রিল থেকে আমি একটা কাহিনী লেখা শুরু করি "বাংলাদেশি ড্রিম" নামে। আমার আসলে অন্য একটা উপন্যাস শুরু করার পরিকল্পনা ছিল। শুরু করেও ছিলাম সেটা। কিন্তু হঠাৎ করে বিদ্দুচ্চমকের মতো একটা ভাবনা এসে আমাকে আচ্ছন্ন করে দিলো। সেই ভাবনাটা হলো, আমরা যদি ভয় পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি, তাহলে কেমন হবে? জুলাই-আগস্টের দিকে এই ঘটনাগুলিই যেন ঘটতে লাগল। বিশেষ করে আসাদুজ্জামান খানের কাছে একজন পুলিশের অভিযোগ করার ভিডিওটা "একটা মারলে চলে যায় না, আরেকটা আসে", দেখার পর মনে হচ্ছিল, আমি আর কী লিখব! বাংলার জমিনে তো সৃষ্টিকর্তা নিজেই লিখছেন তার অদৃশ্য কালি দিয়ে! তবে অভ্যুত্থান পরবর্তী নিখাঁদ বাংলাদেশী বাস্তবতাও দেখেছি এবং দেখছি। এইসব অরাজকতা হয়ত আরো বহুবছর চলবে, শেষ হবে না, আর এগুলি নতুন কিছুও না, এসবের মধ্যেই থাকাটা স্বাভাবিক আমাদের জন্যে যেন!
"বাংলাদেশি ড্রিম" একটা অলীক ধারণা মাত্র, কিন্তু তার কিছুটা ঝলক বেঁচে থাকতেই দেখে ফেলেছি, এটা মনে থাকবে সবসময়।
উপন্যাসটি আসছে জ্ঞানকোষ প্রকাশনী থেকে। 
 
 ৩০ টি
    	৩০ টি    	 +৯/-০
    	+৯/-০  ৩০ শে জানুয়ারি, ২০২৫  সকাল ১১:৫৭
৩০ শে জানুয়ারি, ২০২৫  সকাল ১১:৫৭
হাসান মাহবুব বলেছেন: নির্ঝর এটা পড়ে বলেছে "মাস্টারপিস"। আর তিথিও খুব পছন্দ করেছে। ও বলেছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে ভালো লেগেছে তার। আপনারও ভালো লাগবে আশা করি। দেশে থাকবেন মেলার সময়?
২|  ৩০ শে জানুয়ারি, ২০২৫  সকাল ১১:৫৪
৩০ শে জানুয়ারি, ২০২৫  সকাল ১১:৫৪
খায়রুল আহসান বলেছেন: বইটির সাফল্য কামনা করছি। মেলায় গেলে সংগ্রহ করার আশা রাখছি।
  ৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ১২:১৬
৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ১২:১৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল ভাই। আপনার পাঠ প্রতিক্রিয়ার জন্যে বিশেষভাবে অপেক্ষায় থাকব।
৩|  ৩০ শে জানুয়ারি, ২০২৫  সকাল ১১:৫৫
৩০ শে জানুয়ারি, ২০২৫  সকাল ১১:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো। এইটা চমৎকার প্লট হতে পারে।
  ৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ১২:১৬
৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ১২:১৬
হাসান মাহবুব বলেছেন: প্লট ইতোমধ্যেই ইমপ্লিমেন্টেড! আপনাদের পাঠের জন্যে প্রস্তুত  
৪|  ৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ১২:১২
৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ১২:১২
শায়মা বলেছেন: হ্যাঁ থাকবো। 
অনেকগুলো অনুষ্ঠানের কারণে জানুয়ারীতেই ফিরে এসেছি সেকেন্ড উইকেই। 
  ৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ১২:১৫
৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ১২:১৫
হাসান মাহবুব বলেছেন: আপনি তো বিমূর্ত থেকে মূর্ত হয়েছেন অনেক আগেই। তাহলে দেখা করেন এবার।
৫|  ৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ১২:৩৬
৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ১২:৩৬
শায়মা বলেছেন: হা হা মূর্ত হয়েছি ছবিতে, অনলাইনে, টিভিতে কিন্তুক........ সে সব থেকে বের হবো কেমনে!!!!!!!!!   
 
মানে আকাশ থেকে পাতালে নেমে পড়বো তাইলে!!!!  
 
বলছো!!!!   
 
আচ্ছা আচ্ছা দেখি দেখি....... 
  ৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ১২:৪০
৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ১২:৪০
হাসান মাহবুব বলেছেন: দেখেন, দেখেন!
৬|  ৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ১২:৫৩
৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ১২:৫৩
হোসনে আরা বেগম বলেছেন: পড়ার অপেক্ষায় রইলাম
  ৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ১:১২
৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ১:১২
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। বের হলে জানাবো। আপনার পাঠ প্রতিক্রিয়া অবশ্যই পেতে চাইব।
৭|  ৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ২:০৫
৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ২:০৫
জুল ভার্ন বলেছেন: "একটা মারলে চলে যায়না, আর একটা আসে"- এই ডায়লগ আমাকে সবসময়ই দুমড়ে মুচড়ে দেয়...
নতুন বইয়ের জন্য শুভ কামনা ❤️
  ৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ২:১০
৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ২:১০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৮|  ৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ২:৩৭
৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ২:৩৭
নাহল তরকারি বলেছেন: যেমন জনগণ, তেমন সরকার।
  ৩০ শে জানুয়ারি, ২০২৫  বিকাল ৩:২৭
৩০ শে জানুয়ারি, ২০২৫  বিকাল ৩:২৭
হাসান মাহবুব বলেছেন: এই চক্র ভাংতে হবে। 
ধন্যবাদ। ভালো থাকবেন।
৯|  ৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ২:৪১
৩০ শে জানুয়ারি, ২০২৫  দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা রইলো ভাইয়া
  ৩০ শে জানুয়ারি, ২০২৫  বিকাল ৩:২৭
৩০ শে জানুয়ারি, ২০২৫  বিকাল ৩:২৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ছবি।
ভালো থাকবেন।
১০|  ৩০ শে জানুয়ারি, ২০২৫  বিকাল ৩:০৯
৩০ শে জানুয়ারি, ২০২৫  বিকাল ৩:০৯
অঙ্গনা বলেছেন: গুলি করি মরে একটা , যায় ঐ একটাই বাকিডি যায় না । এইডাই সবচেয়ে আতংকের !  এই ভয়হীনতার ডায়লগ ভুলি কেমন করে। 
আপনার বাংলাদেশী ড্রিমের জন্য শুভেচ্ছা।
  ৩০ শে জানুয়ারি, ২০২৫  বিকাল ৩:২৯
৩০ শে জানুয়ারি, ২০২৫  বিকাল ৩:২৯
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ অঙ্গনা। 
ভালো থাকবেন।
১১|  ৩০ শে জানুয়ারি, ২০২৫  বিকাল ৪:২৪
৩০ শে জানুয়ারি, ২০২৫  বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: অভিনন্দন।
  ৩০ শে জানুয়ারি, ২০২৫  বিকাল ৪:৪২
৩০ শে জানুয়ারি, ২০২৫  বিকাল ৪:৪২
হাসান মাহবুব বলেছেন: কেন?
১২|  ৩০ শে জানুয়ারি, ২০২৫  রাত ১০:৩০
৩০ শে জানুয়ারি, ২০২৫  রাত ১০:৩০
কামাল১৮ বলেছেন: ব্লগে ধারাবাহিকভাবে প্রকাশ করলে পড়তে পারতাম।
  ৩০ শে জানুয়ারি, ২০২৫  রাত ১০:৪৮
৩০ শে জানুয়ারি, ২০২৫  রাত ১০:৪৮
হাসান মাহবুব বলেছেন: আচ্ছা কয়েক পর্ব দিব।
১৩|  ৩১ শে জানুয়ারি, ২০২৫  সকাল ১০:০০
৩১ শে জানুয়ারি, ২০২৫  সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কেন? 
!!
  ৩১ শে জানুয়ারি, ২০২৫  রাত ১১:৪৮
৩১ শে জানুয়ারি, ২০২৫  রাত ১১:৪৮
হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন জানাতে হয় কোনো অর্জনের জন্যে। বই বের করা কি আমার জন্যে কোনো অর্জন? এক্ষেত্রে শুভকামনা জানানোই শ্রেয় মনে হয়।
১৪|  ৩১ শে জানুয়ারি, ২০২৫  সকাল ১১:০৬
৩১ শে জানুয়ারি, ২০২৫  সকাল ১১:০৬
শ্রাবণধারা বলেছেন: আপনার বইয়ের বিষয়বস্তু খুবই আগ্রহ জাগানিয়া। ভয় পাওয়ার ক্ষমতা হারিয়ে গেলে কেমন হবে ভাবনাটি খুব কৌতূহলোদ্দীপক। পুলিশের ঘটনাটি উল্লেখ করায় বিষয়টি সম্পর্কে একধরনের তীব্র অভিজ্ঞান তৈরি হয়েছে।
জা পল সার্ত্রের কিছুটা এররকম একটি গল্প আছে, "দেয়াল" (Le Mur) এই নামে। বহু বছর আগে বাংলা একাডেমি থেকে প্রকাশিত উত্তরাধিকার পত্রিকায় অসাধারণ এই গল্পটি পড়েছিলাম। স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে লেখা গল্পে, আরো দুজনের সঙ্গে পাবলো নামের এক তরুনের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ হয়। তাদের অপরাধ স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রোহ। পরের দিন সকালে তাদের দেয়ালের পাশে গুলি করে মারা হবে।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনজনের মানসিক জগতে বিরাট পরিবর্তন আসে। পাবলো অনুভব করে যে তার রাজনীতি, প্রেমিকা এবং জীবন সম্পর্কে তার ধারণাগুলো আমূল বদলে যাচ্ছে। পাবলো তখন জাগতিক বিষয়গুলোর প্রতি সম্পূর্ণ নির্লিপ্ত হয়ে পড়ে এবং সার্ত্রের ভাষায় একটা "পরিষ্কার" মৃত্যুর জন্য প্রস্তুত হতে থাকে।
  ৩১ শে জানুয়ারি, ২০২৫  রাত ১১:৪৯
৩১ শে জানুয়ারি, ২০২৫  রাত ১১:৪৯
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। আশা করি Le Mur এর মতো বাংলাদেশি ড্রিমও আপনার মনে থাকবে।
১৫|  ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫  রাত ১:০০
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫  রাত ১:০০
জাদিদ বলেছেন: আমি বিশ্বাস করি, সঠিক রিভিউ পেলে এই বইটা এই বই মেলার অন্যতম বেস্ট সেলার হবে। 
অনেক অনেক শুভেচ্ছা হামা ভাই!! দেখা হবে।
  ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১:৫৮
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১:৫৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ জাদিদ। বেস্টসেলার হবে কি না জানি না, তবে আমিও বিশ্বাস করি এই বইটা অনেক মানুষের কাছে প্রিয় বই হয়ে যেতে পারে। আর তুমি তো একটা রিভিউ অবশ্যই দিবে।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০২৫  সকাল ১১:৫০
৩০ শে জানুয়ারি, ২০২৫  সকাল ১১:৫০
শায়মা বলেছেন: মনে হচ্ছে এটা খুবই ভালো একটা লেখা হবে। 
 
তোমার মাথা আবার এমন কাজে খুবই ভালো খেলে মনে হয় আমার।
ছহি রকেট সায়েন্সের গল্প আমি এখনও অনেকের কাছেই গল্প করি।