নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর একটি পৃথিবী চাই

পিট পলাশ

নিতান্ত অলস একজন মানুষ

পিট পলাশ › বিস্তারিত পোস্টঃ

চলো নীলক্ষেত

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৭



বই কেনার জন্য আমাদের পরিচিত জায়গার নাম হচ্ছে বাংলাবাজার আর নীলক্ষেত । তবে খুচরো ও সব ধরণের বই সহজ প্রাপ্তির দিক বিবেচনা করলে নীলক্ষেতই বই কেনার জন্য আদর্শ । আপনি যদি নীলক্ষেত বিষয়ে আনাড়ি হন তবে নীলক্ষেতে বই কিনে সুবিধে করতে পারবেন না । তাই আমার সামান্য অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু কথা বলছি ।

প্রথমত, নীলক্ষেতের অনেক দোকানে দেখা যায় স্কুল কলেজের বইয়ের মুদ্রিত মূল্য তুলেও ফেলা হয়েছে কিংবা সেখানে আলাদা কাগজে বেশি মূল্য লিখে লাগিয়ে রাখা আছে । তাই আপনি যদি বইয়ে এরূপ দেখেন তো ঐ বইটি নেবেন না । মুদ্রিত মূল্য ঘষা-মাজাহীন বইটি নিন ।

দ্বিতীয়ত, নীলক্ষেত আমরা যারা লোকাল প্রিন্ট বা নীলক্ষেত প্রিন্ট বই পড়ি তাদের জন্য নীলক্ষেত অতুলনীয় । বলা যায়, বইয়ের জগতের জিন্জিরা নীলক্ষেত । এসব বইয়ের মূল্য বলতে গেলে এক প্রকার কেজি দরেই । আপনাকে এর মূল্য সম্পর্কে একটু ধারণা দেয়ার চেষ্টা করি ।
-ভারতীয় ৬০০-৭০০ পৃষ্ঠার বাংলা লোকাল প্রিন্ট বই নীলক্ষেতে কাগজ ও ছাপার মানভেদে ১২০-১৬০ টাকা । ১০০০ বা তার বেশি পৃষ্ঠার বাংলা লোকাল প্রিন্ট বই কাগজ ও ছাপার মানভেদে ১৮০-২৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে । তবে নতুন বই লোকাল প্রিন্ট হলে দামের ফারাকটা একটু বেশি হয়ে থাকে । ইংরেজি লোকাল প্রিন্ট বই বইয়ের আকার ও কাগজের মান ভেদে মূল্য ৮০ টাকা থেকে কয়েকশ টাকা পর্যন্ত হয় । তবে এ মূল্য শুধু সাহিত্যের বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য । তবে বিক্রেতারা এসব বইয়ের দাম কয়েকগুণ বেশী হাকিয়ে থাকেন । দাম শুনে না ঘাবড়ে বই অনুযায়ী এরকম দাম বলুন । দেখবেন, সুড়-সুড় করে বই দিয়ে দেবে ।

- আমাদের দেশীয় অনুবাদ বই নীলক্ষেতে ৪৫% কমিশনে পর্যন্ত নীলক্ষেতে পাওয়া যায় । অন্যান্য বই লেখক ও বইয়ের ধরণভেদে ৩৫-৪৫% কমিশনে পাওয়া যায় । সেবা প্রকাশনীর নতুন বই নীলক্ষেতে পাওয়া যায় না ।

-প্রায় সব ধরণের পুরনো বই নীলক্ষেতে পাওয়া যায় । এগুলোর দাম সাধারণত মুদ্রিত মূল্যের অর্ধেক হয়ে থাকে । তবে সেবা প্রকাশনীর বই এ নিয়মের বাইরে পড়ে ।

ছবিতেঃ নীলক্ষেতের অন্যতম একটি পুরনো বইয়ের দোকান তবে একদামে বিক্রয় করেন ইনি!!!!!!!

- নীলক্ষেতের ফুটপাতে দোকানের তুলনায় অনেক ক্ষেত্রেই দাম বেশি রাখে, যা অন্যান্য জায়গার চেয়ে ভিন্ন ।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

প্রামানিক বলেছেন: বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ।

২| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩০

সায়ান তানভি বলেছেন: চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ, তবে আরো একটু বড় করে লিখলে পূর্ণ তৃপ্তি পেতাম

৩| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪১

রাইসুল ইসলাম রাণা বলেছেন: সুন্দর পোস্ট। অনেক কিছু জানা হলো।

৪| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। কিন্তু কিছু বই এরা ২৫% কমিশনেই বিক্রি করে (ভাল লেখকদের)।

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০

পিট পলাশ বলেছেন: আনকোরা নতুন বই হলে সেক্ষেত্রে কমিশন একটু কম দেয় । বইয়ের চাহিদাও এক্ষেত্রে প্রভাব ফেলে । আমি হুমায়ুন আহমেদ স্যারের বই ৩৫% কমিশনে কিনেছি ।

৫| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৫

রেওয়ান বলেছেন: ছবির মানুষ টা কে ১৯৯৬ থেকে জানি......

৬| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

সুরাইয়া বীথি বলেছেন: ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য,,,,নীলক্ষেতে বই কিনতে হলে চাপার জোর একটু বেশিই থাকতে হয় তা না হলে বিক্রেতারা যে রকম দাম চান তাতে টিকে থাকাটা দায় !!

৭| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জানা থাকলো।

৮| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৭

আরণ্যক রাখাল বলেছেন: +

৯| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৮

বাংলার ডাহুক বলেছেন: ছবির দাদুর দোকানের নাম কী ?

১০| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৮

আমিই মিসির আলী বলেছেন: ভালো লেখা!

১১| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.