নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতের সকল প্রাণী সুখী হোক

পঁচা মানুষ

পচা শামুক

পঁচা মানুষ

পচা শামুক › বিস্তারিত পোস্টঃ

আন্দোলন নিয়ে নেটে নানা মিথ্যাচার, চেষ্টা বিভ্রান্তি ছড়ানোর

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

'হ্যালো শাহবাগ স্কয়ার! আবেগটা বেশি হয়ে যাচ্ছে না? স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থে আপনাকে ব্যবহার করছে কি না ভেবে দেখুন।' ইংরেজিতে লেখা এমন এক খুদে বার্তা কেউ একজন মোবাইল ফোনে ছড়িয়ে দিয়েছে। প্রেরকের পরিচয় অজ্ঞাত। শুধু মোবাইল ফোন নয়, ফেসবুক, টুইটারের মতো সামাজিক নেটওয়ার্কে, ব্লগে, কখনো বা লিফলেটে এখন নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে একটি মহল। কাদের মোল্লার ফাঁসিসহ জামায়াত-শিবিরমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে শাহবাগে আন্দোলনরত তরুণ-তরুণীদের ছবি গণমাধ্যম থেকে কপি করে ফেসবুকে দিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্যও করা হচ্ছে। সেসব অপপ্রচারের কোনো কোনোটির দাঁতভাঙা জবাবও দিচ্ছে আন্দোলনকারীরা।

'শাহবাগের কবিরা' শিরোনাম দিয়ে একজন ফেসবুকে লিখেছেন, 'শাহবাগের কবিরা, কবিতা লিখুক বা না লিখুক/মুখে গাঁজার গন্ধ লেগেই আছে/মাথায় কিছু থাকুক বা না থাকুক/চিপা গলি সরু পথে টানাটানি চলছেই।'

'আজ শাহবাগে নারী-পুরুষ একসঙ্গে গানের তালে তালে যা করছে, তা কোনো সভ্য মুসলিম দেশে সম্ভব? ৯০ শতাংশ মুসলমানের দেশে এই রকম খোলামেলা পুরুষদের মতো নিজেকে কিভাবে উপস্থাপন করে? নাকি দেশপ্রেমের নামে নগ্নতা, বেহায়াপনা? যাই হোক আমরা যে মুসলিম তা ভুলে গেছি? এই সুযোগ কাজে লাগাচ্ছে নাস্তিক এবং ইসলামবিরোধীরা। তাই ভুলে যাবেন না, আপনি একজন মুসলিম পরিবারের সন্তান...।' আন্দোলনবিরোধী একজন ফেসবুকে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে চেষ্টা করেছে নিজেদের মত প্রতিষ্ঠা করতে।

শুক্রবার। শাহবাগের প্রজন্ম চত্বর। শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল কথা বলছেন একদল আন্দোলনকারীর সঙ্গে। ছবিটি কোনো গণমাধ্যমে গতকাল প্রচারিত হয় এবং সেটিকে বিকৃতভাবে ব্যাখ্যা করে গতকাল পোস্ট করা হয় ফেসবুকে। ছবিতে দেখা যায়, জাফর ইকবালকে ঘিরে থাকা জনতার মধ্যে একেক যুবক পিঠের ওপর নিয়ে আগলে রেখেছে দৃশ্যত তার চেয়ে বেশি বয়সী কোনো নারীকে। ছবির এ অংশটিকে গোল দাগ দিয়ে চিহ্নিত করে তার নিচে আপত্তিকর ভাষায় অশ্লীলতার অভিযোগ আনা হয়েছে।

শাহবাগ গণজমায়েতের আরো একটি আলোকচিত্র। হাজারো মানুষের জটলা। ছবির এক কোনায় দেখা যায়, কয়েকজন তরুণীকে ঘিরে দৃশ্যত কথা বলছে কয়েকজন তরুণ। তাদের লাল দাগ দিয়ে চিহ্নিত করে ছবিটি ছেড়ে দেওয়া হয়েছে ফেসবুকে। নিচে লেখা 'কে কাকে ঘেরাও করছে, কেন করছে, সেটা পরে দেখা যাবে! আপাতত তারা ঘেরাও কর্মসূচি পালন করছে।' অন্য একজন লিখেছে, 'এ মুহূর্তে এনটিভির লাইভ নিউজ দেখলে হাসতে হাসতে মরে যেতেন। কয়েকজন রিকশাওয়ালা আর পথচারী টিভি ক্যামেরা ঘিরে দাঁড়িয়ে আছে। শাহবাগে ভিড় বলতে মিডিয়া আসলে ক্যামেরার সামনের ভিড় বোঝাতে চাইছে।'

'কৃষ্ণ রাধার খোঁজে এখন শাহবাগে!!!' মন্তব্য করে শাহবাগের আন্দোলনের আরো একটি আলোকচিত্র পোস্ট করা হয়েছে ফেসবুকে। নিচে মন্তব্য করা হয়েছে : 'কৃষ্ণ করলে হয় লীলাখেলা আর আমরা করলে জাত যায়!...গাঁজা আছে, ঢোল আছে, আছে মেয়ে। ডুগি-তবলা বাজিয়ে আন্দোলন করতে নামছে- যাত্রার সঙ্গে তুলনা করা যায় এটাকে, আন্দোলন বলা যায় না।'

এসব অপপ্রচারের জবাবও দেওয়া হচ্ছে অনেক পোস্টে। একজন লিখেছেন, 'ছাগু দলেরা বলতেছে যে মেয়েরা প্রজন্ম চত্বরে আসছে সবাই...। ছয় মাসের বাচ্চা নিয়ে এক আপু এসেছেন। বাচ্চাটি কিছুক্ষণ পর পরই দুধের তৃষ্ণায় কেঁদে ওঠে, আমাদের কোলে, সেই বাচ্চাকে দিয়ে তিনি চিৎকার করে ওঠেন স্লোগানে জয় বাংলা বলে। বাচ্চাটি কী মনে করে কান্না থামিয়ে দেয়। এই আপু কী ছাগুদের ভাষায় সেই...?'

ফেসুবক ও টুইটার ঘেঁটে দেখা যায়, 'প্যান্টের ওপর আন্ডারওয়ার পরলেই সুপারম্যান হওয়া যায় না', 'অলওয়েজ আই লাভ ইউ, আই মিস ইউ'সহ বিভিন্ন নামে এসব পোস্ট বা কমেন্ট করা হচ্ছে। অনেকে নিজেদের নামও উল্লেখ করছে। এসব পোস্টদাতার পেইজে গিয়ে দেখা যায়, তারা এর আগে জামায়াত-শিবিরসহ বিভিন্ন প্রতিক্রিয়াশীল দলের পক্ষে প্রচারণা চালানোর কাজ করে থাকে।



Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

আখিলিস বলেছেন: লাভ নাই - আমাদের জয় দেখে ছাগুর বাচ্চাদের এখন মাথা খারাপ হবার দশা ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

বোকামন বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.