নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...রোদ টলমল আসবে সুদিন ঠিক

এখন আমি নদীর মত চলি.......

পদ্ম।পদ্ম

গান বাঁধি গান গাই লিখি পড়ি ছবি আঁকি...

পদ্ম।পদ্ম › বিস্তারিত পোস্টঃ

লিখতে লিখতে যাচ্ছি___৪

০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৫

এইমাত্র একটা ফাইটার প্লেন ধোঁয়া দিয়ে তোর
নাম লিখে গেল আকাশে
একি জন্মদিনের শুভেচ্ছা না হুমকি!
সবাই দেখলো ঝাঁকে ঝাঁকে গানশিপ কোনাকুনি ভাবে
উড়ে এসে দাঁড়ালো মাথার উপর
শহরে এখন লুটপাট আর ফুল দেওয়াদেয়ি
কয়েকজনের হাতে মন্ত্রনালয়ের চিঠি
ওরা দৌড়াচ্ছে রাষ্ট্রীয় ব্যাংকের দিকে
লকারে ওদের জন্য জায়গা রাখা আছে
এখন শুধু চুপচাপ ঢুকে পড়তে হবে
আবার কেউ কেউ ডুবতে থাকা টাইটানিকের মাথায় উঠে
ঘুড়ি উড়াচ্ছে
স্টেডিয়ামে স্টেডিয়ামে মানুষ মরার জন্য গিজগিজ করছে
একজন বৃদ্ধ বন্দুকের হাত ধরে বারবার বলে যাাচ্ছে
"বাবা আমি বুড়ালোক,আমারে আগে মরতে দাও,
আমারে আগে..."
আর কাত হয়ে গড়ায়ে পড়তেছে দেশ
বঙ্গপসাগরে লাখ লাখ মানুষ ঝাঁপায়ে পড়তেছে
বর্ডারের দিকে সাঁতরায়ে যাচ্ছে
কিন্তু অনেক আগেই পাসওয়ার্ড দিয়ে লক করা সবদিক!
এ যেন এক মহা পূণ্যস্নান!

"ও আমার দেশের মাটি-
তুমিই শুরু,তুমিই শেষ"

তুই আমার বাঁ-হাত শক্ত করে ধরে আছিস
আমরা একটু আগে উড়া শিখলাম,
তাই আর কোথাও যাচ্ছিনা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: একজন বৃদ্ধ বন্দুকের হাত ধরে বারবার বলে যাাচ্ছে
"বাবা আমি বুড়ালোক,আমারে আগে মরতে দাও,
আমারে আগে..."
আর কাত হয়ে গড়ায়ে পড়তেছে দেশ
বঙ্গপসাগরে লাখ লাখ মানুষ ঝাঁপায়ে পড়তেছে
বর্ডারের দিকে সাঁতরায়ে যাচ্ছে
কিন্তু অনেক আগেই পাসওয়ার্ড দিয়ে লক করা সবদিক!
এ যেন এক মহা পূণ্যস্নান!


চমৎকার । শুভেচ্ছা নিবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.