![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গান বাঁধি গান গাই লিখি পড়ি ছবি আঁকি...
ট্রাক মাথায় নিয়ে কই যাও রে ভাই দুলদুল
পথে প্রস্তর গাঁথা
তোরণে তোরণে বাজে বিদায়ের সুর
এইতো প্রান্তর-
সামনেই ঢাকা
ব্রিজ পার হলেই চেরাগির মোর
যুদ্ধের ঘোড়া হয়ে তুমি কেন আজ ট্রাক থেকে মাল নামালে হায়!
এই পথে প্রান্তরে যেখানেই যে থাকুক
ডাক দিয়ে গেলাম-
এই যে পাহাড়ি নদী তাকে বাঁধ দিলে আমরা বাঁধা মানবো না
এই যে ঢাকা শহর প্রায় পাঁচশো বছরেরও পুরনো
তার আগেও এমন ঘটনা ঘটেছিলো
যেদিন আন্দামানের ডাকাত ব্রিটিশের সাথে লড়ে ছিল
সেই পানি পথের যুদ্ধে এমন ঝড় হলো যে
আজকের মতন এই চম্কানো দিনেও
ঢাকা প্রবেশের মুখে
আবার নতুন করে
আরেকটা দ্বীপ রচনা করতে যচ্ছি।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০১
পদ্ম।পদ্ম বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০২
অপূর্ণ রায়হান বলেছেন: ঢাকা প্রবেশ করে কি করতে চাচ্ছেন?
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৫
পদ্ম।পদ্ম বলেছেন: ঢাকা প্রবেশের মুখে
আবার নতুন করে
আরেকটা দ্বীপ রচনা করতে যচ্ছি।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৫
নির্বাক রাজপূত্র বলেছেন: ভাল লাগলো