![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গান বাঁধি গান গাই লিখি পড়ি ছবি আঁকি...
আমারে সবুজ বাতি ভেবে ভুল করো না
ও মা।
রাস্তা পার হতে যেয়ে কতো ছাগল মরে গেলো
সেই ব্যাথা নিও না।
প্রধানমন্ত্রীর বাড়িতে বাল্ব নষ্ট হলে কোম্পানির লাভ
আর হেলমেড ছাড়া চললে হুন্ডাওয়ালার দোষ
আর আইন ভাঙলেই কেস
রাস্ট্রের লাভ নগদ টাকায়,
তাইতো আইন ভাঙলেই টাকা দিতে হয়
সেই টাকা দিয়ে রাস্ট্রের খরচ।
এই সব উল্টা পাল্টা বললে
জরিমানা করে রাষ্ট্র
আর টাকা দিয়ে রাস্ট্রের রাস্তায় বাতি জ্বলে।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন:
রাজনৈতিক পদ্য, ভালো
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০২
নস্টালজিক বলেছেন: পদ্ম, তুখখার!