![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাল আর সবুজের নিচে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে
অনেক দিন ধরেই আছি সামু এর সাথে। আছি বলতে সাইন আপ করেছিলাম অনেক আগে "পরাজিত যোদ্ধা" নামে, কিন্তু অনেক চেস্টা করেও লগ ইন করতে পারতাম না, তাই কখনো কিছু লেখা হয় নাই, ভাবতাম জানি না সমস্যা কোথায়, সব সময় ফোণ দিয়ে চেস্টা করতাম, পিসি দিয়ে করার সময় হত না, অনেক কিছু লিখতে মনে চাইতো কিন্তু পারতাম না, অনেক মেইল ও করেছিলাম কিন্তু কোন সদ উত্তর পাই নাই, যাই হোক আজ শরীর অনেক খারাপ লাগছিল বাসায় ছিলাম, ভাবলাম দেখি না একটু চেস্টা করে পিসি থেকে, এখন দেখি হয়ে গেল।
ক-দিন ধরে শরীরটা ভালো লাগছে না, কিন্তু এখন অনেক ভালো লাগছে। কেমন জানি একটা জোস পাচ্ছি, ভাবতেই ভালো লাগছে চাঁদগাজী, ঠাকুরমাহমুদ, হাসান মাহবুব, ইনাম আহমদ, মোগল সম্রাট, রাজিব নুর আরও অনেকে আমার লেখা হয়তোবা কখনও পরবে, এই ব্যপারটা অন্য রকম মনে হচ্ছে আমার কাছে, আপনাদের লেখা কত কপি পেস্ট করছি ফেসবুকে, যাই হোক ভালো লাগছে!! অনেক ভালো লাগছে!!!
শুরু করলাম, অনেক ভুল হবে এটাই স্বাভাবিক, প্লিজ বকা দিবেন, সঠিক পথ দেখাবেন, বাংলা লেখাটা ভুলে যেতে চাই না।
সবাই ভালো থাকবেন।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১২
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৩
মনিরা সুলতানা বলেছেন: আপনার প্রথম পোষ্টে শুভ কামনা রেখে গেলাম।