নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল সবুজে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে!

আমি পরাজিত যোদ্ধা

লাল আর সবুজের নিচে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে

আমি পরাজিত যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

আমি আর আমার বড় মেয়ে

২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫০


আমি সব সময় চেস্টা করি সকাল থেকে রাত পর্যন্ত যতোটুকু সময় আমার মেয়েদের কে দেয়া যায়, ছোট মেয়ে এর বয়স আড়াই মাস পুরাই গ্যাদা, মা এর সাথে বেশি সময় থাকে, ঘুমায় সারা দিন, খাবার টাইমে ঊঠে খায় ঘুমায়, মলত্যাগ করে এই ওর জীবন, যাই হোক আজ ওকে নিয়ে লিখবো না, আজ লিখবো আমার বড় মেয়ে "রাইনা" কে নিয়ে।

আমি চাঁদগাজী সাহেব এর এলাকায় থাকি। মানে আশে পাশে থাকি আর কি, জীবনে এখানে অনেক ব্যাস্ত, চাইলেও লম্বা সময় ঘুমানো যায় না, যাইহোক এখন বাসা থেকে কাজ করছি এর সুবাদে মেয়েদের অনেক টাইম দিতে পারছি, মজার ব্যাপার এই বিষয় টা আমি অনেক এঞ্জয় করি, ওদের খাওয়ানো, গোসল করানো এই সব আর কি, শুধু ঘুম পারাতে পারি না। এটা মা এর কাজ।

আজ সকাল সকাল ঊঠে গেছে রাইনা, আমি চেষ্টা করি আমরা একসাথে দাত ব্রাশ করার, ওহ রাইনা এর বয়স তিন, যাই হোক, দাত ব্রাশ করার সময় হাজার টা প্রশ্ন সে করবে, প্রতি দিন, এই যেমন ট্যাপ এর পানি কই থেকে আসতেছে, পানি পরিষ্কার কি না, পানি এর রঙ নাই কেন, কেন ওর টুথপেস্ট আলাদা, ও কবে আমার মতো বড় ব্রাশ দিয়ে দাত মাজতে পারবে এই সব।

আমিও অনেক মজার মজার উত্তর দেবার চেস্টা করি, সব ঊত্তরে বাংলাদেশ এর একটা করে গল্প বলার চেষ্টা করি, জানি না ও মজা পায় কি না।

আমার কাজ শুরু হয় ৯টা থেকে, মানে ডেইলি স্টান্ডাপ থাকে, তাই আমি চেস্টা করি তার আগেই ওর সকাল এর নাস্তাটা শেষ করে ফেলার, হয়েও যায়, আমার পিসি অন করে ওকে হাই চেয়ার এ সেট করে আজ যখন খাওয়ানো শুরু করি তখন সে জিজ্ঞেস করলো বাবা আজকের গুগোল এর ডূডোল এ ডাইনোসর কেন? আচ্ছা বাবা ডাইনোসর কি ডিম পারতো? ডিম পারলে কতো বড় হইতো? আচ্ছা বাবা আমাদের গাড়িতে করে কি আমরা একটা ডাইনোসার এর ডিম বাসায় নিয়ে আসতে পারবো?

আমি বলল্লাম, মা আমার এই বিষয় টা গুগোল করতে হবে, তুমি খেয়ে নাও রাতে জানাবো, দেখেন আপনারা কেউ কিছু জানেন কি না, আমাকে জানাবেন।

আজকের গুগোল এর ডুডোল






মন্তব্য ২৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২১ রাত ৮:০১

মনিরা সুলতানা বলেছেন: সন্তানের সাথে কাটানো মুহূর্তগুলো আরও আনন্দময় হোক।

৩০ শে জুন, ২০২১ রাত ১২:২২

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।

২| ২৯ শে জুন, ২০২১ রাত ৮:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার গল্প পড়ে বেশ ভালো লেগেছে। আমার নাতনী দেখতে অনেকটা আপনার বড় মেয়ের মতোই। আজ থেকে ২৭ বছর আগে আমার বড় মেয়ে দেখতেও এমনই ছিলো। অথবা এই বয়সে সম্ভবত সব মেয়ে এমনই থাকে।

শুভেচ্ছা নিবেন। গল্প লিখে যান, গল্প সত্যি ভালো হয়েছে।

৩০ শে জুন, ২০২১ রাত ১২:৩২

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: যাক আমার লেখা আপনার ভালো লেগেছে বলে ভালো লাগলো, আপনার নাতনী এর জন্য শুভ কামনা, আপনারা উৎসাহ দিলে লেখা চালিয়ে যাব।

৩| ২৯ শে জুন, ২০২১ রাত ৮:০৬

শায়মা বলেছেন: ভাইয়া

এটা তো আস্ত একটা পুতুল...

কথা বলা পুতুল... :)

৩০ শে জুন, ২০২১ রাত ১২:৩৩

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: জি আমি আপনার সাথে একমত, দুয়া করবেন প্লিজ।

৪| ২৯ শে জুন, ২০২১ রাত ৮:৪৮

কামাল১৮ বলেছেন: বাচ্চাদের মার কথা কিছুই উল্লেখ করলেন না।

৩০ শে জুন, ২০২১ রাত ১২:৩৪

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অবশ্যই লিখবো ভাই, সবে তহ শুরু করলাম।

৫| ২৯ শে জুন, ২০২১ রাত ৯:১৩

সাসুম বলেছেন: বাচ্চা কে ডাইনোসর এর কাহিনি জানান আস্তে আস্তে। এরপর হালকা করে বিবর্তন এর ধারায় কিভাবে নির্মুল হয়ে গেল সেটা ও হালকা করে ধারনা দেয়ার চেস্টা করুন। আমাজন এ একটা বই পাওয়া যায়- ছোটদের বিবর্তন নামে। ৪ বছর বয়সী দের।জন্য। গল্পে গল্পে তুলে ধরতে পারেন কিভাবে হারিয়ে গেল তারা।
আর বিভিন্ন ডাইনোসর এর ছবি দেখিয়ে উৎসাহী করে তুলতে পারেন।

বাচ্চার জন্য ভালোবাসা রইল। এভাবে প্রশ্ন করতে ও উত্তর জানতে জানতে একদিন বাচ্চা জ্ঞানের পথে আলোর পথে ছুটবে।

৩০ শে জুন, ২০২১ রাত ১২:৩৫

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আমি চেষ্টা করি, দুয়া করবেন আমার মেয়ে দের জন্য।

৬| ২৯ শে জুন, ২০২১ রাত ৯:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাচ্চাদের জানার ইচ্ছা থাকা ভালো লক্ষণ। সাথে সাথে আপনিও নতুন কিছু জানতে পারবেন। শুভ কামনা রইলো।

৩০ শে জুন, ২০২১ রাত ১২:৩৮

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: হুম। দিন দিন অনেক নতুন কিছু শিখছি প্রতিদিন। সারা জীবনে শুনে আসলাম গরু ডাকে হাম্বা হাম্বা আর এখন দেখি গরু ডাকে মুউউউ!! ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।

৭| ২৯ শে জুন, ২০২১ রাত ৯:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বাচ্চারা শিশুকালে বাবাকে হাজারটা প্রশ্ন করলেও বাবা
বিরক্ত হন না, মনের খূশীতে তাদের সব প্রশ্নর উত্তর দেন!
কিন্তু এ্ই বাবা যখন শিশু হয়ে সন্তানের কাছে কোন প্রশ্ন
দুইবার করে তখন তারা কতইনা বিরক্তা হয়।
আপনার মেয়েকে আশির্বাদ করছি সে যেন
তেমন না হয়!! পুতুলের মতাে মেয়েটিকে
আমার একরাশ শুভেচ্ছা!

৩০ শে জুন, ২০২১ রাত ১২:৩৯

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য, আমি কিন্তু আপনার সব লেখা পড়ি নুরু সাহেব।

৮| ২৯ শে জুন, ২০২১ রাত ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার গল্প বলেছেন, রাইনা'র জন্য অনেক আদর র'লো।

আমার নাতনিটা রাইনা'র চেয়ে একটু বড়, ৬ +। ওকে আমি ছোটবেলা থেকেই গান গেয়ে শুনিয়েছি, গল্প বলেছি, গোসল করিয়েছি, তবে কখনো খাওয়াই নি, কারণ সে খুবই স্লো ঈটার। আমার এতটা ধৈর্য থাকে না, কারণ সে খাবার মুখে নিয়ে বসে থাকে এবং খেলাসহ অন্য সব কাজ করতে থাকে, কিন্তু খায় না। আগে ওকে আমি বুকে নিয়ে গান গেয়ে দুপুরে ঘুম পাড়াতাম। এখন ডাকলে সে বুঝতে পারে আমি কেন ডাকছি। আসছি আসছি বলে দূরে থাকে, এক সময় আমি নিজেই ঘুমিয়ে যাই। ডাইনোসর ওর খুবই প্রিয় একটা প্রসঙ্গ। এটা জেনে আমি মাঝে মাঝে গুগল ঘেঁটে ডাইনোসর সম্পর্কে ওকে কিছু বলতে গিয়ে দেখি, সে ডাইনোসর সম্পর্কে আমার চেয়ে অনেক বেশি জানে।

রাইনা'র সব প্রশ্নের যুক্তিসঙ্গত জবাব দিতে চেষ্টা করবেন। পোস্টে পঞ্চম ভাললাগা + +।

৩০ শে জুন, ২০২১ রাত ১২:৪৪

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য, হুম আমি ও গান শুনাই আমার মেয়ে কে। খাওানোর সময় মা কে অনেক বিরক্ত করে, খাওয়ানো অনেক কঠিন কাজ, কিন্তু আমি অনেক মজা নিয়ে করি। এখন অভ্যাস হয়ে গেছে।

হুম উত্তর গুলো যেন ঠাকুরমার ঝুলি এর মতো না হয়, এ জন্য সময় নিয়ে উত্তর দেবার চেস্টা করি।

৯| ২৯ শে জুন, ২০২১ রাত ১০:৫৮

শেরজা তপন বলেছেন: লস্ট ওয়ার্ল্ড- এ মনে হয় ডাইনোসারের ডিম নিয়ে বেশ খানেকটা গল্প আছে
সেখান থেকে একটা অংশ দেখিয়ে দিন :)

ভীষন রুপবতী' রাইনা'র ফটোগ্রাফটা চমৎকার হয়েছে~ ও কে আদর ও ভালবাসা

১০| ৩০ শে জুন, ২০২১ রাত ১২:৪৮

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। গুগল করে অনেক কিছু বের করলাম, দেখি আসতে আসতে সব শেখাবও দুয়া করবেন।

১১| ৩০ শে জুন, ২০২১ সকাল ১০:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার ছোট মেয়ের নাম রাইসা। এবার এস এস সি পরীক্ষার্থী। গতকাল তার মায়ের সাড়ীগুলো নিয়ে পরে পরে ছবি তুলেছে। আমি সব পারলেও ওকে শাসন করতে পারি না।

৩০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪১

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। অনেক শুভ কামনা রাইসা মামনি এর জন্য।

১২| ৩০ শে জুন, ২০২১ দুপুর ১:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইনোসেন্ট মেয়েটার জন্য রইলো একরাশ ভালোবাসা।

৩০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪২

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। অনেক দুয়া করবেন।

১৩| ৩০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৩

আহমেদ জী এস বলেছেন: আমি পরাজিত যোদ্ধা ,




অসম্ভব কিউট আপনার মেয়েটা।
বাচ্চাদের স্বভাবসুলভ কৌতুহল মজারই হয়। তাদের সাথে তাল মিলিয়ে তাদের মনে আরো আরো আগ্রহ সৃষ্টি করলে তারা সৃজনশীল হয়ে উঠবেই।
হাসিমুখি "রাইনা" যেন তার সুন্দরতা নিয়ে জীবনের সব পথেই হাসিমুখে চলতে পারে সে প্রার্থনা করছি।

৩০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনার দুয়া এবং ভালোবাসা এর জন্য।

১৪| ৩০ শে জুন, ২০২১ রাত ১১:৫৪

ঢুকিচেপা বলেছেন: ভালো লাগলো আপনার বাবা মেয়ের গল্প শুনে। পুতুল পুতুল মেয়েটির জন্য অনেক আদর ও দোয়া রইল।

০১ লা জুলাই, ২০২১ রাত ১:২৪

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।

১৫| ০১ লা জুলাই, ২০২১ ভোর ৬:০৬

সেলিম আনোয়ার বলেছেন: বাচ্চা দের কিউরিসিটি অনেক বেশি। ডাইনোসর ডিম পারত এরা সরীসৃপ জাতীয় প্রাণী। বিলুপ্ত হয়ে গেছে সেই ক্রিটেসাস পিরিয়ডে। এগুলোর বিলুপ্তি নিয়ে আছে দারুন সব হাইপোথেসিস। সে যাইহোক ডাইনোসর বিলুপ্ত হয়েছে আর তেলাপোকা এখন ও টিকে আছে। আপনার মেয়ের সর্বাঙ্গীন মঙ্গল ও সফলতা কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.