নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

গান গাইবো

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩১

পাশের বাড়ির কার্ণিশে বসে থাকা দাঁড় কাক

উড়ে এসে গ্রিলে বসে। এদিক ওদিক তাকিয়ে-

তৃষ্ণার্থ কাক টবের মাটিতে জমে থাকা পানিতে

মুখ ডুবায়, গলা ভেজায়। তারপরে হেরে গলায় ডাকে-

কা কা।

তার ডাকে সাড়া দেয় আরেকটি কাক-

জানিনা পুরুষ নাকি নারী, তবে তারা বন্ধু এটুক মানী।

সেও এসে পানি খায়, গলা মেলায় দু’জন-

গান ধরে, কা কা।

ওদিকে নিচতলার আন্টি আমার টবের পানিতে

বারান্দা ভিজে গেছে বলে তিনিও গান ধরেন-

কা কা।

কিন্তু উনি গলা ভেজালো কোথায়?



নিচ থেকে ময়লাওয়ালা চিৎকার করে-

এ ময়লা এ ময়লা।

আমি তাকাই-

বলি যাও, বাসায় কেউ নাই, তাই-

তিনদিন ঘরে রান্না নাই

তোমার জন্য ময়লা কোথায় পাই।

সে আবার গান গায়-

এ ময়লা এ ময়লা।

ভাবি সে গলা ভেজালো কোথায়?



ওদের দেখে আমি গিটার ধরি

উ-আ করি।

কিন্তু গান বের হয় না।

বুঝলাম আমার গলাটা ভেজে না,

বহুদিন হলো-

তাই গলাটা ভেজানো দরকার।



(১১ এপ্রিল ২০১৫, পল্টন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.