![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
সকল কাঁটাতারের বাসিন্দাদের এখন
কেমন রাত কাটে? শিশুগুলোকে দেখেছিলাম তারের বেড়ায় ঝুলছে,
তারা নিশ্চই ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছে। স্বামী স্ত্রী হয়তো ভুলে গেছে এই
সীমান্ত আঁধারে পরস্পর মিশে যাবার কথা। এমনো তো হতে পারে প্রেমিক বেচে
দিয়েছে প্রেমিকাকে ওপাড়ে; অথবা ভাই তার বোন। যুদ্ধ-
তুমি কর্পোরেশনের সাজানো চোখ ধাঁদানো "রিয়েলেটি শো"।
তুমি শান্তির নামে মিথ্যা-
তোমার মৃত্যু কেনো ঘটেনা....!
(১৮ অক্টোবর ২০১৫, পল্টন)
২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৬
মামুন ইসলাম বলেছেন: সত্যের অঙ্গিকার !
৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
আরণ্যক রাখাল বলেছেন: ভালো লেগেছে
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৪
ফুলফোটে বলেছেন: অসাধারন...