নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

“আমার ভাগ্য…..”

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

আমি নিজেকে ভিষণ ভাগ্যবান মনে করি এই জন্য যে,
আমার জন্ম হয়নি- প্রথম অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
মুসোলিনি বা হিটলার কে স্বচোক্ষে দেখার দুর্ভাগ্য হয়নি বলেও
বলা যায় আমি একজন চরম সৌভাগ্যবান মানুষ।
আমি নিজেকে এ জন্য ভাগ্যবান মনে করি-
হিরোশিমা-নাগাসাকি শুধু বইতে পড়েছি, নিজ চোখে দেখা লাগেনি কখনো।

ভাগ্য ভালো না হয়েও উপায় নেই আমার, কেননা-
আমাকে আরো দেখতে হয়নি ইয়াহিয়ার জল্লাদ মুখ,
হাঁটতে হয়নি ছোঁপ ছোঁপ রক্তের উপর উনিশ সাত একের
সে দিনগুলোতে। অথবা তারও কিছুকাল পরের সে সময়গুলোর জন্য
নিজেকে ভাগ্যবান ভাবতেই হবে-
যখন জন্মালে হয়তো দেখতে হতো-
সিরাজ সিকদার, মতিউল-কাদের অথবা সেই দরাজ গলার মানুষটাকে,
যিনি এক ডাকে অথবা এক আঙুলে এক করেছিলেন গোটা দেশ;
তাদের প্রত্যেকের খুন হয়ে নিথর পড়ে থাকার সবচেয়ে জঘন্যতম দৃশ্যগুলো।
ভাগ্য ভালো আমি এসবের কিছুই দেখিনি!

সর্বোত্তম ভাগ্যের অধিকারি হবার আরো একটি কারণ হতে পারে এ জন্য যে,
আমাকে অযথা শুনতে হয়নি স্বৈরাচারের নিকৃষ্ট পদধ্বনী-
লেফ্ট রাইট লেফ্ট রাইট আর 'আমি জেনারেল এরশাদ বলছি',
একই সাথে দেখতে হয়নি দিপালী-কাঞ্চনের মায়েদের অভিমানী মুখগুলো।
আসলেই আমি সৌভাগ্যবান বটে!

উপরের সবগুলো কারনে সত্যিই নিজেকে ভাগ্যবান বলতেই হয়,
আর তা না বলাটা চরম মাত্রার অকৃতজ্ঞতারও শামিল।
কেননা-
আমার ভাগ্য এতোটাই ভালো,
এতোটাই ভালো,
এতোটাই ভালো যে-
আমি জন্মেছিলাম সব অধিকার ফিরে পাবার ঠিক আগ মূহুর্তে।
কিন্তু,
কিন্তু,
কিন্তু-
তারপর কি ঘটে গেলো আর কি ঘটছে,
কি দেখছি, শুনছি অথবা সইছি?
যতোটা ভালো ছিলাম তার চাইতে কি
আমার ভাগ্য এতোই খারাপ, যার কারনে
আজ আমি এই বিশ্ব দেখছি,
এই বাংলা দেখছি?

আমার ভাগ্য ঠিক কতোটা খারাপ....!!?

(০৯ ডিসেম্বর ২০১৫, কারওয়ানবাজার/পল্টন)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

কবি এবং হিমু বলেছেন: ভাগ্য আগের মতোই আছে মশাই।কেবল শব্দটা পরিবর্তন হয়ে স্বাধীন হয়েছে :P

২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২০

পিচ্চি হুজুর বলেছেন: চিন্তা কইরেন না তৃতীয় বিশ্বযুদ্ধ দেখা লাগবে মে বি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.