নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

............................৫৬

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

সুইসাইডাল নোটগুলো লেখার আগে তারা প্রত্যেকে আমার
সাথে দেখা করলো। হরর! পুরোটাই হরর মনে হলো
সেদিন। ভেবে বিষ্ময়-
মৃত মানুষগুলো কেনো আবার মরতে চায়?
পাশেই মাঝি গান গায়-
ধীরে বহে ধীরে বহে রঙ্গিলা নাও।

আমি ছিলাম নদী পাড়ের বিরাণ শ্মশানে বসা।
কিন্তু না, আমি না- তাদের দেখে শ্মশানের
হীম কুয়াশা হাসে। হাসে চায়ের কাপ,
ধোঁয়া, গোধুলী আর মাথার উপর ঝুলতে থাকা
সেই পুরোনো চাঁদ।

শুনেছি-
মানুষগুলোর
সুর
শব্দ
প্রেম অথবা
রং তুলি; সবই নাকি
চুরি হয়েছে। সেসব এখন হতাশা উন্নয়ন কেন্দ্রের
টেবিলে টেবিলে ফাইল বন্দি-
অপরিমিত নেশার কাছে।

(১৮ ডিসেম্বর ২০১৫, পল্টন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.