নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

সোনারগাঁও

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০

আদি গাঁও চুরি হইছে বলে
গাঁও আর গাঁও নাই,
সেও বহুদিন। শুধু -
নামখান সোনায় মোড়ানো বলে-
আইজো শহরের চৌরাস্তার মোড়ে
রুপ লাবন্য তার বাইয়া বাইয়া পড়ে।

সেই
গাঁওয়ের জমিনে রাইত নামলে পরে
একে একে গনিকারা সব হুমড়ি খায়,
শরীরে রং মাখায়; রাইত তখন ক'টা
জানিনা।

এরপর,
ধীরে ধীরে
গাঁওয়ের সদর দরজায় কড়া নাড়ে দাপুটে খদ্দর
ও তার দল। ডাকে- বেয়ারা কোক পেপসি
হুইসকি মেরিন্ডা।

কিন্তু
এতো কিছু মেলে গাঁও'য়ে; শুধু
মেলে না, গণিকার দালালেগো।
শালারা-
অদৃশ্য হইয়া ঘোরে ফেরে পারপাশে
ভেতরে বাহিরে। কিন্তু
কে জানে, হালের ভদ্র সমাজে
কোনটা সেই খাটাশের পাঁচশ
চোইদ্দ নম্বর বংশধর?

তবে-
যা দেখলাম, যা বুঝলাম
বাঙলার আদি গাঁওয়ে,
কারা আসে কারা যায়
রাইতে বিরাইতে, আর-
কার ধন কে চাটে।

সবই, বাজিকর বণিকের খেলা.......!

(১৯ ডিসেম্বর ২০১৫, কারওয়ান বাজার)


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

Tarek mostofaা বলেছেন: সেই হইছে

২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: খুব ভাল লেগেছে,শুভেচ্ছা জানবেন।।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার চমৎকার হইছে ভাই । !:#P

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৮

এম এ কাশেম বলেছেন: তবে-
যা দেখলাম, যা বুঝলাম
বাঙলার আদি গাঁওয়ে,
কারা আসে কারা যায়
রাইতে বিরাইতে, আর-
কার ধন কে চাটে।....... চাটার দল চাটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.