![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
এতো কিছুর পরেও
বেলাজ সওদাগর সওদা করে,
তার চাইল ডাইল আর নুনের বার্তা
লিখে লিখে আমি আশায় বুক বান্ধি;
সুখ পাই মনে মনে।
অথচ দিনের শেষে সন্ধ্যা মালতি যখন
আমারে টিটকারি মাইরা কয়-
‘ওই বিনোদন’, তখন মনে পড়ে-
মায়ের শাড়ি
বোইনের আঁচার
ভাইয়ের ক্যানভাস
কিছুই কিনা হইলো না আর।
কারণ-
আমার ক’টা টাকা জমা আছে
বাবু লঙ্কা রায়ের কাছে।
আমার একটা কাগজ জমা আছে
দাড়িওয়ালা এক মোলুভী ছাবের বালিশের তলায়।
দেয় না; টাকা আর কাগজে তারা
তা দেয়, ওদিকে সুদের সুদ চক্রবৃদ্ধি
হারে প্রত্যেক দিন ঘামের দাম বাড়ে।
আমি শুধু মাথা চুলকাই আর কই-
হেই ডুড, জাস্ট কুল; লেট ইট বি।
(১৩ জানুয়ারি ২০১৬, পল্টন)
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭
পথেরদাবী বলেছেন: আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ..প্রস্তুতি চলছে ভাই..আরো শিখি.. :-)
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১
কাজী মেহেদী হাসান। বলেছেন: কবিতায় সহজ মুগ্ধতা আছে, পড়তে ভালো লেগেছে। তবে শেষ লাইনটা ইংরেজি না করলেও বোধহয় পারতেন। বিশেষ করে 'ডুড' শব্দটা