![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
আমি আর বন্ধ দুয়ার খুলতে চাইনি
খিল লাগিয়ে বসেছিলাম সবটা আঁধার করে।
শুনেছিলাম বাহিরে প্রচুর আলোর ঝলকানি,
সালোকসংশ্লেষণে জন্ম নিচ্ছে ফুলের শিশু।
ওসবেও কান পাতিনি কোনদিন,
শুধু ব্যথার চাষে ভরেছিলাম বুকের জমিন।
তবু আরো একবার,
শোকের পাথরে ফুল ফোটাবো বলে
চৌকাঠ মাড়িয়ে গেলেই- জ্বলে যায় ভেতর বাহির।
গিয়ে দেখি এতো আলো নয়- ভীষণ রকম ফাঁদ,
এই জ্বলে আর এই নিভে যায়।
আমি আবারো প্রতারিত হলাম
আলেয়াতে মন পোড়ালাম...
(০৩ মে ২০১৬, পল্টন)
©somewhere in net ltd.