![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পন্দিত চেতনায় সারল্য নীল হাসি,
দেখার ব্যাকুলতায় মেঘ।
প্রতিক্ষার প্রহর শেষে
আসে রোদন মাখা সকাল।
টুপ করে জলিক ফোঁটা
কপালে টিপ আঁকে।
প্রভাতের রবিরাগে
ঐ যে আমার চাঁদ হাসে।
ককিল ঐ ডাকছে সুরে
তোমার কানে আমার কানে।
মনের অতলান্তে দুজনার সাক্ষাৎ
মন থেকে মনে, মনের কাননে।
রাতের আঁধারের সাথে সখ্যতা চিরকালের।
এবার চাই দিনের আলো।
ছুঁতে চাই পাতা-পল্লব, ভোরের শিশির।
আলোতেই ভুলতে চাই আঁধারের নিঃসঙ্গতা।
জীবন যখন শুন্যের কোঠায়
উদ্বেলিত মেঘের মন খুঁজে পেল নীল,
তুমি এলে আমার আলোক দ্যুতি হয়ে।
আলোয় করবো আলোক স্নান।
বাঁধন হারা ভালোবাসায় রচিবো কাব্য,
মেঘ নীলের নিখাদ বন্ধনে ।
আমরা আনবো ডেকে
একেকটি নতুন সকাল
ঐ ককিলের মিষ্টি সুরে।
লেখাঃ মোঃ বদরুল আলম টুটুল
©somewhere in net ltd.