![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুয়াশার মোহের ঢাকা নির্বোধের আত্মকথন ।
অতলস্পর্শী বিবিধ শব্দে কাব্যিক অনুষদ।
ব্যাকুল ফেরারি মন ঋতুভেদে যন্ত্রনার গলিতে।
ভোরের কাছাকাছি এসে সপ্ন নিভে ।
মরীচিকার মোহে মনোজগত এই শূন্য, এই পরিপূর্ণ।
ব্যাকুলতার উপশম অগোচরে ধাবিত।
রোমন্থনে বিক্ষিপ্ত মনের প্রশস্ত মাঠ,
সবুজ ঘসে এ কোন বিচরণ!
শুধু স্তব্ধতায় কুয়াশাচ্ছন্ন ভোরে তপ্ত বাষ্প।
বায়বীয় উত্তাল স্রোতে বায়ুর কাঁটাটার।
অভিপ্রায় পাড়ি জমাচ্ছে প্রহরের আর্তনাদে।
সত্তাকে জানতে হলে যাও গভীরে।
সত্ত্বার প্রকোষ্ঠগুলো তালাবদ্ধ, নির্লিপ্ত।
অন্তহীন আবেগেরা মৃত বিবেকের পায়ের নীচে।
চার বর্ণের চিরন্তন সত্য নিরুদ্দেশে, সলিল সমাধি।
বর্ণে বর্ণে অমীমাংসিত শাব্দিক মেলবন্ধন, কবিতায় ছটফটায়
লেখাঃ মোঃ বদরুল আলম টুটুল
©somewhere in net ltd.