| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুদ্ধতা কি? কাকে বলে ?
ভুল করেইত শুদ্ধতা, তাই না?
সুখ কি? তা খুজিনা.
স্বপ্ন কি? তা দেখিনা।
দুঃখ কি? সেতো আমায় ছোঁয় না।
দিনের আঙ্গুল ধরেই
আমি রাতের দিকে হাঁটি।
নব দিন, নব সূর্য উঠবেই
সে কথাটি জানি, মানি।
স্বপ্ন দেখিনা, পাইনা স্বপ্ন ভাঙ্গার ভয়।
লোকে জারে দুঃখ বলে, সে আমার সয়।
কোন কিছুই ছোঁয় না আমাকে
আবার যেন উথাল-পাথাল সব কিছুই ছুঁয়ে যায়।
যুগল চোখে দেখিনা যা কিছু দেখার
বুকের সীমান্তে ধারন করেই বাঁচি, কি আছে দেখার?
অপরগতার বেথা ফুটে ফুটে শাখা থেকে ঝরে গেছে।
আকাশে যতই আগুন ঝড়ুক
রাতের আঁধার আসবেই।
তাঁরা ফুটুক বা জনাকি না জ্বলুক
স্রান্ত-ক্লান্ত পাখি নীড়ে ফিরবেই..
লেখাঃ মোঃ বদরুল আলম টুটুল
©somewhere in net ltd.