![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্জিনিয়ারিং পাস করে একটা বহুজাতিক মোবাইল কোম্পানিতে কামলা হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম ।জানি না কিভাবে কিভাবে যেন জব লেনথ্ সাড়ে তিন বছর পার হয়ে গেল। আমি বুঝতে পারছলাম যে "আই নিড চেঞ্জ"। পরিবর্তনের জন্যই বা নতুন জীবনের সন্ধানে ক্যাঙ্গারুর খোঁজে পাড়ি দিলাম ভারত/প্রশান্ত মহাসাগর.......।
১।
একটা শামুক ২০ মিটার গভীর কুয়ার একদম নিচের প্রান্তে আছে। প্রতেকদিন শামুকটা ৫ মিটার উপরের দিকে উঠে কিন্তু রাতে ৪ মিটার নিচের দিকে পিছলিয়ে পড়ে।এখন শামুকটার কুয়ার একদম উপরে পৌছতে কতদিন লাগবে??
২) দিয়া রিয়ার পিছনে দাড়ি্যে আছে এবং একই সময়ে রিয়াও দিয়ার
পিছনে দাড়িয়ে আছে। এটা কিভাবে সম্ভব??
৩) অলিম্পিকে একজন দৌড় প্রতিযোগী ২য় স্হান অধিকারীকে অতিক্রম করলো তার অবস্হান কত?
৪)
যখন সন্ধা ২০০০ সালে তার জন্মদিন পালন করলো তখন তার বয়স ৮ বছর।কিন্তু সে জন্মগ্রহন করেছিল ২০০৮ সালে। এটা কিভাবে সম্ভব??
৫) একটা লোক একটা ছবির সামনে দাড়িয়ে বললো ভাইগন এই পৃথিবীতে আমার এ ছাড়া আর কেউই জীবিত নেই। এই লোকের পিতা আমার পিতার ছেলে।এখন বলুনতো ছবির লোকটা সেই লোকটির কি হন???
৬)
৬ নং কমেন্টে দেখুন।
সবাইকে আবারও নতুন বৎসরের শুভেচ্ছা। যে আগে সবগুলা ধাঁধার সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে ভার্চুয়াল কাপ পুরষ্কার। রেজাল্ট দেয়া হবে রাত ২:৩০ মিনিটে।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:০৭
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: বলেন দেকি কয়টা পারেন???
২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:০৫
অপ্রয়োজন বলেছেন: ধুরু মিয়া ... মাথায় প্যাচ খাওয়ার বছর শুরু করাচ্ছেন ... আপনের ব্যান চাই
২। দুইজন পিঠাপিঠি দাড়িয়ে আছে
৩। ২য়
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:১১
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: নতুন বছরের শুরুতে এট শহুঝ ধাঁধা দিলাম, দুইটা পারলে ক্যামতে অইবো
। বাকিগুলাও ট্রাই মারেন।
৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:১০
গৌতম রায় বলেছেন: ১. ১৬ দিন।
২. পিঠাপিঠি দাড়িয়ে আছে।
৩. ২য়
৪. জানি না
৫. সে নিজে
হইসে নি?
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:১৩
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: কয়েকটা অইচে
। দেকি বাকিরা কি বলে??
৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:১৩
অপ্রয়োজন বলেছেন: ১। ১৬ দিন
৫। বাচ্চা
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:১৬
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: আপনি ঠিক মতো ট্রাই মারলে ফাস্টু অওনের ব্যাফুক সম্ভাবনা ছিল :#>
৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:১৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: সবগুলিই জানি তয় কমু না। কইলে আপনি শিখে যাবেন !!
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:২১
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: আপনি জোর কইর্যা শিকাইলেও শিকুম না। আমার শিকতে ঠ্যাকা পরচে??
তয় আফনারে শুভেচ্চা
।
৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:১৮
মুক্তপ্রাণ বলেছেন: ১. ১৬ দিন।
২. পিঠাপিঠি দাড়িয়ে আছে।
৩. ২য়
৪. ২০০৮ BC
৫. ছেলে
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩৭
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: Click This Link
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৫
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: আপনার জইন্য আরেকটি বোনাস : নীলা তার বাগানের জইন্য ১০ টা গাছ কিনচে। সে সবগুলা গাছ ৫ টা সারিতে লাগাইতে চায় যেন প্রত্যেক সারিতে ৪ টা করে গাছ থাকবে। এটা কিভাবে সম্ভব?? সে গাছ গুলা কিভাবে লাগিয়ে ছিলো???
৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:২৪
নাজমুস বলেছেন: ১। ১৬ দিন
৫।নিজের ছেলে/মেয়ে বা ভাগ্নে/ভাগ্নি
২।সবাই পারে পিঠেপিঠি
৩।সবাই পারে ২য়
৪।উমমম........ আরে সোজাতো, সন্ধ্যা ২০১৬ সালে টাইম মেশিনে চড়ে ২০০০ সালে গিয়ে সন্মদিন পালন করছে। অথবা, সন্ধ্যা অংকে কাচা। ধনাত্বক রিনাত্বক এর পার্থক্য বোঝে না। ২০০০ সালে ওর বয়স হয়েছে -৮ আর ও মনে করছে ৮ আর বোকার মত ৮ম জন্মদিন পালন করে ফেলেছে (ইয়াহু, আই ওন। আসল কাপ দেয়া যায়না?)
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩০
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: আপনার জইন্য টাইম মেশিনে কইর্যা কাপ আনতে পাঠাইচি।কাপ আইতাচে।আপাতত শুভেচ্চা লন
৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১১
রাজসোহান বলেছেন: সিস্টেম ভাই একটা সমস্যার সমাধান চাই,দিতে পারবেন?
সমস্যাটা হলো-
আমি নড৩২ এ্যান্টিভাইরাস ইউজ করি এবং প্রতিদিন আপডেট করি......আমি শিওর আমার পিসি পুরা ভাইরাস মুক্ত............নিয়মিত ঝাড়ুও দেই............যাতে কোনো টেম্পোরারী ফাইল না থাকে..।.।।..।.....।......কিন্তু প্রব্লেমটা হল আমার পিসির সি ড্রাইভে আস্তে আস্তে জায়গা কমতেছে.........যেমন গতকাল সকালে দেখলাম ১৩.৭ গিগা খালি আছে.........আবার সন্ধায় দেখলাম ১৩.৫.....।।এখন দেখতেছি ১৩.২ অথচ গত ১সপ্তাহে আমি কোনো কিছুই ডাউনলোড/ইনস্টল করি নাই।
আমার পিসির অটোমেটিক আপডেট অপশন অফ করা......কি করবো?
হেল্প করেন প্লীজ......
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:২৯
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: অই মিয়া কির মইদ্যে কিদিলেন?? তাছাড়া আমি অ্যামনিতেই একটু কমসম জানি। সেই স্বল্প জানা থেকে কয়েকটা সাজেসন ঝাড়ছি। কাম না অইলে গালি দিয়েন না।
সি ড্রাইবে প্রতিনিয়ত অনেক টেমপরারি ফাইল জমা হয় যেমন cookies, browser cache files, Registry ফাইল ইত্যাদি।এগুলা সাধারনত C:WINDOWSTemp এইখানে জমা হয়।এই সব টেম্পরারি ফাইল মুছার জন্য আপনি বিভিন্ন পিসি ক্লিনার সফটওয়ার ইউজ করতে পারেন। আমি একটা ডাউনলোড লিংক দিচ্ছি দেখেন কাজ করে কিনা, সেটা এইখানে Click This Link
তাছাড়া আমাদের হার্ড ড্রাইভ এর মেমরিতে যখন আমরা বড় কিছু সেইভ করি তখন মাঝখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র স্পেস আটকে থাকে, সেগুলাকে মাঝে মাঝে ডিফ্রাগমেন্ট করে এক জা্যগায় নিয়ে আসতে হয়। না হলে ঐগুলা ধীরে ধীরে পারমানেন্টলি নষ্ট হয়ে যায়। ডিফ্রাগমেন্ট করার জন্য সি ড্রাইভ এর উপর রাইট মাউস ক্লিক করুন, তারপর ক্লিক
Properties। ক্লিক Tools এবং ক্লিক Defragment Now। Defragment করার জন্য আপনার ড্রাইভ এ কমপক্ষে ১৫% জায়গা খালি থাকতে হবে। ধন্যবাদ।
৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১২
সুপ্রকাশ বলেছেন: (১) ১৬ দিন
(২) দিয়া ও রিয়া পিঠোপিঠি দাঁড়িয়ে আছে
(৩) দ্বিতীয় স্থান
(৪) ????
(৫) পুত্র
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২৭
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: হা হা, আরেকটু চিন্তা করলে ৪ নং টাও পারবেন। আর গাছেরটা (৬ নং) কি হল??
১০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৩২
জয় সরকার বলেছেন:
২ নম্বরটা হইল পিঠাপিঠি দাঁড়িয়ে তারা।
৩ নম্বরটা হইল দ্বিতীয় স্থান।
৪ নম্বরটা হইল ২০০৮ খ্রিষ্টপূর্বাব্দে জন্ম।
৫ নম্বরটা হইল পুত্র।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৪৯
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: ১ আর ৬ এর উত্তর কই? নতুন বৎসরের শুরুটে অ্যামন ফাকি দিলে চলবো??
১১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৩৬
রিজভী বলেছেন: ৪নং বাদে বাকি সবগুলাই খুব সহজ।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৪৭
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: অই মিয়া নটুন বছর কঠিন কঠিন জিনিস দিয়া শুরু অইলে ক্যামতে অইবো??
শুভেচ্ছা লন।
১২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৪২
অপ্রয়োজন বলেছেন: ৬। একটা তারা আকতে হবে। অনলাইনে তো আকতে পারি না, ঐ একটানে তারা যেমনে আকে আরকি।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৫২
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: আমি আগেই বলচি আফনার সম্ভাবনা ব্যাফুক
১৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৫৭
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: টাইম ১ ঘন্টা বাড়াইচি,একনও অনেক ব্লগার আচে দেকতাচি। ৩:৩০ এ কাপ দিয়া ঘুমামু
১৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৩
টানজিমা বলেছেন: আই বেটা,, বল্লি ২:৩০ এ উত্তর দিবি.....
আমিও বইয়া রইলাম সেই আসয়.....
ঘুমাইতাম না?????????
১৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৩
রাজসোহান বলেছেন: আওনাকে অনেক ধইন্যা............পুরস্কার কেউ না পাইলেও আমার সমাধস্ন পাইছি.........আবারও ধইন্যা.........
০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৬
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: আপনারেও ধইন্যা...
১৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৬
রাজসোহান বলেছেন: আপনাকে অনেক ধইন্যা............পুরস্কার কেউ না পাইলেও আমার সমাধান পাইছি.........আবারও ধইন্যা.........
০১ লা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২১
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন:
১৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৭
টানজিমা বলেছেন: মাইনাশশশ দিলাম কিন্তুক............
১৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৮
টানজিমা বলেছেন: মাইনাশশশ দিলাম কিন্তুক............
১৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৩
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: রুজ রাতে টানজিমা ভাইজানের মিজাজ খ্রাপ থাকে ক্যান। ঝাতি ঝানতে চায়।
২০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৯
ধ্রুব তারা বলেছেন: ১. ১৬দিন
২. পিঠে হেলান দিয়ে দাড়ানো
৩. ২য়
৪. -৮ বছর
৫. তার ছেলে
৬. ত্রিভূজাকারে লাগাবে
০১ লা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৩
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: ৬ টার মধ্যে ৪ টা অইচে। নতুন বছরের শুরুতে পারফরম্যান্স ভালুই
২১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫০
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: উত্তরগুলা :
১. ১৬ দিন।
২. পিঠাপিঠি দাড়িয়ে আছে।
৩. ২য়
৪. ২০০৮ খ্রিষ্টপূর্বাব্দে জন্ম
৫. ছেলে
৬. এইভাবে লাগালে
২২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫১
টানজিমা বলেছেন: আই মিয়া উত্তর দিলে দেন.. না দিলে না কইরা দেন... কিন্তুক..
ফারছোনার কোশেন করেন কেনে???
আফনেরে মাইনাশশশশশশ
যাওগ্গা মাফ দিয়া দিলাম...... কানে ধরেন....... :-< :-<
ভাই মেলা রাইত আইছে........
২৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৫
টানজিমা বলেছেন: হে হে হে হে হে পারছি........
বেড নাইট..... :-<
২৪| ০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৮
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: অপ্রয়োজন সঠিক উত্তর দিয়েছেন ৫টির
গৌতম রায় সঠিক উত্তর দিয়েছেন ৩টির
মুক্তপ্রাণ সঠিক উত্তর দিয়েছেন ৫টির
নাজমুস সঠিক উত্তর দিয়েছেন ৪টির
সুপ্রকাশ সঠিক উত্তর দিয়েছেন ৪টির
জয় সরকার সঠিক উত্তর দিয়েছেন ৪টির
ধ্রুব তারা সঠিক উত্তর দিয়েছেন ৪টির
সর্বমোট প্রশ্ন ছিল ৬ টি। সর্বাধিক উত্তর দিয়েছেন অপ্রয়োজন এবং মুক্তপ্রাণ (৫ টি করে)।
আজকের বিজয়ী যৌথভাবে অপ্রয়োজন এবং মুক্তপ্রাণ। অভিনন্দন অপ্রয়োজন এবং মুক্তপ্রাণ । এই নিন আপনাদের কাপ
২৫| ০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৩
চানাচুর বলেছেন: ইঞ্জিনিয়ার আংকেল ....নববর্ষের শুভেচ্ছা
০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: ভাতিজী তুমাকেও ব্যাফক শুভেচ্ছা। তুমার জন্য নববর্ষের কার্ড
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:০৩
স্বাধীনতার বার্তা বলেছেন: বলব না। :-<