নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।। ভ্রুপল্লবে ডাক দিলে, দেখা হবে চন্দনের বনে ।।

থাকুক তোমার দখিন হাওয়া,আমার থাকুক ঝড়। তোমার তরে তরুর ছায়া, আমার তেপান্তর। তুমি ঘুমাও সুখের কোলে, আমি ভুলে যাওয়ার দলে। হারিয়ে তোমায় মোর ধরণী হলো বিপুলতর।

পৃথি

ব্লগ : prithiplayer.tumblr.com ইমেইল : [email protected] ফেসবুক : www.facebook.com/prithiplayer টুইটার : www.twitter.com/prithiplayer

পৃথি › বিস্তারিত পোস্টঃ

লাস্টপাস বাংলা ট্রান্সলেশন

২৯ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৩৮

লাস্টপাস , একটি জনপ্রিয় পাসওয়ার্ড ম্যানেজার সফটওয়্যার। এটা ব্যবহার করলে বাজি ধরে বলতে পারি কারো আর জীবনে পাসওয়ার্ড মুখস্খ করার ইচ্ছা করবে না।



তো এই সফটওয়্যারটি বিশ্বের বিভিন্ন ভাষায় রুপান্তর করার জন্য অনেক সেচ্ছাসেবী দল কাজ করে যাচ্ছে। এর মধ্যে বাংলা ভাষাও আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলা ভাষায় এর রুপান্তর করার জন্য তেমন কোনো সেচ্ছাসেবী চোখে পড়লো না। এখন পর্যন্ত মাত্র চারজনকে দেখতে পাচ্ছি (আমি সহ :P)। ভাষান্তরের অগ্রগতিও খুব ধীর। মাত্র ২% /:)। এত কম সেচ্ছাসেবী থাকলে সম্পূর্নভাবে এটার ভাষান্তর প্রক্রিয়া সম্পন্ন হতে কত দিন লাগবে খোদাই জানে :((







....তাই যদি কেউ আপনারা এই কাজটা খুশি মনে করতে চান তাহলে এই পেজে যান। এখানে গিয়ে ছবিতে দেখানো বাটনে ক্লিক করলে ট্রান্সলেশন প্যানেলে ঢুকবেন।







এরপর একেবারে উপরে সর্ববামে একটা বক্স দেখবেন। সেখানে ক্লিক করে "আফ্রিকান" থেকে "বাংলা" সিলেক্ট করলেই বাংলা ট্রান্সলেশন প্যানেল আসবে। এরপর শুরু করুন ভাষান্তরের কাজ। :D





মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১০ ভোর ৫:৪২

হিমাংশু বলেছেন:
শোকেসে রাখলাম পোস্টটি। বাংলা ভাষাকে ছড়িয়ে দেয়ার জন্য এধরণের যে-কোনও কাজে আমাদের অংশগ্রহণ জরুরি।
চেষ্টা করবো অংশ নিতে।
আপনাকে ধন্যবাদ।

২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:০৩

পৃথি বলেছেন: ধন্যবাদ :)

২| ২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৭

ভাবসাধক বলেছেন: বাংলা ভাষাকে ছড়িয়ে দেয়ার জন্য এধরণের যে-কোনও কাজে আমাদের অংশগ্রহণ জরুরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.