![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ : prithiplayer.tumblr.com ইমেইল : [email protected] ফেসবুক : www.facebook.com/prithiplayer টুইটার : www.twitter.com/prithiplayer
গুগল ক্রোম যে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ব্রাউজার তা সবাই জানে। আসলেই কি গুগল ক্রোম বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ব্রাউজার? জানতে হলে নিচের ভিডিওটি দেখুন। গুগল এ পরীক্ষাটি করেছে আলু, সাউন্ড ওয়েভ ও বজ্রপাত দিয়ে ..... যেগুলো আসলেই খুব দ্রুতগতির
।
সুত্র : গুগল ক্রোম ব্লগ
২| ০৭ ই মে, ২০১০ রাত ১২:২৭
সঞ্জীব কুমার সাহা বলেছেন: আমি মজিলা ছাড়া অন্য কিছু ব্যবহার করে মজা পাই না.........
৩| ০৭ ই মে, ২০১০ রাত ১২:২৮
ঢাকাইয়া টোকাই বলেছেন: সঞ্জীব কুমার সাহা বলেছেন: আমি মজিলা ছাড়া অন্য কিছু ব্যবহার করে মজা পাই না.........
৪| ০৭ ই মে, ২০১০ রাত ১২:৩৭
কাজল আব্দুল্লাহ বলেছেন: বিশ্বের সবচেয়ে দ্রুতগিতর ব্রাউজার বলে দাবি করা হয় অপেরার লেটেস্ট ভার্সন (১০.৫০) ব্রাউজারকে।
কিন্তু আমি এখন পর্যন্ত মজিলার চেয়ে ভালো কোন ব্রাউজার পাইনি।
৫| ০৭ ই মে, ২০১০ রাত ১২:৪০
অসম্পাদকীয় বলেছেন: comment by: ঢাকাইয়া টোকাই বলেছেন: সঞ্জীব কুমার সাহা বলেছেন: আমি মজিলা ছাড়া অন্য কিছু ব্যবহার করে মজা পাই না.........
৬| ০৭ ই মে, ২০১০ রাত ১২:৪৮
টেকি মামুন বলেছেন: ক্রোমতো এত তাড়াতাড়ি প্রায় ৭% ব্রাউজার মার্কেট দখল করেছে স্পিডের জন্য ই ।আমিতো সবসময় ক্রোম।
৭| ০৭ ই মে, ২০১০ রাত ১২:৫০
টেকি মামুন বলেছেন: বর্তমান ব্রাউজার মার্কেটে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ৫৯%,মজিলা ২৪% আর ক্রোম ৭% দখল করে আছে।আর এই সামান্য কয়দিন ক্রোমের সাফল্য চোখে পড়ার মত।
৮| ০৭ ই মে, ২০১০ রাত ১২:৫০
কানা-বাবা বলেছেন: ক্রোমতো বাংলা দেখতে সমস্যা হয়। কিভাবে তা দূর করা যাবে?
৯| ০৭ ই মে, ২০১০ রাত ১২:৫৯
সায়েম মুন বলেছেন:
মজিলা ছাড়া কোনডিতে মজা পাইনা
১০| ০৭ ই মে, ২০১০ রাত ১:০২
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অবশ্যই ক্রোম বিশ্বের সবচেয়ে দ্রুততম ব্রাউজার।
আমি প্রায় সবগুলো ব্রাউজার ব্যবহার করেছি, কিন্তু ক্রোমের মত এত ফাস্ট এবং এত কম মেমোরী ব্যবহার করতে অন্য কোন ব্রাউজারকে দেখিনি।
কানা-বাবা @ আপনার পিসিতে কি সোলাইমানলিপি ফন্ট দেয়া আছে ? যদি থাকে তাহলে ক্রোমে বাংলা দেখতে কোন সমস্যা হবার কথা না। আর না থাকলে এখান থেকে ফন্টটি ডাউনলোড করে কন্ট্রোল প্যানেলের ফন্ট ফোল্ডারে পেষ্ট করে দিন। আমি ক্রোমের শুরু থেকেই এটা ব্যবহার করছি বাধাহীন ভাবে।
আর এখন যেসব এ্যাড অন্স এসেছে... এক্কেবারে ঝাক্কাস !!
ক্রোম ইজ দি বেষ্ট।
১১| ০৭ ই মে, ২০১০ রাত ১:১২
রাজসোহান বলেছেন: মজিলা ফায়ারফক্স ইজ দ্যা বস
১২| ০৭ ই মে, ২০১০ রাত ১:১২
জাতি জানতে চায় বলেছেন: অ্যাপল লিওপার্ড (১০.৬) এ ক্রোম ব্যবহারে বাংলা দেখতে সমস্যা হয়! সোলাইমানলিপি ফন্ট ব্যবহার করলে বাংলা পেজ লোড হওয়ার পথে ক্রোম সব সময় হ্যাং করে (সাফারিরও একই সমস্যা)! বাধ্য হয়েই তুলনামূলক স্লো মজিলা ব্যবহার করতে হয়! সমাধান পেলে অনেক ভাল হতো!
১৩| ০৭ ই মে, ২০১০ রাত ১:১৫
নিলজিসান বলেছেন: ভাই আমি তো এখন পরযন্ত আপেরা থেকে সুপার ফাস্ট এন্ড স্মুথ ব্রাউজার পাইনাই।
তাই আপেরা কে+++++++++++
১৪| ০৭ ই মে, ২০১০ রাত ১:২৬
ত্রিশোনকু বলেছেন: আমি এক সাথে ৬ টি ব্রাউজার ব্যাবহার করি গত তিন বছর ধরে। শতাধিক ট্যাবে কাজ করি কয়েকটি ব্রাঊজারে। স্পিড ক্রমানুসারে দিয়ে দিচ্ছিঃ(সবচে বেশী থেকে সবচে' কম):
১। মজিলা।
২। ফ্লক।
৩। অপেরা।
৪। সাফারী।
৫।ক্রোম।
৬। IE.
শেষের ২টি ব্রাঊজারে মাল্টি ট্যাবে কাজ করতে পারিনা, IE তে ৫ম ট্যাব খোলার সাথে সাথে কম্পিউটার হ্যাংগ করে। ক্রোম (আমি লেটেস্টটা নামিয়েছি) তিনটা পর্যন্ত সহ্য করে তার পরই বন্ধ্যা ট্যাব (inactive) প্রসব করতে থাকে।
যতক্ষণে আমার মজিলায় ৭০টি ট্যাবে ডাউন লোড শেষ ততক্ষনে ক্রোম ৩টা ট্যাবে সামু, ফেসবুক, মাই স্পেসের অর্ধেকও গোচরে আসে না।
এটা আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা। তাই এর বাইরে অন্যকিছু বিশ্বাস করার অবকাশ আমার নেই।
১৫| ০৭ ই মে, ২০১০ রাত ৩:১৪
রাগ ইমন বলেছেন: পরীক্ষা গুলা খুবই মজার!
১৬| ০৭ ই মে, ২০১০ রাত ৩:২৭
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: মজিলা ভালো ..... তবে ক্রোমরেও ভালো পাই।
আই. ই. সাকস্
১৭| ০৭ ই মে, ২০১০ সকাল ১১:১৬
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: সবার পছন্দ সমান নয়। মজিলা ভালো ..... ক্রোম ও ভালো । মনের শান্তিটাই আসল ভাল।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১০ রাত ১২:১৯
হা...হা...হা... বলেছেন: গুগল ক্রোম যে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ব্রাউজার তা সবাই জানে।
দ্বিমত পোষণ করছি। গুগল ক্রোম যে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ব্রাউজার তা আপনাকে কে বলেছে? আমার তো মনে হয় নামটি হবে মজিলা।