নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুশ্‌তাক তাহ্‌মীদ (প্রীতম)

মুশ্‌তাক তাহ্‌মীদ (প্রীতম) › বিস্তারিত পোস্টঃ

সোনাইমুড়ীতে ৩ শিবির কর্মীকে আটক করে ১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

জামাত নেতা দেলোয়ার হোসাইন সাইদ্দীর মৃত্যুদন্ডের প্রতিবাদে গত শুক্রবার ডাকা হরতালে জামাত-শিবির ও বিএনপি নেতারা সোনাইমুড়ী উপজেলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় গত বুধবার গভীর রাতে সোনাইমুড়ী থানার এস.আই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বজরা ইউনিয়নের অন্তর্গত বগাদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৩ শিবির কর্মীকে আটক করে। আটক কৃত হল সহেল (২৬), কামাল (২০) ও মাছুম (১৮)। এদের আটক করার পর স্থানীয় প্রভাব শালিরা রাতভর থানায় তদবির চালায়। পরের দিন বুধবার সকালে সোনাইমুড়ী থানা পুলিশ মোটা অংকের ঘুষ গ্রহণ করে মাছুমকে ছেড়ে দেয়। ভাংচুর ও অগ্নিসংযোগ এর ঘটনায় গত ৪ মার্চ সোনাইমুড়ী উপজেলা নাজির আলমগীর ভূইয়া ২০০/২৫০ জন লোককে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের এর পর সোনাইমুড়ী থানার এস.আই গোলাম কিবরিয়া গ্রেফতার বানিজ্য শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯

রাহী আবদুল্লাহ বলেছেন: পুলিশ মনে করছে-ঐ শিবির কর্মীর মাথায় গন্ডোগোল আছে -তাই ছাইরা দিসে B-)) B-)) B-)) আর শিবির কর্মী হলেই কি ধরতে হবে?

২| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

মুশ্‌তাক তাহ্‌মীদ (প্রীতম) বলেছেন: অব্শ্যই। কেন নয়? তারাতো উপজেলা ভাংচুর করেছে। রাস্তা অবরোধ করেছে। অনেক হিন্দু বাড়ীতে আগুন লাগিয়ে দিয়েছে। এরা তো একাত্তর থেকে দেশ বিরোধী। এদের কেন ধরবে না। এখন আর ধরলে হবে না। ধরে ধরে হত্যা ও করতে হবে। না হয় তো বাংলাদেশ এই জারজ সন্তানদরেকে নিয়ে অনেক ভুগতে হবে। ..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.