নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকটাক লেখালেখির অভ্যাস আছে। যদি ও তা অখাদ্য! তা ও লেখি। কেন লেখি তা জানি না! ।ফেসবুকে আমার আইডি :-\n\n.\n http://www.facebook.com/khaledulislampriyo\n\nধন্যবাদ সবাইকে :)

অপ্রিয় প্রিয়

অপ্রিয় প্রিয় › বিস্তারিত পোস্টঃ

"তমার পেঁচা"

১৪ ই মে, ২০১৫ রাত ৮:০৩


-আপনি কিসের মত জানেন?

-কিসের?

-পেঁচার মতো

-দেখতে?

-না স্বভাবে

-ও

-পেঁচা বলাতে রাগ করছেন?

শেষ প্রশ্নটি #তমা আমাকে করে নি ।
হয়তো করতো কিন্তু তার আগে তার
মা তাকে ডাক দেওয়াতে সে চলে যায়।
প্রশ্নটার উত্তর ও আমি ভেবে রেখেছিলাম কিন্তু দিতে পারি নি ।

হয়তো আমার স্বভাবটা পেঁচার মতো ই তাই বলেছে । এর আগেও
সে আমাকে হনুমান,বানর,বন মানুষ
ইত্যাদি বলেছে । হয়তো আমি এগুলোর
মতো দেখতে তাই বলছে । কিন্তু
একটা মানুষ কিভাবে এত গুলো প্রাণীর
মতো দেখতে তা জানা নেই।

তবে আমি তার কথায় রাগ করি নি ।
বরং শুনতে কেন জানি ভাল লেগেছে ।
তমার সব কথা শুনতেই ভাল লাগে কিন্তু
আমি তা প্রকাশ করি না। ভাল
লাগাটা আমি এড়িয়ে চলি। কারন তা
নাহলে আমি তার প্রতি মায়ায়
জড়িয়ে পড়বো। আর
মায়া জিনিসটা আমি খুব ভয় পাই কারন
একবার কারো প্রতি মায়া পড়ে গেলে তাকে ভুলতে পারা সহজ নয়।

#
রাতে মোবাইলটা হঠাৎ ই কেঁপে উঠলো।
মানে কল আসলো। রিসিভ করলাম
না নাম্বারটা পরিচিত না।

তারপর একটা মেসেজ আসলো "ওই হনুমান ফোন রিসিভ করেন"
মেসেজটা বাংলিশ এ লেখা ছিল।
বুঝতে পারলাম কার ফোন এটা কিন্তু
সে আমার নাম্বার পেল কোথায়
তা মাথায় আসলো না।
ফোনটা আবার কেঁপে উঠলো,রিসিভ
করে বললাম

-হ্যালো কে?
-কে মানে? চিনতে পারছেন না?
-না

মিথ্যা বলেছি আমি। আমি ঠিকই
চিনতে পারছি কিন্তু ধরা দেই নি।

-নিশ্চয়ই আপনার বউ কিংবা আপনার
প্রেমিকা ফোন দেয় নি। কারন
তারা আপনাকে এট লিষ্ট হনুমান
বলে ডাকে না । তাই না?
-আমার বউ কিংবা প্রেমিকা কোনটাই
নেই তমা
-যাক তাহলে চিনতে পেরেছেন
-না এখন ও পুরো পুরি না
-তাহলে নাম বললেন যে
-চিনতে পেরিছি
-আপনি আসলেই পেঁচা
-হুম
-পেঁচা বলাতে রাগ করছেন?
-হুম

আবার ও মিথ্যা বলছি। আমি রাগ
করি তমার মুখে পেঁচা ডাকটা শুনতে।
বরং ভাল লেগেছে। তমার সব কথাই আমার ভাল লাগে। কারন সে সুন্দর
করে কথা বলে।
তার থেকে বড় কথা সে সুন্দরী।
সুন্দরী বললে ও কম বলা হবে। সুন্দরীদের
সব কিছুই ভাল লাগে। তাদের
কথা বলা,হাসি কান্না সবকিছু। তবে সেই
ভাল লাগটা উপভোগ করার জন্য মন
থাকতে হবে।

-কেন রাগ করছেন কেন?
-এমনি
-আপনার বউ বললে কি রাগ করতেন?
-না
-তাহলে রাগ করলেন কেন?
-তুমি তো আমার বউ না তমা
-হুম, তাই তো
-হুম
-রাগ করলে করছেন তাতে আমার কি?
তাছাড়া আমি তো মিথ্যা বলি নি।
আপনি আসলেই একটা পেঁচা

আমি ভেবেছিলাম তমা Sorry নামক
ইংরেজী শব্দটা বলবে কিন্তু তা বলে নি।
হয়তো জেদ করে শেষ কথাটা বলছে।
সুন্দরী মেয়েরা প্রচন্ড জেদী হয়। তমা ও
ঠিক তাই

-কি হল কথা বলছেন না যে?
-বলো
-কি করতেছেন
-আকাশের তারা গুনতেছি
-আর সিগারেট খাচ্ছেন,তাই না?
-তুমি কি করে জানলে?
-গন্ধ পাচ্ছি
-কিভাবে?
-মোবাইলের ভেতর দিয়ে গন্ধ
আসতেছে,বুঝছেন?

মোবাইলের ভেতর
দিয়ে কিভাবে সিগারেটের গন্ধ যায়
তা আমার জানা নেই। তবে ব্যাপার
টা অদ্ভুত লাগছে আমার কাছে।
তমা কিভাবে জানলো আমি সিগারেট
টানতেছি? তাও আবার মোবাইল
থেকে গন্ধ পেয়ে। হয়তে তমার
মোবাইলে উন্নত সেন্সর টেন্সর কিছু
লাগানো আছে।

-কি হলো?
-বলো তমা
-ঐটা ফেলছেন
-কোনটা?
-যেটা খাচ্ছেন
-টানছি,আরেকটু বাকি আছে
-এটার পর নিশ্চয়ই আরেকটা ধরাবেন
-তুমি কি করে জানলে?
-যাদু দিয়ে
-ও
-আপনি আর একটাও খাবেন না । ওকে?
-ওকে
-কেন খাবেন না কেন? আপনি আমার
কথা শুনবেন কেন? আমি আপনার কি কেউ হই?
-না
-তাহলে খাবেন না কেন?
-ওকে,খাবো
-না খাবেন না
-ওকে

তমার প্রশ্নের উত্তর দিতে আমি ওকে শব্দটাই ব্যবহার করছি।
এতে হয়তো তমা বিরক্ত হচ্ছে ।

-হেমন্ত ভাইয়া
-বলো তমা
-আপনি এমন কেনো?
-কেমন?
-আপনি কি কিছু বুঝেন না?
-না
-আপনার মনে কি কিছুই আসে না?
-আমার মন টন বলে কিছুই নেই
-কেন
-ভুলে গেছি
-তা তো ভুলবেন ই।খালি সিগারেট এর
কথা ই মনে থাকে
-এখন সেটা ও নেই,শেষ।কিনতে হবে
-কি আপনি আবার খাবেন

উত্তর দিলাম না আমি। অনেক্ষন
ধরে কথা বলতেছি।
কারো সাথে এতো কথা বলা ভাল না।
মায়ায় জড়িয়ে যেতে পারি। ফোন
টা রাখতে হবে এখন।

-কিছু বলছেন না যে
-তমা আমার মোবাইলে ব্যালেন্স শেষ
হয়ে যাবে । রাখছি
-ফোন আমি দিছি আপনি না
-ও, মনে নেই আমার
-তা থাকবে কেন? মন
তো নিয়ে গেছে চিলে

লাইনটা কেটে দিলাম। আর
বেশী কথা বলে মায়ায় জড়াতে চাই না।
নাম্বারটা ফোনবুকে সেভ করার সাহস হল
না । তবে মনের এক কোনে সেভ
করে রাখলাম,,,,


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.