![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকেলে ছাদে বসে সিগারেট টানছি।
ভাবছি অনেক কিছু। আমি সবার মত
ভাবতে পারি না। আমি সবকিছু অন্য
ভাবে ভাবি। তেমন ভাবে কিছু একটা ভাব
ছিলাম ।
হঠাৎ পেছন
থেকে কে জেনো বলে উঠলো:
-হেমন্ত ভাইয়া
পিছন ফিরে তাকাতেই দেখি তমা।
সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলাম। কারন
আমি ভুল দেখেছি, তমার এখানে আসার
কথা না।
হয়তো আমি তমাকে নিয়ে ভাবতে ছিলাম
তাই সে কল্পনাতে ধরা দিয়েছে। এমন
কিছু হবে। তাই আবার সিগারেট টানতে শুরু
করলাম।
এবার পিঠে কিছু একটা পড়লো।
না এটা স্বপ্ন কিংবা কল্পনা না, এটা সত্যি। কারন আমি এটা অনুভব করছি। পিছন
ফিরে তাকাতেই আবার তমাকে দেখতে পেলাম। না এবার ভুল
হতে পারে না। সত্যিই তমা। রাগ মুখে দাড়িয়ে আছে। কিন্তু কিভাবে সম্ভব?
-ওই হনুমান। এমন ভাব নিচ্ছেন যেন
আমাকে প্রথম দেখছেন
-তুমি এখানে কিভাবে এলে তমা?
-যাদু দিয়ে উড়ে এসেছি
কথাটা বলেই তমা সুন্দর করে হাসি দিল।
তমা নিশ্চই যাদু জানে নাহলে পাশের
রোডে যার বাসা সে কিভাবে আমাদের
বাসায় আসলো!? তা ও আবার উড়ে!?
আমি শুনেছি পরীরা উড়তে পারে।
হয়তো তমা ও পরী। পরী না হোক সে পরীর মত দেখতে।
আমি পরী দেখিনি তবে শুনেছি পরী খুব
সুন্দর হয় । তমা ও খুব সুন্দর।
-কি ভাবছেন পেঁচা?
-তুমি কি সত্যিই আসছো এখানে
-কেনো সন্দেহ আছে?
-হুম,যথেষ্ট
-দাড়ান দেখাচ্ছি
এই বলে তমা একটা আস্ত একটা ইট হাতে নিল।
একটু আগে ছোট এক টুকরা ইট
মেরেছে এবার আস্ত একটা ইট!
-মারবো?
-কেনো?
-আপনার ঘোর ভাঙানোর জন্য
-না থাক
-এবার বিশ্বাস হচ্ছে আমি এসেছি
-হ্যাঁ. কিন্তু কিভাবে?
-আমরা আপনাদের বাড়িতে ভাড়ায়
এসেছি
-ও
-কি বলেছিলাম না সারপ্রাইজ দিবো?
কেমন দিলাম?
তমা আমাকে বেশ কিছুদিন আগে বলেছিল
"আগামী মাসে একটা সারপ্রাইজ দিবো" ।
সারপ্রাইজটা যে এটা হবে তা ভাবতেই
পারি নি। কিন্তু এই বাসায় আসার
যুক্তিটা বুঝলাম না। ওদের আগের
বাসা যথেষ্ট ভালো ছিল।
-ওই হনুমান
-বলো তমা
-কি ভাবছেন?
-না কিছু না
-আপনি আবার সিগারেট খাচ্ছেন!?
তমা খুব অবাক হয়ে কথাটা বলে।
সে এতক্ষন লক্ষ করেনি যে আমার
হাতে সিগারেট। আমার ও খেয়াল ছিল
না। আমি সিগারেট টা লুকানোর
চেষ্টা করার সাথে সাথে তমা বলল:
-লুকাচ্ছেন কেন?
আমি ও ভাবছি কেন লুকাচ্ছি?
অন্যকাউকে দেখে তো লুকাই
না তাহলে কেন লুকাচ্ছি।
হয়তো তমা মেয়ে বলে লুকাচ্ছি। কিন্তু
অন্য কোন মেয়েকে দেখলে ও
তো আমি সিগারেট লুকাই
না তবে কেনো তমাকে দেখে লুকাচ্ছি?
-কি হলো?
-বলো তমা
-এতো সিগারেট খান কেনো
-খাই ন তো
-তাহলে
-টানি
-ষ্টুপিড। দুইটা একই,
তমা ভুল বলছে। আসল টানা আর খাওয়া ২ টা এক নয়। সিগারেট খাওয়া যায়া না ।
টানা যায়। তবে এই কথাটা আমি তমাকে বুঝাতে পারবো না।
-হেমন্ত ভাইয়া
-বলো তমা
-এতো কি ভাবেন আপনি?
-কিছু না
-তবে বলেন
-কি?
-সিগারেট কেন খান
-এমনি
-এমনি কেউ সিগারেট খায় না। কারন
থাকে
-কি কারন
-কেউ কষ্ট পেয়ে খায়,কেউ নেশা করার
জন্য খায়,কেউ কি জন্য খায় তা নিজে ও
জানে না
-অনেক কিছু জানো দেখছি
-হুম। এবার বলেন
-নেশা করার জন্য
-না, আপনাকে দেখে তা মনে হয় না।
আসলে আপনি কেন খান তা নিজে ও
জানেন না
এবার তমা ঠিক বলেছে। আমি কেন
সিগারেট খাই তা নিজে ও জানি না।
মাঝে মাঝে আমি ও ভাবি, আমি কেন
সিগারেট খাই?
-কি হলো?
-না কিছু না
-কিছু না মানে?
শেষ কথাটা বলতে বলতে নিচে তাকালো।
নিচে তাকিয়ে সে অবাক কারন
নিচে অনেক গুলো সিগারেট এর ফিল্টার
পরা ছিল ।
-এগুলা সব আপনি খেয়েছেন?
-হুম
-কেন?
-এমনি
-আমি আর আপনার সাথে কথা বলবো না।
আপনি একটা পেঁচা
-পেঁচা দেখতে খুব বিশ্রী তাই না?
-না, আমার পেঁচা টা খুব কিউট
-তোমার পেঁচা কে?
তমার মা তখনই তমাকে ডাক দিল।
তমা চলে গেল । যাওয়ার আগে এই
কথটা বলে গেল:
আমার একটা কিউট পেঁচা আছে। সে আবার
সিগারেট খায় । আমি পেঁচাটাকে আমার
মনের খাঁচায় বন্দি করবো,,,,,,,,,,,,
২| ২৩ শে মে, ২০১৫ দুপুর ২:২০
অপ্রিয় প্রিয় বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ইনশাআল্লাহ্,, চেষ্টা করবো
৩| ২৩ শে মে, ২০১৫ দুপুর ২:৩৫
কাজী লোকমান বলেছেন:
সিগারেট পেঁচা
৪| ২৩ শে মে, ২০১৫ দুপুর ২:৫৭
অপ্রিয় প্রিয় বলেছেন: "তমার পেঁচা" :-D
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৫ দুপুর ২:০৯
আরণ্যক রাখাল বলেছেন: চালিয়ে যান লেখাটা। বেশ লাগছে