![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু ভালবাসবি? হাতে হাত রাখবি?
তোর হাতটি ধরে হাঁটবো।
চলে যাবো দুজনে দূর কোন অজনায়।
একটু ভালবাসবি? মাথায় হাত
বুলিয়ে দিবি? তোর
হাতে অালতো ছোঁয়ায়, ঘুমিয়ে যাবো অবেলায়।
একটু ভালবাসবি? চোখে চোখে রাখবি? তোর চোখের দিকে তাকিয়ে আমি দিকভ্রান্ত হবো।
একটু ভালবাসবি?
একসাথে বৃষ্টিতে ভিজবি?
বৃষ্টিতে ভিজবো দুজন। হঠাৎ
বিজলি চমকালে তুই ভয়
পেয়ে আমাকে জড়িয়ে ধরবি।
আমি তোকে বুকে আগলে রাখবো।
একটু ভালবাসবি? একটু মন ভোলানো হাসি দিবি? তোর ওই হাসি দেখে, আমি তাকিয়ে থাকবো অপলকে।
একটু ভালবাসবি? একটু মান - অভিমান করবি? একটু রাগ করবি? আমি তোর রাগ ভাঙাবো না, বরং উল্টো আরো বেশী রাগিয়ে দিবো। কারন ওই রাগী চেহারা দেখে, আমি ভুলে যাই দুনিয়াটাকে।
একটু ভালবাসবি? একটু ভালবাসা নিবি? তোর জন্য অনেকটা ভালবাসা জমিয়ে রেখেছি। নিবি?
একটু ভালবাসবি? বাসবি একটু ভাল?
২| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:১৪
অপ্রিয় প্রিয় বলেছেন: ধন্যবাদ,,,
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৫ দুপুর ১:০০
জেন রসি বলেছেন: ভালো হয়েছে।