![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- কি করো?
- গান শুনি?
- কি গান?
.
- সত্যি বলছি তোমায় আমি ভালবাসি
না। তোমার জন্য মিছে মিছি,,,,,
.
আমি সম্পূর্ণ বলতে পারি নি তার আগেই
লাইনা কেটে যায়। লাইনটা ইচ্ছে করে
কেটে যায় নি। ওপাশ থেকে কেটে দেয়া
হয়েছে। ওপাশ থেকে "উর্মিলা" লাইনটা
কেটে দিয়েছে। লাইনটা কেটে দেয়ার ও
কারন আছে। কারন টা হলো, আমি যেই
গানটার কথা বলেছি সেটা উর্মিলা
সত্যি হিসেবে ধরে নিয়েছে। সত্যিই
ভাবছে যে, আমি উর্মিলাকে ভালবাসি
না। তাই রাগ করে উর্মিলা ফোন টা
কেটে দিয়েছে। উর্মিলা মেয়েটা প্রচন্ড
জেদি, প্রচন্ড রাগী।আর আমি মাঝে
মাঝে ফাজলেমো করে উর্মিলার রাগ
আর জেদটা আরো বাড়িয়ে দেই।
.
আবার ফোন আসলো। উর্মিলা ই ফোন
দিয়েছে।
.
- হ্যালো উর্মিলা!
- ও,, আমাকে এখন উর্মিলা ডাকা হচ্ছে?
.
উর্মিলার নাম ই হচ্ছে "উর্মিলা"! কিন্তু
আমি সেই নামটাকে ছোট্ট করে ডাকি
"উর্মি"। তিন অক্ষরের নামগুলো সহজেই
ছোট করা যায় কিন্তু দুই অক্ষরের নাম
গুলো ছোট করা যায় নায়। উর্মিলা ও
আমার নাম ছোট করতে চেয়েছিলো
কিন্তু করতে পারে নি। কারন দুই অক্ষরের
নাম গুলো ছোট করতে গেলে একটা অক্ষর
বাদ দিলে সেই নামটা পূর্ণতা পায় না।
আমার নামটা এমনি তেই খুব ছোট। তাই
ছোট করতে পারে নি। উর্মিলা
বলেছিলো :-
.
-তোমার নামটা একটু বড় হলে ভাল হতো
-কি রকম ভাল?
-তাহলে আমি ও তোমার নামটা
ভালবেসে ছোট্ট করে বলতে পারতাম
-আমার নামটা এমনিতেই ছোট উর্মিলা
-জানি! কিংবা আমার নাম অন্য
আরেকটা হলো ভাল হতো তাই না?
-কি নাম?
-"প্রিয়া"। তাহলে একরকম হতো!
-হু
-কিংবা "তমা"। তাহলে একসাথে হতো
"প্রিয়-তমা"
.
উর্মিলা কথা গুলো বলে হাসতেছিলো। আমি তখন মুগ্ধ ভাবে তার হাসি দেখতেছিলাম। কি সুন্দর করেই না মেয়েটা হাসে! সবথেকে বড় কথা
উর্মিলা হাসার সময় তার গালে টোল
পরে। যা তার হাসিটাকে আরো সুন্দর
করে দেয়। নিজের ভালবাসার মানুষটি নিজের
সামনে হাসছে। এটা পৃথিবীর সবচেয়ে
সুন্দর দৃশ্যের মাঝে একটি।
.
- কি হলো কথা বলছো না যে?
- তোমার নামতো "উর্মিলা" ই
-ও আচ্ছা
.
ফোনটা আবার কেটে দেয় উর্মিলা। উর্মিলার রাগটা আরো বেড়েছে। আমি ইচ্ছে করেই বাড়িয়ে দিয়েছি। আবার রাগটা কমাতে ও আমি পারি। কিন্তু ফোন রেখে দেয়ায় আর সেটা হলো না।
.
আবার ফোন আসলো। আমি প্রথমবার ইচ্ছে করেই রিসিভ করলাম না। পরেরবার করলাম,
.
- হ্যালো উর্মিলা বলো
-তুমি কি সত্যি ই আমাকে ভালবাসো না?
-তোমার কি মনে হয়?
-যেটা জিজ্ঞেস করছি সেটা বলো
-ও
-বলো
-না
.
কিছুক্ষনেরর জন্য "উর্মিলা" চুপ হয়ে গেল। চুপ হবার ই কথা। অন্য কেউ হলে ও চুপ হয়ে যেত। যখন তার ভালবাসার মানুষ মুখের উপর বলে দিবে যে তাকে ভালবাসে না তখন তার চুপ হয়ে যাবার ই কথা!
.
- সত্যিই ভালবাসো না?
-না
-ওকে
.
ফোনটা আবার রেখে দেয় "উর্মিলা"। আমি মিথ্যে বলেছি আর এই মিথ্যার জন্যই উর্মিলা রাগ করেছে। তার রাগটা আমাকেই ভাঙাতে হবে। তাই আমি ই ফোন দিলাম।
.
- হ্যালো উর্মি!
- ওই নামে আমাকে আর ডাকবা না প্লিজ
- কেন?
- না বলছি তাই
- কারনটা কি?
- কারন সবকিছু শেষ
- আমি যাষ্ট ফাইজলামি তোমাকে রাগানোর জন্য
- আমার এমন ফাইজলামি পছন্দ না। এখন থেকে কেউ কারো না
- স্যরি! আর ফাজলেমো করবো না
- আমাকে আর মেসেজ কিংবা ফোন দিয়ে ডিষ্টার্ব করবা না। আমাদের মধ্যে যা কিছু ছিল সব শেষ!
- মানে কি? আমি বললাম তো ফাজলেমো করছি। এর আগে ও আমি তোমার সাথে এমন ফাজলেমো করেছি
- আগের কথা বাদ। তখন বলো নি যে তুমি আমাকে ভালবাস না কিন্তু আজ বলছো
- বললাম তো ফাইজলামি
- বাই! সব শেষ!
.
লাইনটা কেটে দিলো উর্মিলা। আমি বারবার ট্রাই করলাম। কিন্তু ধরলো না। শেষবার ধরলো।
.
- আমাকে আর ফোন দিবা না। আমাদের সবকিছু শেষ
- মানে কি?
- হ্যাঁ
- গুড বাই!
.
ফোনটা আবার কেটে দিল। আমি আবার ট্রাই করলাম। কিন্তু সুইচ অফ!
.
আমার ও রাগ হলো। যে মেয়ে ফাজলেমো বুঝে না, আমি কি বলি তা বুঝে না তার সাথে রিলেশন করার দরকার নেই। হ্যাঁ, সব শেষ। সব। আমি ও এ সম্পর্ক আর রাখবো না। সব শেষ।
.
##
.
দুপুর গড়িয়ে এখন সন্ধ্যা। আমি ছাদের উপর বসে আছি। হাতে সিগারেট। এই সিগারেট খাওয়া একদিন আমি ছেড়ে দিয়েছিলাম উর্মির কথায়। আজ আবার শুরু করলাম। কার কথায় আমি সিগারেট ছাড়বো? যে আমাকে বুঝে না তার কথায়? না আমি ছাড়বো না। কোনদিন ই না।
কিন্তু কি কারনে আমি জানি না সিগারেট টা মুখে নিতে পারছি না। কানে শুধু একটা কথাই বাজতেসে, "তুমি আর সিগারেট খাবে না। আমার জন্য খাবে না"
.
নাহ সিগারেট টা মোটে ও খেতে পারছি না। ফেলে দিলাম। বুঝতে পারছি মনের সমস্ত অংশটা "উর্মিলা" দখল করে আছে।
.
ফোন আসলো আমি রিসিভ করলাম না। উর্মিলার ফোন। আবার আসলো।
.
- হ্যালো!
- তুমি কি সত্যই আমাকে ভালবাস না?(কান্না কন্ঠে)
- ফোন দিসো কেন? বললা না সব কিছু শেষ?
- না
- হ্যাঁ
- আমাদে কাঁদিয়ে তুমি কি মজা পাও?
- আমি তোমারে কাঁদাই নাই
.
বলে আমি ফোনটা কেটে দিলাম। আমি জানি আবার ফোন আসবে। উর্মি আবার ফোন দিবে।
.
বলতে বলতে ফোন এসে গেল। ফোন রিসিভ করে আমি শুধু উর্মির কান্না শুনতে পেলাম। আমার বুকের ভেতরটা ধুক করে উঠলো। আমি মেয়েটার কান্না একটু ও সহ্য করতে পারি না।
.
- কাঁদছো কেন?
- (উর্মি কাঁদতেই থাকলো)
- বলো
- আমাকে তুই ভালবাসিস না?
- (আমি চুপ কে রইলাম)
- আমাকে তোর বউ বানাবি না?
- (চুপ)
- আমাকে তোর ছোট্ট ঘরে রাখবি না?
- (চুপ)
- ওই শয়তান তুই কথা বলিস না কেন? আমারে কাঁদাইতে তোর ভাললাগে? তুই কথা বলিস না কেন?
- ভালবাসি
- আমি ও
- কি?
- তোকে ভালবাসি
.
মেয়েটার কান্নার কাছে আমি সবসময় ই পরাজিত হই। মেয়েটা বড় অভিমানি। আর এই অভিমানি মেয়েটাকেই প্রচন্ড ভালবাসি।
.
ভালবাস এমন ই। এক সুতোয় গাথা। কখনো হাসি,কখনো কান্না, কখনো দুঃখ,কখনো মান,অভিমান,রাগ। শত বাধা সত্তেও কেউ কাউকে ছেড়ে যায় না।
=♦=
২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
আরণ্যক রাখাল বলেছেন: মিষ্টি গল্প
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
অপ্রিয় প্রিয় বলেছেন: ধন্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৯
রক্তিম দিগন্ত বলেছেন: সুন্দর মিষ্টি গল্প। ভালই ছিল।