![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরন্তর সেই একজনাতে বসবাসের নেশায় বুঁদ হয়ে কখনও প্রবল কোন সরিসৃপের মত খুঁজে ফিরছি মাটির তলদেশ থেকে তলদেশে, আকাশের তারাগুলো প্রস্ফুটিত হয়ে আছে কোন বৃক্ষের শাখায় - শাখায় ! হাতির একপিঠ দেখা সত্যকে সহজে মেনে নিতে না পেরে, অজানা সত্যকে জানার চিরন্তন স্পৃহা নিয়ে ছুটে চলছি নিরন্তর, সেই একজনাতে...
আমরা মনে করি আর্থিক স্বচ্ছলতার মাধ্যমে সব বাঁধা বিঘ্নকে দুর করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আসলেই কি তাই ? আসলে তা নয়। একমাত্র জাগতিক জ্বালা-যন্ত্রনার মাধ্য দিয়েই আমরা সত্যের তিনাট লক্ষ্যে পৌঁছাতে পারি।
প্রথমতঃ আত্মজ্ঞান- কারন শুধু তুলনার দ্বারাই মানুষ নিজেকে জানতে পারে।
দ্বিতীয়তঃ আত্মপূর্ণতা - যা শুধু সংগ্রামের মাধ্যমেই সফলভাবে অর্জন করা যায়।
তৃতীয়তঃ যা সর্বাধিক গুনাবলীর মধ্যে অন্যতম, মৃত্যূকে ভালবাসার মাধ্যমে অর্জন করা। একমাত্র জীবনের উত্থান - পতনের মধ্য দিয়েই তার অসারতা আমরা উপলব্ধি করতে পারি। তার ফলে জন্ম নেয় মৃত্যূকে ভালবাসার ক্ষমতা অথবা নবজন্মকে পরিগ্রহনের প্রতি ভালবাসা।
উধাও ভাবুক।
১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২০
উধাও ভাবুক বলেছেন: আপনার পদচারনার জন্যে ধন্যবাদ।
২| ১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল বলেছেন।
আপনার সাথে সহমত।
১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২১
উধাও ভাবুক বলেছেন: ধন্যবাদ।
৩| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২১
অন্তিম বলেছেন: ভাই, মনে রেখেছেন কি?
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৭
উধাও ভাবুক বলেছেন: অবশ্যই। ফোন নাম্বার তো আগেরটাই আছে, নাকি ?
শুভকামনা।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:১৪
নিবেদীতা বলেছেন: কেমন আছেন?
প্রত্যূষ কেমন আছে?
শুভ কামনা...
১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
উধাও ভাবুক বলেছেন: আমার প্রত্যূষ ভাল আছে আপনার প্রত্যূষ কেমন আছে ?
শুভকামনা রইল।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫
দীপান্বিতা বলেছেন: ভাল লাগল......নতুন বছরের শুভেচ্ছা
২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯
উধাও ভাবুক বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা সর্বদা।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫
অর্বাচীন পথিক বলেছেন: "একমাত্র জীবনের উত্থান - পতনের মধ্য দিয়েই তার অসারতা আমরা উপলব্ধি করতে পারি"
আপনার এই ক্তহার সাথে আমি একমত।
২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০২
উধাও ভাবুক বলেছেন: ধন্যবাদ অর্বাচীন পথিক।
শুভকামনা সর্বদা।
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৩
শায়মা বলেছেন:
২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮
উধাও ভাবুক বলেছেন:
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০
শায়মা বলেছেন: ঢং না!
ঢং করবো শুধু আমি!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২
উধাও ভাবুক বলেছেন: হুমমম...
৯| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৮
সুদীপ্ত সরদার বলেছেন: মৃত্যুকে ভালোবাসা! দারুন লিখেছেন। নিরন্তর শুভেচ্ছা দাদা
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৭
উধাও ভাবুক বলেছেন: আপনার জন্যেও শুভকামনা সর্বদা।
১০| ০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাবুক।
০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২০
উধাও ভাবুক বলেছেন: জ্বি !!!
১১| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বুঝাতে চেয়েছিলাম, আপনি সত্যি একজন ভাবুক।
০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৪
উধাও ভাবুক বলেছেন: জ্বি !!!
১২| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৫
শায়মা বলেছেন: ভাবুকভাইয়া
মনটা খারাপ!!!!!!!!!!
১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪০
উধাও ভাবুক বলেছেন: তোমার তো মন খারাপ থাকার কথা নয় আপুনি !!!
১৩| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২
শায়মা বলেছেন:
২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৩
উধাও ভাবুক বলেছেন:
১৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
শায়মা বলেছেন: ভাইয়া উধাও হঠাৎ এত চুপচাপ কেনো???
০২ রা মে, ২০১৫ সকাল ১০:০৯
উধাও ভাবুক বলেছেন: আসলেইতো চুপচাপ কেন ?
১৫| ১২ ই মে, ২০১৫ দুপুর ২:৩৯
অর্বাচিন বলেছেন: ভাইসাব আপনে আর কিছু লেখেন না ক্যারে...?
২০ শে মে, ২০১৫ দুপুর ১:১৭
উধাও ভাবুক বলেছেন: ব্রেইন ইনএ্যকটিভ...
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫১
নম্রতা বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়ে ভাল লাগলো!