![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরন্তর সেই একজনাতে বসবাসের নেশায় বুঁদ হয়ে কখনও প্রবল কোন সরিসৃপের মত খুঁজে ফিরছি মাটির তলদেশ থেকে তলদেশে, আকাশের তারাগুলো প্রস্ফুটিত হয়ে আছে কোন বৃক্ষের শাখায় - শাখায় ! হাতির একপিঠ দেখা সত্যকে সহজে মেনে নিতে না পেরে, অজানা সত্যকে জানার চিরন্তন স্পৃহা নিয়ে ছুটে চলছি নিরন্তর, সেই একজনাতে...
একদল দুরন্ত শকুন
উড়তে লাগল আমার চারপাশে,
বোয়িং বিমানের মত।
আচমকাই ছোঁ মেরে
আমকে তুলে নিয়ে গেল মাটি সমেত।
আমি ছোট্ট একটা বীজ, ছোট্ট একটি দানা
যার মাঝে লুকিয়ে ছিল বটবৃক্ষের সম্ভাবনা।
আমাকে গিলে খেলনা, ফেলে দিল ঠোঁট থেকে,
বাতাসরে তোড়ে ঝড়ের বেগে
এসে পড়লাম এক অচেনা গহীনে।
এরপর একে একে
চড়ুই-শালিক-কাক সকলেই,
সকলেই প্রয়োজন মত ঠুঁকরে নিয়েছে আমায়।
ঠোঁকরে ঠোঁকরে কোথা হতে কোথায় চলে এসছেি !
ক্ষত-বিক্ষত হয়ে আছে আমার পুরোটা,
এভাবেই পড়ে আছি সময়ের এক বিশাল অরণ্যে,
যেখানে আলো নেই - আছে আঁধার,
নাগালে, খুব নাগালে।
তবু অপেক্ষা এক পশলা বৃষ্টির
আবার অঙ্কুরিত হব বলে।
উধাও ভাবুক
২৭/০৯/২০১৪
২৩ শে মে, ২০১৫ বিকাল ৩:২৩
উধাও ভাবুক বলেছেন: ধন্যবাদ রসি, শুভকামনা রইল।
২| ২৩ শে মে, ২০১৫ দুপুর ২:২৯
মায়াবী রূপকথা বলেছেন: ভালো কবিতা। শুভকামনা রইলো।
২৩ শে মে, ২০১৫ বিকাল ৩:২৪
উধাও ভাবুক বলেছেন: ধন্যবাদ, শুভকামনা সর্বদা।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
জনম দাসী বলেছেন: কবিতার ৫ নং লাইন টাতে বানান ভুল হয়েছে... নিয়ে গেল টা একটু দেখবেন শিউলি ফুল।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
উধাও ভাবুক বলেছেন: অনেক ধন্যবাদ শুধরে দেবার জন্যে।
শিউলি আমার খুবই পছন্দের ফুল।
বিঃ দ্রঃ আমার মায়ের ও এই ফুল খুব পছন্দ ছিল।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৫ দুপুর ২:২৪
জেন রসি বলেছেন: ভালো লেগেছে।