নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরন্তর একজনাতে বসবাস...

উধাও ভাবুক

নিরন্তর সেই একজনাতে বসবাসের নেশায় বুঁদ হয়ে কখনও প্রবল কোন সরিসৃপের মত খুঁজে ফিরছি মাটির তলদেশ থেকে তলদেশে, আকাশের তারাগুলো প্রস্ফুটিত হয়ে আছে কোন বৃক্ষের শাখায় - শাখায় ! হাতির একপিঠ দেখা সত্যকে সহজে মেনে নিতে না পেরে, অজানা সত্যকে জানার চিরন্তন স্পৃহা নিয়ে ছুটে চলছি নিরন্তর, সেই একজনাতে...

উধাও ভাবুক › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৮



এক...

এত্তটুকু বাকি আছে জীবনের
স্বপ্ন যে রয়ে গেল মেলা,
একটু পরই আলো মিশবে গোধুলীতে
আঁধারেই ভেসে বেড়াবে স্বপ্নের ভেলা।

দুই...

মহা-বিস্ফোরনের স্বাক্ষী হয়ে
তুমি মিশে আছ কোথায় ?
প্রস্ফুটিত কোন পত্র-পল্লবে !
নাকি বৃক্ষের মত শাখায়-শাখায়।


উধাও ভাবুক।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

জেন রসি বলেছেন: ভালো হয়েছে।

মহা-বিস্ফোরনের স্বাক্ষী হয়ে
তুমি মিশে আছ কোথায় ?

জটিল প্রশ্ন.......

১৬ ই জুন, ২০১৫ দুপুর ২:২৯

উধাও ভাবুক বলেছেন: ধন্যবাদ রসি ।
শুভকামনা সর্বদা।

বিঃ দ্রঃ (জটিল প্রশ্ন.......) এই লাইনটা অনেক পুরোনো এক ব্লগার এর কথা মনে করিয়ে দিল। যার নিক ছিল জটিল।

২| ১৫ ই জুন, ২০১৫ রাত ৮:০০

মশিকুর বলেছেন:
সুন্দর, সুন্দর... পিকটা গুগল থেকে ডাউনলোড দিলাম :)

১৬ ই জুন, ২০১৫ দুপুর ২:২৭

উধাও ভাবুক বলেছেন: ধন্যবাদ মশিকুর।
পিকটা গুগল থেকেই নেয়া।

শুভকামনা রইল।

৩| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ২:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন: দুইটাই জোস। ভাবুক ভাইয়ের ভাবনা অসাধারন। ++

১৬ ই জুন, ২০১৫ দুপুর ২:৩৫

উধাও ভাবুক বলেছেন: ধন্যবাদ শতদ্রু।
শুভকামনা রইল।

৪| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ২:৫৫

মায়াবী রূপকথা বলেছেন: মাঝে মাঝে ভিজিটরস লিস্টে দেখি আপনাকে। সুন্দর লিখেছেন। ভালোলাগা জানবেন।

২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৭

উধাও ভাবুক বলেছেন: আমার এর আগের পোষ্টে আপনি কমেন্ট করেছিলেন তাই আপনার ব্লগে গিয়েছিলাম।
ধন্যবাদ আমার লেখা পড়ার এবং মন্তব্য করার জন্যে।

শুভকামনা রইল।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

জনম দাসী বলেছেন: একটু পরেই আলো মিশবে গোধূলিতে। হায়; গোলাপি বরন গোধূলি । গোধূলি নামটা দেখলেই মনটা...; ভাল থাকুন কবি।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

উধাও ভাবুক বলেছেন: আমাকে কবি বলে লজ্জা দেবেন না। আমি এখন আর লিখিনা সেভাবে। আপনি আমার চেয়ে অনেক বড় মাপের কবি।

ভাল থাকুন অশ্রুকবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.