নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরন্তর একজনাতে বসবাস...

উধাও ভাবুক

নিরন্তর সেই একজনাতে বসবাসের নেশায় বুঁদ হয়ে কখনও প্রবল কোন সরিসৃপের মত খুঁজে ফিরছি মাটির তলদেশ থেকে তলদেশে, আকাশের তারাগুলো প্রস্ফুটিত হয়ে আছে কোন বৃক্ষের শাখায় - শাখায় ! হাতির একপিঠ দেখা সত্যকে সহজে মেনে নিতে না পেরে, অজানা সত্যকে জানার চিরন্তন স্পৃহা নিয়ে ছুটে চলছি নিরন্তর, সেই একজনাতে...

উধাও ভাবুক › বিস্তারিত পোস্টঃ

নিরন্তর একজনাতে বসবাস...

৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৯


নিজের কাছে অচেনা তুই
মনরে দিলি পরবাস,
সেই নিরন্তর একজনাতে
হইলনা তোর বসবাস...


নিরন্তর সেই একজনাতে বসবাসের নেশায় বুঁদ হয়ে কখনও প্রবল কোন সরিসৃপের মত খুঁজে ফিরছি মাটির তলদেশ থেকে তলদেশে, আকাশের তারাগুলো প্রস্ফুটিত হয়ে আছে কোন বৃক্ষের শাখায় - শাখায় ! কোথায় ছিলাম আমি ? কোন সাগর বা মহাসাগরের তলে ! কেন আমার আগমন, আর যাচ্ছিই বা কোথায় ? সময়ের বিরামহীন স্রোতের সাথে তাল মিলিয়ে ছুটে চলছি পাগলা ঘোড়ার মত। কখনও সময়েরই নিয়মে জ্বলে উঠছি দুরন্ত উচ্ছ্বাস নিয়ে দিয়াশলাই এর মত। আবার চুপসে যাচ্ছি একশ ভাগ নিরাপদে। জীবন নাটকের রোম্ঞ্চকর মুহুর্তগুলোতে যেন উঠে যাচ্ছি তর তর করে, আবার অনাকাঙ্খিত ছোবলে নিম্নে পদার্পন ! যেন সাপলুডুর ছক।
সত্যের নাগাল পাইনা, কারন ওটার উদ্ধার আসলেই দুরুহ - কষ্টসাধ্য। হাতির একপিঠ দেখা সত্যকে সহজে মেনে নিতে না পেরে, অজানা সত্যকে জানার চিরন্তন স্পৃহা নিয়ে ছুটে চলছি নিরন্তর, সেই একজনাতে...

উধাও ভাবুক

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৪

উর্বি বলেছেন: বাহ

৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:০৫

উধাও ভাবুক বলেছেন: ধন্যবাদ উর্বি।

২| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৩

জেন রসি বলেছেন: সত্যকে কখনও পূর্ণরূপে পাওয়া যায় না।

আংশিক কিছু একটাকে ধরা যায়, বাকিটা থাকে অধরা।

এই অধরার প্রতি মানবের আজন্ম আকর্ষণ!

৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:০৭

উধাও ভাবুক বলেছেন: হ্যাঁ, অজানাকে জানবার চিরন্তন স্পৃহাই তো মানুষকে নিয়ে এলো এতদুর।

শুভকামনা রইল।

৩| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:০২

অঝোরে কষ্ট বলেছেন: বাস্তবতা কে মেনে নিন

৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:১০

উধাও ভাবুক বলেছেন: লেখার সাথে আপনার মন্তব্যের কোন মিল খুঁজে পেলামনা। লেখা ভাল করে পড়ুন তারপরে মন্তব্য করুন, লেখা না বুঝলে মন্তব্য থেকে দুরে থাকুন। অযথা আঁতলামির কোন প্রয়োজন নেই ((অত্যন্ত আমার ব্লগে)।

ভাল থাকুন।

৪| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৮

দর্পণ বলেছেন: বাউল ধর্ম ভর করেছে নাকিরে ভাই? লেখা দারুন হইসে। দারুন উপলদ্ধি। শুভকামনা।

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫১

উধাও ভাবুক বলেছেন: বাউলতো কোন ধর্ম নারে ভাই, ওইটাতো দর্শন। আর সেটার প্রতি দুর্বলতা তো কিছু আছেই।
পড়ার জন্যে ধন্যবাদ।

৫| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৫

লেখোয়াড়. বলেছেন:
হায় রে!!

আপনি ব্লগে আছেন তাহলে? কতই খুঁজি আপনাকে।
অন্য সব লেখা কই, ড্রাফট করেছেন কেন??

নিয়মিত হন ভাই।

০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০০

উধাও ভাবুক বলেছেন: আছি লেখোয়াড়। অনেক দিন ছিলাম না।
শুভকামনা রইল।

৬| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৭

শায়মা বলেছেন: :)

আমার না এইখানে একটা কমেন্ট ছিলো? :(

০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৯

উধাও ভাবুক বলেছেন: এটাই তো সেটা, শায়মাপুনি!!!

শুভকামনা সর্বদা।

৭| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:১২

উর্বি বলেছেন: দারূন

০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০২

উধাও ভাবুক বলেছেন: নিরন্তর সেই একজনাতে বসবাসের নেশায় বুঁদ হয়ে থাকাটা ?

ধন্যবাদ আবার ও পাঠ এবং মন্তব্যের জন্যে।
ভাল থাকুন সর্বদা।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

জনম দাসী বলেছেন: শুভ কামনা রইলো...

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

উধাও ভাবুক বলেছেন: অনেক, অনেক শুভেচ্ছা আপনার জন্যে।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন:



চমৎকার । ঘুরে ফিরে চেনা অবয়বে অচেনা হয়ে চেনা কিছুর তালাশ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.