নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরন্তর একজনাতে বসবাস...

উধাও ভাবুক

নিরন্তর সেই একজনাতে বসবাসের নেশায় বুঁদ হয়ে কখনও প্রবল কোন সরিসৃপের মত খুঁজে ফিরছি মাটির তলদেশ থেকে তলদেশে, আকাশের তারাগুলো প্রস্ফুটিত হয়ে আছে কোন বৃক্ষের শাখায় - শাখায় ! হাতির একপিঠ দেখা সত্যকে সহজে মেনে নিতে না পেরে, অজানা সত্যকে জানার চিরন্তন স্পৃহা নিয়ে ছুটে চলছি নিরন্তর, সেই একজনাতে...

উধাও ভাবুক › বিস্তারিত পোস্টঃ

আপনি যখন নও আপনার...

০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৫



তুমি বা কার ! কে বা তোমার ?
এই সংসারে।
আপনি যখন নও আপনার
কেন বল আমার আমার...


জগত সব ভুল, স্বপ্নবৎ। আমিতেই মেরেছে আমারে, মেরেছে তোমার বোধ ! ইন্দ্রিয়ের মাঝে শুধু আমিত্বের আঁধার। এই ব্যাটা আমিত্বের বোধ ! তুইতো ব্যাটা আগুন, চেয়ে দ্যাখ, পৃথিবী জুড়ে শুধু মাংসের দোকান, আহা ! চারপাশে শুধু কিমা আর কিমা, থরে থরে কিমা এখানে ওখানে, লুফে নে ! আর কাবাব বানিয়ে খা ! দ্যাখতো একবার, এই আমিত্বের বৃত্তের বাইরে এসে, খুঁজে দ্যাখতো আসল জ্ঞান কৈ ?ব্যাকরনে ? না গণিতে ? ধ্রুব জ্ঞান কি ব্যাটা কাপড় নিংড়ানো জল ? চাপ দিবি আর ঝড়ে ঝড়ে পড়বে তোর উঠোনে। শিয়াল আর শকুনের এই সংসারে শরীরে ওঠা গুটিকয়েক ফোড়ার মত ফুটে ওঠে ব্রম্মজ্ঞানের গুটি, মানুষের ভেতর, মানুষের মনে।



উধাও ভাবুক

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৪

লেখোয়াড়. বলেছেন:
আমি অনেক আগে থেকেই আপনার লেখার ভক্ত।
আপনার লেখার আলাদা একটি প্যাশান আছে।
আজও ভাল লাগল।

ব্লগার শিরীষ আর অমিত চক্রবর্তীর কথা মনে পড়ে।

শুভকামনা।

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৪

উধাও ভাবুক বলেছেন: অনেক - অনেক ধন্যবাদ লেখোয়াড়। সুন্দর মন্তব্যের এবং আমাকে মনে রাখার জন্যে।
হ্যাঁ, অনেকের কথাই মনে পরে। কে কোথায় আছে কে জানে।

শুভকামনা সর্বদা।

২| ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৫

অর্বাচিন বলেছেন: আপনার লেখা আমার বরাবরই ভাল লাগে। আপনার লেখার প্যাটার্নটা একটু আলাদা, যেখানে ভাবনার খোরাক থাকে। আরও বেশী বেশী লিখুন আমাদের জন্য।

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৩

উধাও ভাবুক বলেছেন: ধন্যবাদ অর্বাচিন। আপনার মন্তব্যের জন্য।
ভাল থাকুন নিরন্তর।

৩| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০১

সুমন কর বলেছেন: শিয়াল আর শকুনের এই সংসারে শরীরে ওঠা গুটিকয়েক ফোড়ার মত ফুটে ওঠে ব্রম্মজ্ঞানের গুটি, মানুষের ভেতর, মানুষের মনে
ভালো বলেছেন।

০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১২

উধাও ভাবুক বলেছেন: ধন্যবাদ সুমন কর।

৪| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৯

শায়মা বলেছেন: হতাশা ছাড়া কি লেখা যায়না!!!!!!!! B:-)

১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

উধাও ভাবুক বলেছেন: সবাইকে দিয়ে যে সব কাজ হয়না জানোনা ?

৫| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: অনেক প্রশ্নের ভেতর দিয়ে একটা ওয়াও টাইপ লেখা হইছে উধাও ভাই। ভাল্লাগছে

১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

উধাও ভাবুক বলেছেন: ধন্যবাদ শতদ্রু।

৬| ১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

শায়মা বলেছেন: তোমার যা আছে তা তোমার আছে
তুমি নও গো রিনি কারও কাছে
তোমার অন্তরে যে শক্তি আছে
তারই আদেশ পেলেছো!!!!!!

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৮

উধাও ভাবুক বলেছেন: আমার যা আছে তা আমারই কাছে,
অন্তরের শক্তি !
সে তো ভরা শুন্যে, শুন্যে।
তারই আদেশে ফিরে আসি আমি বারংবার
আমার ভেতরেই , আমারই কাছে।
-----

শুভকামনা সর্বদা শায়মা।

৭| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৬

শায়মা বলেছেন:


তোমার যা আছে তাহা থাকুক তোমার........
অন্তরশক্তি তব মহাশুন্যমান.........
সেই জ্যোতি, চিরস্তুতি,চির বলিয়ান
অটুট বিরাজিত হোক তোমা হন্যমান.......

১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

উধাও ভাবুক বলেছেন: তুমিতো তোমার মন্তব্যের মাধ্যমে আবার আমায় কবিতায় ফিরিয়ে...

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

জনম দাসী বলেছেন: অন্তরের শক্তি ... সে তো ভরা শুন্য... ভালো থাকুন সব সময় কবি।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

উধাও ভাবুক বলেছেন: বিন্দু থেকে যেমন রেখার সৃষ্টি
শুন্য থেকে সৃষ্টি মহাবিশ্বের,
আমি কার, কে তোমার !
বিশ্বাসের কুটিরের জড়াজীর্নতায়
আস্থার বলি, ভালবাসার হাহাকার।


আপনি ও ভাল থাকুন সর্বদা।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

জনম দাসী বলেছেন: কেন অশ্রু কেড়ে নেন ফুল। আমি কার, কে তোমার ! বিস্ময় বটে, ভালো থাকা হোক সর্বদা।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

উধাও ভাবুক বলেছেন: ফুলের বাগান,
শুধু ফুল আর ফুল
কিছু সুগন্ধী আর কিছু গন্ধহীন
মন ভরেনা তাতে !
কবি পার হতে চায়
অশ্রু নদীর একুর-ওকুল।

ভাল থাকবেন।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪৯

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ভালো লাগা
+++

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০

উধাও ভাবুক বলেছেন: ধন্নবাদ, রুদ্র।
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.