![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরন্তর সেই একজনাতে বসবাসের নেশায় বুঁদ হয়ে কখনও প্রবল কোন সরিসৃপের মত খুঁজে ফিরছি মাটির তলদেশ থেকে তলদেশে, আকাশের তারাগুলো প্রস্ফুটিত হয়ে আছে কোন বৃক্ষের শাখায় - শাখায় ! হাতির একপিঠ দেখা সত্যকে সহজে মেনে নিতে না পেরে, অজানা সত্যকে জানার চিরন্তন স্পৃহা নিয়ে ছুটে চলছি নিরন্তর, সেই একজনাতে...
প্রথম খন্ড
মহা বিস্ফোরনের স্বাক্ষী হয়ে
কাল থেকে কালান্তরে
জ্বলছি এক স্ফুলিঙ্গের মত,
প্রচন্ড তাপদাহে পুড়ে যাচ্ছে
বন্ধন
ভালবাসা
প্রেম,
জীবনের যতেক সঞ্চয় !
দ্বিতীয় খন্ড
রাতজুড়ে মৃত চাঁদের কি আস্ফালন !
বোবা প্রেমিকের মত তাকিয়ে রয়
আধপোড়া চোখ নিয়ে
উপহাস করে যায় সময়ে সময়।
তৃতীয় খন্ড
বিশাল জলরাশির মাঝে
টুপ করে ঝরে পড়া
একফোটা জলের মিলন,
মিলনের উন্মাদনায়
সৃষ্টি হল জল তরঙ্গের,
ক্রমশই তা বিস্তৃত হওয়া
ক্রমশই দুরে সরে যাওয়া।
উধাও ভাবুক
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩
উধাও ভাবুক বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস।
২| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৪
গেম চেঞ্জার বলেছেন: ভাই, ভাল মানে অস্থির লিখেছেন!
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৫
উধাও ভাবুক বলেছেন: তাই ! শুভকামনা রইল গেম চেঞ্জার।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১০
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৪
উধাও ভাবুক বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন।
৪| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৪
অবচেতনমন বলেছেন: বিশাল জলরাশির মাঝে
টুপ করে ঝরে পড়া
একফোটা জলের মিলন
অসাধারন ভাবাপ্রকাশ ........সুন্দর লেখনি
২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০২
উধাও ভাবুক বলেছেন: মিলনের উন্মাদনায়
সৃষ্টি হল জল তরঙ্গের,
ক্রমশই তা বিস্তৃত হওয়া
ক্রমশই দুরে সরে যাওয়া।
অনেক ধন্যবাদ এবং শুভকানা সর্বদা।
৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
স্পর্শিয়া বলেছেন: দ্বিতীয় খন্ড
রাতজুড়ে মৃত চাঁদের কি আস্ফালন !
বোবা প্রেমিকের মত তাকিয়ে রয়
আধপোড়া চোখ নিয়ে
উপহাস করে যায় সময়ে সময়।
দারুন ভালো লাগা। মাঝে মাঝে নিশিরাতের চাঁদটাকে মনে হয় চেয়ে থাকে এই পৃথিবীর দিকে।
৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৯
উধাও ভাবুক বলেছেন: ভালো লাগাতে আমি ধন্য।
হ্যাঁ, মাঝে মাঝে তাই মনে হয়।
শুভকামনা জানবেন সর্বদা।
৬| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
রুদ্র জাহেদ বলেছেন: দ্বিতীয় খন্ড
রাতজুড়ে মৃত চাঁদের কি আস্ফালন!
বোবা প্রেমিকের মত তাকিয়ে রয়
আধপোড়া চোখ নিয়ে
উপহাস করে যায় সময়ে সময়।
অনবদ্য, দারুন লাগল+++
০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭
উধাও ভাবুক বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্র জাহেদ এবং শুভকানা সর্বদা।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
শতদ্রু একটি নদী... বলেছেন: পড়তে ভালোলাগছিলো। আজকাল দেখি ব্লগে কবিতা কমে গেছে। বহুদিন মনে রাখবার মত কোন কবিতা দেখিই না প্রায়।
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৬
উধাও ভাবুক বলেছেন: হ্যাঁ, ঠিক বলেছেন।
আমি একসময় প্রচুর কবিতা লিখতাম। এখন আর হয়ে ওঠেনা।
অনেক ধন্যবাদ শতদ্রু।
৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৬
জনম দাসী বলেছেন: হয়ে উঠুক কবিতা বিনা তারের সুর... সাথে ভালো থাকা হোক সব সময়।
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১১
উধাও ভাবুক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জনম দাসী।
ভালো থাকুন নিরন্তর।
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
ইষ্টিকুটুম বলেছেন: ালো লাগলো বেশ।
অনেক দিন পরে আমিও ব্লগে লিখলাম। দেখে ম্নতব্য জানাতে পারেন।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩
উধাও ভাবুক বলেছেন: অনেক, অনেক ধন্নবাদ কুটুম পাখি।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২
ইষ্টিকুটুম বলেছেন: আমার ওয়েবজিনে আমার লেখার লিংকে স্বাগতম। কেমন হলো, পড়ে দেখার ও মতামত জানানোর অনুরোধ রইলো।
এটি এ মাস নিয়ে ২য় পর্ব। আমার একটি বই আলোচনা ও রহস্য রোমাঞ্চ গল্প আছে। পড়বেন। মতামত জানাবেন।
১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৮
উধাও ভাবুক বলেছেন: ধন্যবাদ ইষ্টিকুটুম।
যাবো আপনার লেখা পড়তে।
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৯
নেক্সাস বলেছেন: প্রথম খন্ড বেশ সুন্দর