![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরন্তর সেই একজনাতে বসবাসের নেশায় বুঁদ হয়ে কখনও প্রবল কোন সরিসৃপের মত খুঁজে ফিরছি মাটির তলদেশ থেকে তলদেশে, আকাশের তারাগুলো প্রস্ফুটিত হয়ে আছে কোন বৃক্ষের শাখায় - শাখায় ! হাতির একপিঠ দেখা সত্যকে সহজে মেনে নিতে না পেরে, অজানা সত্যকে জানার চিরন্তন স্পৃহা নিয়ে ছুটে চলছি নিরন্তর, সেই একজনাতে...
লঞ্চটা নির্দিষ্ট সময়ের দু-ঘন্টা পরে কালীর চর ঘাটে ভিড়ল। তখন প্রায় সন্ধ্যা হয় হয়। আকাশ ঘন কালো মেঘে ছাওয়া, টিপ, টিপ বৃষ্টি পড়ছে। ঘাটে দু'এক জন যাত্রী নামল, কিন্তু সোনাকান্দা যাওয়ার একজন সাথীও মিলল না। বাজারের দোকানে এক কাপ চা খেয়ে শরীরটাকে একটু চাঙ্গা করে নেয়ার ইচ্ছে হল।
চা খেতে - খেতে সন্ধ্যা গড়িয়ে গেল, আকাশ আরো কালো অন্ধকারে ছেঁয়ে গেল। ঘন অন্ধকার, সেই সাথে টিপ টিপ বৃষ্টি, স্যাঁত স্যাঁতে পিচ্ছিল গাঁয়ের মেঠো পথ। সব মিলিয়ে পরিস্থিতিটা ভীষন হয়ে গেল। মেঘের গর্জন, ঘন ঘন বিদ্যূতের ঝলক। সঙ্গে টর্চ না আনার জন্যে আফসোস হতে লাগল। হাতে সময়ও বেশী নেই, যে করেই হোক রাত্রিতেই সোনাকান্দা পৌঁছাতে হবে। কাল আবার শহরে না পৌঁছালে মক্কেলরা কষ্ট পাবে। কোন দিক চিন্তা না করে নিজ সাহসের ওপর ভর করে গন্তব্যের দিকে রওনা হলাম। মনে মনে সাহস সঞ্চয় করলাম, মাত্র তিন মাইল পথই তো ! তাছাড়া পথও চেনা। এমন কি আর অসুবিধা হবে। বাজার ছেড়ে তিন রাস্তার মোড়ে বহু বছরের স্বাক্ষী হয়ে দাড়িয়ে থাকা বট গাছটার নিচে আসতেই পেছন থেকে ডাক এলো " ভাইজান খাড়ান " । আমি থমকে দাড়ালাম।
কৈ যাইবেন ? সোনাকান্দা মিঞা বাড়ী বুঝি ? নানীর অসুখ দেখতে আইছেন ?
তা তুমি জানলে কি করে ?
কি যে কন মিয়াভাই, আমি বুঝি আফনেরে চিনিনা ! আফনে রফিক ভাইজান না। ছোড কালে যখন আফনে নানী বাড়ী থাইক্যা পড়ালেহা করতেন, হেই সময়ের কথা মনে নাই আফনের। উত্তর মুরার কৈলার ভিটায় আফনেরে লইয়া কত আম খাইতে গেছি ! হাঁটের দিন আমার কান্দে চইড়া কত হাটে গেছেন।
শৈশবের কথা কত মনে থাকে আর। বুঝতে পারলাম সোনাকান্দা গ্রামেরই কেউ একজন হবে। যাহোক চলার পথে একজন সাথী পেয়েছি সেই যথেষ্ট। আমি নীরবে পথ চলছি। সে কিন্তু থেমে নেই, প্রশ্ন করছে আর আমাকে নিরুত্তর দেখে নিজেই আপন মনে উত্তর দিয়ে চলছে।
তাহের ঘড়ামির কথা মনে পড়েনি ভাইজান ? গেরামের পুব মাথায় বাড়ী আছিল। ঘড়ের কামে ঘড়ামির খু-উ-ব নাম ডাক আছিল। মুক্তিযুদ্ধে গেছিল, যুদ্ধের থন আর ফিরে নাই। মাইনষে কয় মইরা গেছে। ঘড়ামীরে না পাইয়া পাক সেনারা বৌডারে ধইরা নিয়া গেছিল। সব রকমের অত্যাচার করনের পর ছাইরা দিছিল। জানে মরে নাই, তয় পাগল হইয়া গেছে। দিনের বেলায় দেখবেন বাজারের বট গাছটার তলায় বইয়া থাকে। কেউ ডাইক্যাও জিগায় না। ফোঁস করে একটা নিঃস্বাশ ছাড়ল সে।
ভাইজান, কোরবানের কথা মনে পড়ে ? হেই যে পচ্চিম কান্দার কোরবান ! আপনের মনে থাকব কেমনে। আইজের কতাতো না। আফনে হেইজে লেহাপড়ার লইগা শহরে গেলেন আরতো গেরামে ফিইরা আইলেন না। গেরামডারে আর চিনন যায়না ভাইজান। যে দুই বেলা ভরপেট ভাত খাইত হে এহন একবেলা রুডিও খাইবার পায়না। কোরবান ও হেই দলের একজন। বৌ - পোলাপানরে ভাত - কাপড় জোগার করতে না পাইরা গলায় দড়ি দিয়া মরছে। জ্বালা জুড়াইছে।
ছাদেম আলীর কতাও আপনের মনে নাই মনে কয় ! ছাদেম আলি শহরে গিয়া গুল্লি খাইয়া মরছে। গেরামে কাম জোগাড় করতে না পাইরা রুজির ধান্দায় শহরে গেছিল। শহরে কাম দিব কেডায় ? কয়দিন এদিক - ওদিক ঘুইরা হেষে সহজ পথটাই রাইছা লইছিল। মাইনষের কাছে হাত পাইতা ভিক্ষা করত। রাইত হইলে ইষ্টিশনে ঘুমাইয়া থাকত। একদিন ভোর বেলা কয়েকজন ভদ্রলোক আইয়া ছাদেম আলীর হাতে দশটা টাহা দিয়া কইল ল' আমাগো সাথে। তগ লইয়া মিছিল করুম। তোরা কাম পাবি, দুই বেলা পেট ভইরা খাইবার পাবি। ছাদেম আলী আলী সুখ স্বপ্নের লোভে মিছিলে গেছিল। মিছিলের উপরে পুলিশ গুলি চালাইছিল। আর হেই গুলি খাইয়া ছাদেম আলী মইরা গেছে। ছাদেমের লাশ লইয়া হেই লোকগুলা টানা হেঁচড়া করছিল কিন্তু লাশ রাখতে পারে নাই। পুলিশ আরও লাশের সাথে ছাদেমের লাশও কই জানি লইয়া গ্যাছে। ছাদেম এর মরন লইয়া হেই লোকেরা সভা করছিল। কিন্তু হেতে ছাদেমের কি লাভ হইল কন ভাইজান ? বৌ-পোলাপন গুলা ভিক্ষা আর চুরি - বাটপারি কইরা জীবন চালায়।
উত্তর কান্দার রশিদের বড় মাইয়া সোনাবানের কতা মনে অইলে দুঃখে বুকটা ফাইট্টা যায়। যেমন নাম তেমন সোনার মতই দেখতে আছিল। বড় হাউস কইরা বাপে বিয়া দিছিল। জামাইরে খায়েশের রেডিও দিতে পারে নাই বইল্যা অত্যাচার করত। নিত্যদিনের অত্যাচার সহ্য করতে না পাইরা বাপের বাড়ী চইলা আইছিল। অভাবের সংসার বাপেরই চলেনা মাইয়া চালাইবো কইথ্যন ! মাঝে মধ্যেই মনের কষ্টে মাইয়াডারে বকাঝকা করত। মাইয়াডাও এইসব সহ্য করতে না পাইরা একদিন রাইতে পালাইয়া শহরে চইলা গেল। হেইহানে গিয়াও শান্তি নাই, খারাপ মাইনষের খপ্পরে পইরা খারাপ পাড়ায় নাম লেহাইছে। অর ছোড বইনডারও একই কপাল। শহরে গিয়া এক সাহেবের বাসায় কাম নিছিল। সাহেবের পোলার খপ্পরে পইরা পোঁয়াতি হইল। সাহেব নিজের ইজ্জত বাচানের লাইগ্গ্যা অরে কামের থন বাইর কইরা দিছে। গেরামে আইয়া মাইনষের কথার চোটে থাকতে না পাইরা আবার শহরে চইলা গ্যাছে। অহন পোলা কোলে লইয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আমার লগে গত বছর দেহা হইছিল।
রাতের অন্ধকারে পিচ্ছিল রাস্তায় হাঁটতে এমনিতেই কষ্ট হচ্ছে তার মধ্যে এই এক ঘেয়েমি প্যাঁচাল আর ভাল লাগছিল না। ধমক দিয়ে বললাম, তোমার বাজে বকবক বন্ধ কর।
অবাক হয়ে সে বলল, কন কি ভাইজান ? এ্ইসব বাজে কথা ! তাইলে ভালা কতাডা কি ? আমারে কইতে পারেন ? আফনের ইচ্ছা হয়না দেশের মাইনষের সুখ-দূঃখের কতা গুলান হুনতে ! আমরা কি আছিলাম আর এহন কি হইলাম। আফনে তো শিক্ষিত মানুষ। অনেক লেহাপড়া করছেন। কনতো, ছাদেম আলি কি দোষ করছিল ? সোনাভান কেন পাপের খাতায় নাম লেহাইল ? সোনাভানের বইনডা কেন অন্যের পাপ লইয়া ঘুইরা বেড়ায় ? ঘড়ামির পাগল বৌডার খোঁজ খবর কেউ লয় না কেন্ !
মাইনষের কতা আর কত কমু। এইবার আমারডা কই। আফনে তো আবার সামনের থন বাঁয়ের পথ ধরবেন। আমিতো আর যামুনা। ভাইজান, আমি মোটামুটি ভালই আছিলাম। গা-গতর খাটাইয়া যা কামাইতাম তা দিয়া ভালই চইলা যাইত। কিন্তু বৌডার রুপটাই আমার কাল হইল। হালিম মাতব্বর এর নজর পরল আমার বৌডার ওপর। বাড়ীতে কাম করানোর কতা কইয়া লইয়া যাইয়া জোর কইরা আকাম করল। কতা ফাঁশ হওনের ডরে বৌডারে খুন কইরা আমার ঘরের মদ্যেই থুইয়া গেল। হেই দিন কামথন আইতে একটু রাইত অইছিল।
বাড়ী আইায়া দেহি আমার উঠানে পুলিশ সহ গেরামের বেবাক লোকজন জড় হইছে। পুলিশ আমারে বাইন্দা লইয়া গেল। পরে যা হউনের তাই হইল। মাতব্বরের পয়সা খাইয়া গেরামের কিছু লোক আমার বিরুদ্ধে স্বাক্ষী দিল - আমি নিজেই নাকি বৌ-ডারে মারছি। কন ভাইজান গরীব মাইনষের কি সুন্দর বৌ থাকনডা দোষ ? আমার ফাঁসি হইয়া গেল। কেউ আমগো খোঁজ খবর লয়না, আমগো ভালার লাইগা দুইডা কতাও কয়না। কেউ খোঁজ লয়না কেন ? কেউ কতা কয়না কেন ?
সে বেশ রেগে গেছ মনে হল। বলতে লাগল, আফনেগো দিয়া কিছুই অইবনা। তাইতো এত কষ্ট কইরা বাংলাদেশের গাঁও - গেরামে ঘুইরা বেড়াইতেছি - কোরবান, ছাদেম, সোনাভান, তাহের গো এক করনের লইগ্যা। আমরাও মিছিল করুম, অধিকারের মিছিল, সত্যিকারের মিছিল। হিঁ - হিঁ - হিঁ -
হাসিটা শুনেই গা টা ছম ছম করে উঠল। পেছন ফিরে দেখি কেউ নেই।
উধাও ভাবুক
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭
উধাও ভাবুক বলেছেন: অনেক ধন্যবাদ এহসান সাবির।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
শতদ্রু একটি নদী... বলেছেন: সত্যি করতে পারবেতো? শিক্ষা আর অর্থের জোর না থাকাটা কোন আন্দোলনের জন্যও বড়ো দুর্বলতা। টানা কয়দিন না খেয়ে থাকলে প্রথমে ক্ষুধার কথাই মনে পরবে। এরপর আবার আগের ক্ষোভটা জাগতে পারে। এটাই বাস্তবতা। আর শিক্ষা থাকেনা দেখে গরীব মানুষেরা নায্য দাবীও সবার কাছে তুলে ধরতে পারেনা। আন্দোলন ব্যাপারটায় মনে হয় মধ্যবিত্তদের আধিপত্য বেশি। বড়লোকদের দরকার হয়না, দরিদ্ররা পারেনা।
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৪
উধাও ভাবুক বলেছেন: আপনি যা বলেছেন একদম সত্যি। আর এটাও দ্রুব সত্য যে, শিল্প, সাহিত্য, দর্শন, বিজ্ঞান সহ প্রায় সকল ক্ষেত্র গুলো আবিস্কৃত এবং প্রসারিত হয়েছে মধ্যবিত্তদের হাত ধরেই। আপনার প্রতিটি কথাই একদম সত্য। তবুও যুগে যুগে মানুষ শিল্প - সাহিত্যের মাধ্যমে অনেক কিছু বলার চেষ্টা করে। এটাও তেমনই একটা প্রয়াস।
অনেক অনেক ধন্যবাদ শতদ্রু মনযোগ দিয়ে পাঠের এবং সুন্দর মন্ত্যব্যের জন্য।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬
নেক্সাস বলেছেন: দারুন লিখেছেন ভাই। খুব ভাল লেগেছে। বাক্য বিন্যাস সাবলীল ছিল
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
উধাও ভাবুক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নেক্সাস।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছাদেম আলি, সোনাভান কি দোষ করছিল? কিংবা সোনাভানের বইনডা আর ঘড়ামির বৌডার-ই বা কী দোষ ছিল? হ্যাঁ এদের দোষ ছিল এরা গরিব এরা অশিক্ষিত। ধন্যবাদ।
ভালো থাকবেন নিরন্তর।
০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫
উধাও ভাবুক বলেছেন: অশিক্ষিত আর গরীব বলে যে তাদের কোন অধিকার থাকবেনা বা শিক্ষিত/ধনবান বা ক্ষমতাবানরা (তথাকথিত) তাদের ওপর জুলুম করবে এটাতো যুক্তিযুক্ত নয়।
শুভকামনা সর্বদা।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০১
এ এস রিপন বলেছেন: গল্পটি পড়ে ভালো লাগল। অভিনব উপস্থাপন! সরাসরি বলার চেয়ে গল্পের মাধ্যমে বলা যে আরও শক্তিশালী এই গল্পটি পড়ে তাই মনে হচ্ছে। আপনার লিখনী বেঁচে থাকুক!
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
উধাও ভাবুক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এ এস রিপঘ
শুভকামনা রইল।
৬| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
জাহাঙ্গীর.আলম বলেছেন:
মুরুক্ক, বুভুক্ষু মানুষগুলার মিছিল কখনও শেষ হইব না ৷দীর্ঘ থেকে সূদীর্ঘতর অজানা পথে ৷তবু শেষ বিবেকের করাঘাতে কাউকে করাঘাত হানে, আঘাতে ব্যর্থ ৷
লেখার প্রকাশে ছুঁয়ে গেল ৷ পাশের জনের খবর নেই, পাশে থাকি সুখে, দুঃখে ৷পাঠকমনে কষাঘাত হানুক বিবেকের শেষ অনুরণনে ৷
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩১
উধাও ভাবুক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীর.আলম।
শুভকামনা সর্বদা।
৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
উর্বি বলেছেন: ভালো লাগল
০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
উধাও ভাবুক বলেছেন: ধন্যবাদ উর্বি (সাদিয়া)।
শুভকামনা সর্বদা।
৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
গেম চেঞ্জার বলেছেন: ভালই লাগলো+++++
টাইপোঃ-
রোতের অন্ধকারে পিচ্ছিল রাস্তায় হাঁটতে এমনিতেই কষ্ট হচ্ছে তার মধ্যে এই এক ঘেয়েমি প্যাঁচাল আর ভাল লাগছিল না। ধমক দিয়ে বললাম, তোমার বাজে বকবক বন্ধ কর।
< রাতের
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৪
উধাও ভাবুক বলেছেন: ঠিক করে নিয়েছি।
ধন্যবাদ গেম চেঞ্জার শুধরে দেবার জন্যে।
৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১২
জনম দাসী বলেছেন: ধনীর দোষ নাইরে ভবে, ধনীর দোষ নাই।
দোষ যে সকল গরীবের... পৃথিবীর ধনী জন বলে তাই;
খুব ভালো লাগিল তবে ব্যাথা গুলি মর্মে গাঁথিল...
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৪
উধাও ভাবুক বলেছেন: ধনীর দোষ নাইরে ভবে, ধনীর দোষ নাই।
আসলেই তাই।
শুভকামনা সর্বদা।
১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২
দেবজ্যোতিকাজল বলেছেন: ডায়েরী থেকে লেখা বোধহয় ,তাই না
১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
উধাও ভাবুক বলেছেন: হ্যাঁ, পুরোনো লেখা।
শুভকামনা।
১১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০০
তুষার কাব্য বলেছেন: দারুন লাগল । ভালো থাকবেন নিরন্তর।
১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৬
উধাও ভাবুক বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য।
শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০
এহসান সাবির বলেছেন: বাহ্!!