![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরন্তর সেই একজনাতে বসবাসের নেশায় বুঁদ হয়ে কখনও প্রবল কোন সরিসৃপের মত খুঁজে ফিরছি মাটির তলদেশ থেকে তলদেশে, আকাশের তারাগুলো প্রস্ফুটিত হয়ে আছে কোন বৃক্ষের শাখায় - শাখায় ! হাতির একপিঠ দেখা সত্যকে সহজে মেনে নিতে না পেরে, অজানা সত্যকে জানার চিরন্তন স্পৃহা নিয়ে ছুটে চলছি নিরন্তর, সেই একজনাতে...
এক জীবন কেটে যাবে
অন্তহীন আঁধারের মাঝে,
দুরন্ত উচ্ছাসে ছুটবোনা
শামুকের মত গুটিয়েই
কেটে যাবে এক জীবন।
সঙ করা আর ছল করা
জীবনের এই রঙ্গমঞ্চে
বৃত্তের আবর্তে জীবন,
বৃত্তের পরিধী ছোট হয়ে যাচ্ছে দিনে দিনে,
আঁধার থেকে ঘন আঁধার।
প্রতারিত স্বপ্নের ভয়ে
নির্জন আঁধার ভালবেসে কেটে যাচ্ছে এক জীবন।
বোঝেনা কেউ, আমি যা বুঝি,
কেউ বোঝেনা আমি কি খুঁজি।
অন্তহীন আাঁধারের মাঝে থেকেও
সিমাহীন আঁধার খুঁজে ফিরি।
উধাও ভাবুক।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
উধাও ভাবুক বলেছেন: অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০
জনম দাসী বলেছেন: হুমমমমমম;;;;;;;;;;;;
১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
উধাও ভাবুক বলেছেন: অনেক ধন্নবাদ আশ্রুকবি।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
শায়মা বলেছেন: সব সময় সুন্দর!
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
উধাও ভাবুক বলেছেন:
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
অবচেতনমন বলেছেন: সঙ করা আর ছল করা
জীবনের এই রঙ্গমঞ্চে
অতিব সত্য প্রলাপ সুন্দর লেখনি
লেখাতে রইল +++++++++++++++++++++++++++
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪
উধাও ভাবুক বলেছেন: অনেক অনেক ধন্নবাদ।
শুভ নববর্ষ।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৯
গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ !! খুব সুন্দর করে লিখেছেন । কেমন আছেন ?
০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩
উধাও ভাবুক বলেছেন: প্রশংসার জন্য অনেক ধন্নবাদ।
ভাল আছি, আপনি...?
৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২২
রুদ্র জাহেদ বলেছেন:
এক জীবন কেটে যাবে
অন্তহীন আঁধারের মাঝে,
দুরন্ত উচ্ছাসে ছুটবোনা
শামুকের মত গুটিয়েই
কেটে যাবে এক জীবন।
দারুণ সুন্দর কবিতা
১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪
উধাও ভাবুক বলেছেন: অনেক অনেক ধন্নবাদ রুদ্র।
শুভকামনা রইল।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১
বিজন রয় বলেছেন: অন্তহীন আাঁধারের মাঝে থেকেও
সিমাহীন আঁধার খুঁজে ফিরি।
??
৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:০২
বিজন রয় বলেছেন: ভাই এবার নতুন লেখা দিন।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
নতুন পোস্ট দিন।
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯
অপ্সরা বলেছেন: তুমি!!!!!!!!!!!
কতদিন পর!!!!!!!
আজি এ প্রভাতে রবির কর!!!!!
২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৯
উধাও ভাবুক বলেছেন: আজি এ প্রভাতে রবির কর!!!!
কেমন আছো ?
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: অন্তহীন আঁধারের মাঝে থেকেও
সীমাহীন আঁধার খুঁজে ফিরি।
ভাবনায় ফেলে দিলেন ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতা ।