![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব বেশিক্ষণ আর নেই।
মৃদু সময়ের যোদ্ধা, তোমাদের শেষ মাঠে নিয়ে যাবে বলে নক্ষত্রবিলাপ ঝরে পড়ে নীলাভ আকাশ থেকে। নীল, বিন্দু বিন্দু নীল রঙ গুড়ো করে এক অনন্ত রাখাল হাতের বাঁশিতে পুরে নিচ্ছে। সুতরাং যাতনায় সিদ্ধ হও। লৌহপিণ্ডের মতোই নিজেদের এগিয়ে নিয়ে যাও ওই বিশাল অগ্নিকুণ্ডের দিকে, ওখানে মৃত্যুর কলতান শোনে রাশভারী মুদিয়া কামার আর হাতুড়িতে তার সিদ্ধি, এই সত্য তোমরাও জানো। লাল লাল গলিত লোহার পাতে হাতুড়ি মেরে মেরে কতসব শিরস্ত্রাণ তৈরি করে রোজ। কিন্তু দ্যাখো, কোনো শিরস্ত্রাণ আজো যুদ্ধের ঝঞ্ছায় তোমাকে অমর করেনি।
কেন জানো যুদ্ধ-ঘোড়ার সৈনিক, যে হাতে জন্মায় শিরস্ত্রাণ, সেই হাতেই বর্শার জন্ম, সেই হাতে তলোয়ার, বন্দুকের নল।
শেষ মাঠে তোমাদের আশেপাশে কিছু তাজা বালি ছড়িয়ে রাখবো আমি। সকলের অগোচরে, শুধু তোমাদের জন্য। বালির কণার মতো সর্বগ্রাসী রক্ত-শোষক আর নেই।
তোমাদের রক্তবিন্দু যদি ভরে দেয় ওই মাঠ, শিরস্ত্রাণ ও বর্শার চরম লড়াই, তবু জেনো কয়েকটি বালিকণা ঠিক বলে যাবে,
আমাদের কিছুই হয়নি, আরো রক্ত দাও, আরো অন্তিম চিৎকার।
©somewhere in net ltd.