নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার মত..\nতবে ভাল মানুষের অভিনয় করিনা।

হিমেল (এস কে)

হিমেল (এস কে) › বিস্তারিত পোস্টঃ

রিংটোন B:-)

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৩



এখন আর সেই ringtone টা আগের মত বাজেনা !!
ক্লাস থেকে স্যার কে বলে বার বার বাহিরে যেতে হয়না।
২ মিনিটের কথা বলে ১০ মিনিট পার করে ক্লাসে ফেরা হয়না আগের মত...

বাজেনা সেই alablaster নামক প্রিয় রিংটোন টা!!

ফোন টা বার বার চার্জ দিতে হয়না। আগের মত ফোনে লোডটাও করিনা।
অল্প কিছু টাকাতেই কেটে যায় পুরোটা মাস।

সবার থেকে আলাদা থাকি।
একদম নীরব!!
একাকী!!!

nokia 101 ফোনটায় এখন আর আগের মত তাকিয়ে থাকি না, কারন টা তো তুমি নিজেই জান!!
কারন, আগের মত তুমি ফোন দাওনা।

Sms টাও করনা আগের মত। আমিও facebook এ যাইনা আগের মত, আগে ত বেশীরভাগ সময়েই যেতাম তোমার জন্য।

নিজেকে মনে হয় এক মৃত প্রানীর অতৃপ্ত আত্মার মত!!
যার মনে হাজার আশা রেখেই সে চলে গেছে না ফেরার দেশে...
আচ্ছা,আমি কি চিরদিন এমনিই থাকব....?

তুমি আগের মত ফোন করবেনা আমায়?
sms করবেনা আমায়...?
আগের মত রাগ করবেনা আমার সাথে...?
আগের মত বাজবেনা আমার প্রিয় রিংটোন টা..?

তুমি আমায় প্রচুর সন্দেহ করতে!!
মনে আছে তোমার....?
সেই সময় টা, আমার কিন্তু ঠিকই মনে আছে এখনও।

সেদিন গৌরাংগ বাজারে আমার মত কাকে যেন দেখছিলা অন্য এক মেয়ের সাথে এক রিক্সায় ঘুরতে।
প্রচন্ড রেগে গিয়েছিলে তুমি।
রেগে আমার সাথে কথা বলাই প্রায় বন্ধ করে দিয়েছিলে...

পরে অবশ্য সত্যটা বুঝতে পেরেছিলে তুমি।
তখন অনেক ভালবাসতে আমায়...
আচ্ছা, তুমি কি এখনও আগের মত ভালবাস আমায়.........?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৭

সাইদুর রহমান শাওন বলেছেন: ভালো লিখছেন।

২| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৬

হিমেল (এস কে) বলেছেন: দোয়া করবেন

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.