![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে অনেকেই নিজের পছন্দমতো নাম দিয়ে আইডি খুলেছেন।
বাস্তব জীবনে সেই নামগুলো ব্যবহার করা হলে কেমন হতো? দেখা যাক কি দাঁড়ায় .....................
রোল নম্বর ১, রূপকথার মায়াবী পরি...
ইয়েস স্যার।
রোল নম্বর ২, নীরব আঁধারের অস্পর্শী...
প্রেজেন্ট স্যার।
রোল ৩১, ব্যাকবেঞ্চার ফাহাদ...
উপস্থিত জনাব।
এই যে নীল আকাশের তারা, আর কত ফেসবুকিং করবি! এবার দয়া করে খেতে আয়।
একটু ওয়েট, মা। আগামীকাল মনের মাঝে তুমি স্যারের পরীক্ষা নিয়ে নীলপরি নীলাঞ্জনা-২-এর সঙ্গে ডিসকাস করছি।
এই যে ব্রো, দেখছেন না সবাই লাইনে আছে। আপনি লাইন ভেঙে উঠতে চাচ্ছেন কেন? নিজেরে কী ভাবেন?
ওই, আমারে চেনস? আমি ফেসবুকের ডেঞ্জার বয় সিদ্দিক।
সরি ভাই, আগে বুঝতে পারি নাই। সবাই সইরা যান, ডেঞ্জার ভাইরে আগে উঠতে দেন।
দোস্ত, মেঘলা আকাশ মেয়েটার পিকটা দেখ, কত্ত কিউট। আমি তো ক্রাশ খাইছি।
লাভ নাই রে দোস্ত, স্বপ্নিল স্কফিল্ড। মেঘে ঢাকা তারার সঙ্গে ওই মেয়ের আগে থেকেই অনেক কঠিন রিলেশন চলে।
বিশ্বাস করো, তুমি আমার কল্পনার মায়াবী রানি নও, রূপকথার প্রিন্সেস নও, অ্যাঞ্জেল অব কিউটনেস নও, তুমি আমার শুধুই রেবেকা।
ওয়াও। তুমি কত্ত সুন্দর ফ্লার্ট করতে পারো! জানো, তুমিও আমার প্রিন্স ট্রিন্স ড্যাশিং বয় এই সব কিছু না। তুমি শুধুই আমার কুদ্দুস, আমার কুদ্দুইস্যা।
২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৫
২| ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৯
কানিজ রিনা বলেছেন: হা হা হা খুব ভাল বলেছেন। ভাল লাগল
অসংখ্য ধন্যবাদ।
২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৬
হিমেল (এস কে) বলেছেন: তাই নাকি বেশ মজার ত তাহলে
৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৮
কলম চোর বলেছেন: হা হা হা ...... খুবই মজা পেলাম
২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪১
হিমেল (এস কে) বলেছেন: ধন্যবাদ আপনাকে হসাতে পারলাম বলে
৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৩
আমি চির-দুরন্ত বলেছেন: ভাই কুখ্যাত নাম গুলা আপনি ব্যবহারই করেন নি দেখছি!! ভাল লেগেছে, মজা পেয়েছি
২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪১
হিমেল (এস কে) বলেছেন: পরে একদিন ব্যাবহার করব
৫| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: দারুন, বেশ মজার..........
৬| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মজা পাইলাম।
৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৭
হিমেল (এস কে) বলেছেন: ধইন্যবাদ স্যার
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৭
মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব মজার তো। অনেক ভাল লাগল।
ফেসবুকে আপনার নাম কি?