নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভুত পদায়ন

রায়হান শাকিল

জীবনের অর্থের খোঁজে অসংখ্য প্রশ্নের ভিড়ে হারিয়ে যাওয়া একজন.।

রায়হান শাকিল › বিস্তারিত পোস্টঃ

“অদ্ভুত পদাবলী ০১”

১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৬


ছেলেটি অবশেষে ঘর ছেড়ে বেরিয়ে এলো,
বেরিয়ে এলো একদম রিক্ত হস্তে,
পেছনের সব জন্ত্রনা,সব দুঃখ,
সব কষ্ট মুছে ফেলে,
সে খুজতে চায় পৃথিবীর শ্রেষ্ঠ সুখ।


কোন সম্বল নেই, নেই কোন ঠাই,
সামনে যে এগোবে
জানা নেই সেই পথেরও খোজ।
দিক হীন নাবিক যেমন ইতস্তত ছুটে
অবশেষে আত্মসমর্পণ করে প্রকিতির কাছে
তেমনি পথের কোন দিশা ছাড়াই,
ছেলেটি এগোয় সামনে, শুধুই সামনে।



জানেনা সে কোথায় তার গন্তব্য,
কোথায় থামবে সে?
তবুও সে চলতে থাকে।


সে এখন ক্লান্ত পরিস্রান্ত,
পৃথিবীর বুকে ছুটতে ছুটতে
সে এখন ক্লান্ত এক পথিক।


কিন্তু! তারপরও তো চলা থামে না।
সে কিছুতেই থামবে না।
তার যে সেই অমূল্য ধন চাইই ছাই।
পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ সুখ।


কোথায় আছে এই সুখ?
কোথায় গেলে সে পাবে তার দেখা?
ছেলেটা তার কিছুই জানেনা।
তারপরও সে চলছে, হেটে যাচ্ছে,
হাঁটছে এ পৃথিবীর বুকে।


সে কি পেয়েছে সঠিক পথের দিশা?
নাকি সে ক্রমাগত হেটে চলেছে,
হেটে চলেছে পৃথিবীর গোলক ধাঁধায়?


সে তা জানেনা,
সে শুধু জান তার সুখ চাই
পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ সুখ।



সুখ, তুমি কি?
সত্যিই কি তুমি আছো?
থাকলে কোথায় তুমি?
পৃথিবীর সব বন্ধন, সব মায়া
ত্যাগ করে যে আজ
ছেলেটি ছুটছে তোমার পেছনে।
সুখ, সত্যিই কি তুমি আছো?
নাকি সুধুই মানুষের অবাস্তব কল্পনা?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.