নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভুত পদায়ন

রায়হান শাকিল

জীবনের অর্থের খোঁজে অসংখ্য প্রশ্নের ভিড়ে হারিয়ে যাওয়া একজন.।

রায়হান শাকিল › বিস্তারিত পোস্টঃ

“অদ্ভুত পদাবলী ৩”

১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৩

ছেলেটি রাস্তায় নেমেছিল,
অজস্র জীবন আর হাজারো প্রানের স্পন্দন শুনতে,
খোলা আকাশের তারার নিচে
তীব্র গতিতে ছুটে চলা সহস্র মুখের
ভাষাহীন আবেগের প্রকাশ দেখতে।

ছেলেটি ঘর ছেড়ে বেরিয়েছিল
খুজতে গিয়েছিল জীবনের কোন শাব্দিক অর্থ।

ছেলেটি আজ একা।
নাগরিক কোলাহল আর গতির কাছে
পরাজিত এক সৈনিক।
সে জানেনা তার লক্ষ্য,
জানেনা সে কেন নেমে এসেছিল এই রাজপথে।

সহস্র মুখ আজ তার পাশে ছুটে বেরায় এদিক সেদিক,
কিন্তু তাতে কোন জীবন নেই,
আছে শুধু ভাল থাকার আর ভালবাসার প্রহসন।

ছেলেটি আজ বড্ড অসহায়,
তার জীবনের দিক আজ দিশা হারিয়েছে।
কই কিরবে সে?
ফিরে যাবে ফেলে আসা সেই পুরনো জগতে?
নাকি এখনো সে খুজে বেরাবে
যান্ত্রিক এ নগরীতে একটু জীবনের ছোঁয়া?

তার আশাতে আজ মরিচিকার বসবাস।
যান্ত্রিক এ নগরী যে তার আশা নামক উচ্ছাসকে
আজ রূপান্তরিত করেছে এক বর্ণহীন মরিচিকায়।

সে কি ফিরে যাবে তার আগের সেই ভুবনে?


ফেরার রাস্তাটাও যে আজ বড় দীর্ঘ মনে হয়।
ক্লান্ত যুবক তাই আজ তার ফেরার পথে,
সে ফিরছে তার আপন ভুবনে,
দীর্ঘ পথ, অচেনা মনে হয়
তাও সে ফিরবে,
ফিরবে সেই জগতে,
তার চেনা ভুবনে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.