নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভুত পদায়ন

রায়হান শাকিল

জীবনের অর্থের খোঁজে অসংখ্য প্রশ্নের ভিড়ে হারিয়ে যাওয়া একজন.।

রায়হান শাকিল › বিস্তারিত পোস্টঃ

ছন্দহিন এক ছন্দ

২১ শে জুলাই, ২০১৫ রাত ২:০৩

কত কিছুই না হয়,
কখনো দুঃখ, কখনো সুখ,
কখনো হাসি কান্নার মিশেল।

কত কিছুই না ঘটে,
কখনো বিরহ, কখনো প্রনয়,
কখনো প্রনয় সুরে বিচ্ছেদের আগুন।

কত কিছুই না আসে,
কখনো হাহাকার, কখনো প্রেয়সীর হাত,
কখনো পথে পথে ছুটে বেরানো মুহূর্ত ।

কত কিছুই না হয় দেখা,
কখনো পরাজয়, কখনো সফলতার মূর্ছনা,
কখনো যাযাবর জীবনের দেয়ালে আঁকা প্রতিচ্ছবি।

কত কিছুই না হয় অনুভব,
কখনো বিচিত্র জীবন, কখনো রঙ্গিন তুলির পরশ,
কখনো ইট কাঠ পাথরে মোড়া নষ্ট এ ভুবন।

কত কিছুই না আসে মনে,
কখনো মরীচিকা, কখনো হয়তো ভালবাসা,
কখনো বদলে দেয়া ধরণীর বদলে যাওয়া মুহূর্ত।

সবই আসে জীবনে,
আসে জীবন তরী নামক ভেলায়,
যেখানে হয়তো যা ভাবা হয়,
যা দেখা হয়, যা অনুভব হয়,
তার কিছুই ঘটে না।

আবার হয়তো চাহিদার অধিক,
আবার হয়তো প্রয়োজনে অপ্রতুল,
আবার হয়তো দুলকি চালে চলা জীবন,
আবার হয়তো নিমিষে হারানো স্বপ্ন ভুবন।

হয়তো জীবন তাই,
সুখ দুখের তরঙ্গ ভেলা,
আবার বেচে থাকার আপ্রান চেষ্টা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.