![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার তো অনেক ধরণের হয়... কিন্তু আজ অন্ধকার টা অনেক বেশী... ক্ষমা চেয়ে নেয়া টা হয়তো আবশ্যক... যে ঘটনার কথা লিখতে যাচ্ছি... তার জন্য অনুমতি প্রয়োজন।। কিন্তু... অনুমতি দেয়ার আগেই যে অরণ্যের মৃত্যু ঘটে গেল...। মাফ করে দিস ভাই... "অরণ্য কথন" টা আজ শুরু করতেই হল... অনেক দিন ধরে বন্ধুটি বলে যাচ্ছিল লিখতে... লিখি নাই...
কিন্তু...
আজ যখন তার মৃত্যু ঘটে গেল... তখন অরণ্যকে কথা কিংবা শব্দ কিংবা লেখার মাঝে বাঁচিয়ে রাখার তাগিদ অনুভব করছি... হ্যাঁ আমার অরণ্য...
নামটা আমারই দেয়া... আজ সে চলে গেল না ফেয়ার দেশে... যাওয়ার আগে আমাকে দিয়ে গেল... "অরণ্য কথন" নামে একখানা ডায়েরি... আর একখানা অনুরোধ... তাকে যেন হারিয়ে যেতে না দেই...। তাই বহু দিন পর এই "অরণ্য কথন" নিয়ে আমার যাত্রা শুরু...
চলে সে গেছে... জানিনা দায় কতটুকু আমার... তারপর ও গল্পের শুরুটা করে দিতেই হল...।
“রাত এখন ২ টা... জানি পুরো পৃথিবী ঘুমিয়ে আছে... শুধু ঘুমিয়ে নেই আমরা ২জন... আমি আর মিতা...”
মিতা (ছদ্মনাম) কে পরিচয় করিয়ে দেয়া প্রয়োজন... এই মহীয়সী!!! আর কেউ নন অরণ্যের অতি আরাধনার অপর নাম... বলে রাখা ভালো... পরবর্তী কালে অরণ্যের জীবনের গতি প্রকৃতি অনেকটাই এই নারী ঠিক করে দিয়েছেন... এবং এই ডায়েরি খানা প্রায় পুরোটাই তাকে নিয়ে লেখা... বলাই বাহুল্য অরণ্যের শেষ পরিণতির জন্য ইনিই দায়ী... আপাতত চরিত্র পরিচিতির এখানেই সমাপ্তি... আমরা বরং সামনে আগাই...
অরণ্যের জীবনটা আট দশটা সাধারন ছেলের মতই ছিল... আমাদের বন্ধু সমাজে সবচেয়ে শান্ত আর বোকা কিন্তু সবচেয়ে রাগী ছেলেটার নাম ই অরণ্য... ছোটবেলায় খুব অল্পতে রেগে যাওয়াটা ছিল তার সবচেয়ে বড় গুন... ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয় নামক যায়গা টি তে তার বিচরণ টা ছিল দেখার মত... বলে রাখা ভালো লেখক এর সাথে তার এই বন্ধুটির অতি আশ্চর্য মিল... অনেকটা যমজ ভাই... লেখকের কিছু কু কীর্তি বাদ দিলে পুরোটাই মিল...
তো অরণ্যের জীবন খানা ছিল অন্ত্যন্ত সাদামাটা... ক্যাম্পাস এর অন্যতম সাধারন ছেলে হয়েও এই ছেলেটি একদিন হয়ে উঠেছিল ক্যাম্পাসের অন্যতম কাঙ্খিত ছেলেদের একজন...
এই যায়গাতে লেখক নিজেকে নিয়ে দ্বিধান্বিত তার ভূমিকা নিয়ে... তিনি কি একজন পর্যবেক্ষক রুপে অরণ্যকে মূল্যায়ন করবেন নাকি শুধুই তার ডায়েরি টি বর্ণনা করে যাবেন... দ্বিতীয়টি কঠিন... কিন্তু লেখক এই কঠিন কাজটিকে করবেন বলে ঠিক করে নিয়েছেন... অরণ্যকে মূল্যায়ন করা তার ক্ষমতার মধ্যে নয়... বরং আমরা অরণ্য মিতার গল্পের দিকে যাই... তাই শ্রেয়...
২ টি লাইন পেয়েছি ডায়েরীর শুরুতে... লেখক লাইন দুটি কে ধরে নিয়েছিলেন এই ডায়েরীর গন্তব্য হিসেবে কিন্তু শেষ টা হয়তোবা অন্যরকম ই হয়েছিল...
“অরণ্যের বুকে সবসময় মিতার বসবাস...
আর মিতার মাঝেই অরণ্যের সার্থকতা...”
এই লাইন দুটির শেষ পরিনতি কি হয়েছিল তা হয়তো আমরা পাবো এই ডায়েরীর শেষে...
(চলবে)...
©somewhere in net ltd.