নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভুত পদায়ন

রায়হান শাকিল

জীবনের অর্থের খোঁজে অসংখ্য প্রশ্নের ভিড়ে হারিয়ে যাওয়া একজন.।

রায়হান শাকিল › বিস্তারিত পোস্টঃ

“অদ্ভুত পদাবলী ০৪”

৩০ শে জুন, ২০১৬ রাত ৩:২৭

বালক টি তার পথে চলতে শুরু করল,
চলতে শুরু করল অজানার উদ্দেশ্যে,
নতুন পথে, নতুন করে।
জীবনের বাঁকে আজ তার নতুন সূচনা,
সূচনা নতুন এক ভোরের।

মেঠো পথ,
নরম ঘাসের চাঁদরে মোড়া সবুজাভ ছবি,
মাঝে মাঝে ছড়িয়ে থাকা ফুলের পাপড়ি,
ধরা মাঝে স্বর্গের অপূর্ব এক ক্যানভাস,
দুপাশে ঘন শিমুল বন জানায় অভিবাদন,
আরও থাকে বাধ্য অনুসারীর মত,
ছায়াতরুর নিচে সযত্নে বেড়ে উঠা লতার দল।

তার মাঝে বালক এগিয়ে যায়,
মনে তার আনন্দের ঝিলিক,
চোখে তার স্বপ্নের ছোঁয়া,
মুগ্ধ চোখে সে প্রকৃতি দেখে,
পাখিদের গান সে শুনতে থাকে,
চেয়ে দেখে ফুলেদের আহ্বান।

বালকটি হেটে চলে দৈব আশীর্বাদে,
তার কাছে জীবন অনেক সুখময় এখন,
সে হেটে চলে এই স্বর্গের মধ্যে দিয়ে,
সে চায় না খুজে দেখতে এর সীমানা,
সে অমর হতে চায় এর মাঝে।

হঠাৎ কানফাটা আওয়াজে সে স্বর্গ হারায়,
আবিস্কার করে এক আবর্জনার স্তূপ,
কোথায় স্বর্গ? কোথায় ফুল পাখি?
সে যেন হঠাৎ নরকের শেষ প্রান্তে চলে গেল,
এত ছুটাছুটি আর এত নোংরা কেন এ জীবন?

বালকটির বুকে এখন শুধুই আর্তনাদ,
জঞ্জাল ঘেরা এই অভিশপ্ত জীবন নয়,
সে ফিরতে চায় তার সেই স্বর্গের কোলে,
সে স্বপ্ন দেখে পৃথিবী নামক কারাগার থেকে মুক্তির,
স্বপ্ন দেখে একদিন ফিরে যাওয়ার হারানো সেই স্বর্গে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.