নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিষ্কারের নেশায়

রাকিব হোসেন ফুহাদ

এ ধরা ক্ষনিকের জন্য যেতে হবে চলে ক্ষনিকের মাঝে অসীম রহস্য উন্মোচন করে যাব বলে, যাহা আমি শিখিয়াছি এ ধরায় এসে তার চেয়ে ভাল কিছু করে যাব সাবইকে ভালবেসে। তোমরা যেখানে দেখাবে আমায় এক মুঠো মাটি আমি সেখানে খুজে বেড়াব যা সোনার চেয়েও খাটি। তোমরা যেখানে উড়াইয়া দিবে এক মুঠো ছাই আমি তাহাতে খুজে বেড়াব অসীম রহস্যের পাই।

রাকিব হোসেন ফুহাদ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নই আমার অনুপ্রেরনা

২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

স্বপ্ন কথাটা মনে পড়তেই মনে পড়ে গেল একটি উক্তি “স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন হচ্ছে সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয়না” ভারতের সাবের রাষ্টপতি এ.পি.জে আবুল কালাম আজাদ বলেছিলেন। প্রতিটা মানুষ পৃথিবীতে এসেই স্বপ্ন দেখতে শুরু করে। একটি শিশু যখর আস্তে আস্তে বড় হয় সে স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে জীবনের সাফল্যের দ্বারে পৌছায়। যখন একটি শিশু কোন স্বপ্ন ছাড়া বড় হতে শুরু করে তখন সেই শিশুটি তার লক্ষ নির্ধারন করতে পারেনা। আমার কাছে মনে হয় স্বপ্নই হচ্ছে একটি শিশুর জীবনের লক্ষ। সবাই যেমন স্বপ্ন দেকে বড়হ য় ঠিক আমি তেমনি স্বপ্ন দেখতে দেখতেই বড় হতে শিখেছি। ছোট ছোট স্বপ্ন কুড়িয়ে বড় একটা পুজি করে আমার স্বপ্ন পুরোনের লক্ষে দৌড়াচ্ছি। স্বপ্নই আমার অনুপ্রেরনা। আমারদের মা বাবা পারিপাশ্বিক পরিবেশ এরা সবাই চায় আমার ছেলে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার হাতে থাকবে কোটি কোটি টাকা বাড়ি গাড়িকে চাদর বানিয়ে সে চাদরে মুড়ে থাকবে। কেউ বলেনা আমার ছেলে হবে একজন ভাল মানুষ সে হবে বিশ্ববিখ্যাত, তাহার সুনাম থাকবে চারিদিকে। ছোটবেলা থেকে সবাই শুধু একটি কথাই শিখায় সেটি হচ্ছে টাকার পিছনে ছোটা। আমরা কখনও জানতে চাইনা যে আমার ছেলে মেয়েরা কি হতে চায়। কি তার স্বপ্ন? কি তার লক্ষ? কখনও মা বাবা জানতে চায়না যে আমার ছেলে আমার মেয়ে কি হতে চায়। তেমনি আমাকেও ভর্তি করে দিয়েছে একটি ইঞ্জিনিয়ারিং ইনিষ্টিটিউটে। আমি এখানে আমার স্বপ্ন বা লক্ষ্য উল্লেখ করব না। উদাহরন স্বরুপ আমি যদি বলি যে আমি একজন ভাল লেখক হব আমার লেখার সুনাম থাকবে সারা বিশ্বে আমার লেখার মাধ্যমে আরও লক্ষ লক্ষ মানুষকে তাদের স্বপ্ন পূরনে সাহায্যে করব। সাবাই আমাকে বলবে তুমি যদি লেখা শুরু কর হয়ত বিশ্ববিখ্যাত লেখক হতে পারবে। তোমার লেখার সুনাম থাকবে আকাশে বাতাসে কিন্তু মানুষ শুধু তোমার লেখার শুনামই করবে তোমাকে মনে মনে মাথায় তুলে রাখবে। কিন্তু তোমাকে কেউ বলবেনা যে তোমার কোন বাড়ি নাই তুমি আমার একটি বাড়ি নিয়ে যাও তোমার টাকা নেই আমার কাছ থেকে টাকা নিয়ে যাও। কেউ তোমার বিপদে এগিয়ে আসবেনা। আমি যদি বলি যে আমি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হব। আমার আবিষ্কার অবাক করে দিবে পৃথিবীকে। বদলে দিবে পুরানোআমার চারিপাশের লেকজন সবাই বলবে তুমি বিজ্ঞানী হয়ে কি লাভ হবে। তুমি পাচঁ বছর দশ বছর রিচার্স করে একটা আবিষ্কার করলে। তোমার আবিষ্কার সবাইকে অবাকও করল ঠিকই কিন্তু সবাই তোমার আবিষ্কার নিয়েই মত্ত থাকবে কেউ তোমার কথা ভাববেনা যে তুমি কত কষ্ট করে আবিষ্কার করলে। তোমার কাছে অঢেল সম্পত্তি না থাকলে কেউ তোমাকে পাত্তা দিবে না। সবাই দূর দূর করে তাড়িয়ে দিবে। তবে কি লাভ এই সব আবিষ্কার করে কি লাভ এই সব লিখে। সবাই শুধু ফুলের মধুটুকুই চুষে নিবে কিন্তু কেউ ঐ ফুলকে আর গ্রহন করবেনা। এভাবেই আমরা আমারদের ছেলে মেয়েদের স্বপ্নকে আর বড় হতে দিচ্ছিনা। তারা যখন তাদের স্বপ্ন কুড়িয়ে পথ চলতে শুরু করে তখন আমরা তাদের পথে বিছিয়ে রাখি কাটা। এভাবে আমরা আমাদের সন্তানদের স্বপ্নের পায়ে কুঠার মেরে মাটির সাথে মিশিয়ে দেই তার স্বপ্নের উচ্চ শির। এভাবেই ধীরে ধীরে স্বপ্নহীন লক্ষহীন হয়ে পড়ে আমাদের জীবন। আমরা হারিয়ে ফেলি পথ, লক্ষ, স্বপ্ন ধীরে ধীরে তলিয়ে যাই অন্ধকার কূপে যেখান থেকে আর কেউ টেনে বেড় করতে পারেনা। হাজারো খুজে আর পায়না সেই স্বপ্নময় আলোকিত পথকে। চারিদিকে শুধু ধু ধু মরুভুমির মাঝে পড়ে থাকি আমরা। শেষে শুধু আমার একটা কথা দিয়ে শেষ করতে চাই “একই টাকা হাজারো মানুষের কাছে চক্রাকারে ঘোরে শেষ পযর্ন্ত ছিড়ে যায় যা আর কখনও কাজে লাগানো সম্ভব হয়না। কিন্তু একই জ্ঞান হাজারো মানুষের কাছে গেলে আরও বৃদ্ধি পায়। একে না যায় ধরা, না যায় ছোয়া, না যায় ছেড়া, না যায় ফিরিয়ে নেয়া। তাই টাকার পিছনে না ছুটে জ্ঞানের পিছনেই ছুট পাবে হাজারো সম্ভাবনাময় পথ”।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: “একই টাকা হাজারো মানুষের কাছে চক্রাকারে ঘোরে শেষ পযর্ন্ত ছিড়ে যায় যা আর কখনও কাজে লাগানো সম্ভব হয়না। কিন্তু একই জ্ঞান হাজারো মানুষের কাছে গেলে আরও বৃদ্ধি পায়। একে না যায় ধরা, না যায় ছোয়া, না যায় ছেড়া, না যায় ফিরিয়ে নেয়া। তাই টাকার পিছনে না ছুটে জ্ঞানের পিছনেই ছুট পাবে হাজারো সম্ভাবনাময় পথ”।

২| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৬

রাকিব হোসেন ফুহাদ বলেছেন: রাজীব নূর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার নিজের লেখা উক্তিটুকু আপনার ভাল লাগার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.