নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে)
গতকাল ছবিপ্পা'র ১৪তম ব্লগবার্ষিকি উৎযাপিত হলো। ভেবেছিলাম আজ এটা নিয়ে একটি কবিতা লিখবো, পারলাম না। দুনিয়া ভর্তি ভালো মানুষদের নিয়ে কিছু লিখার চেষ্টা করছি, কিন্তু পারছি না। আসলে হচ্ছেটা কি?
সম্প্রতি নিচের লিখাটা চোখে পরার পর শুধু ভাবছি, এভাবেই কি এই দেশে শুধু বিপ্লবের পতন চলতে থাকবে????
মাহফুজ একদম স্পষ্ট বলেছিলেন, আগামী নির্বাচনে যাতে আওয়ামীলীগ অংশ নিতে না পারে, এইজন্য সরকার সম্ভাব্য সবকিছুই করবে।
নাহিদ বলেছিলেন, মুজিবকে আমি জাতির পিতা মানি না।
আসিফ বলেছিলেন, মুজিববাদ মানেই ফ্যাসিবাদ।
ইউনূস বলেছিলেন, আওয়ামীলীগ আর ফ্যাসিবাদের কোন জায়গা বাংলাদেশে নাই।
আর গতকাল বিএনপি যাইয়া বলে আসছে, আওয়ামীলীগসহ সব দলকেই তারা ইলেকশনে চায়।
ডক্টর ইউনূসও বলে দিয়েছেন, বিএনপি যেহেতু চাইতেসে, সো আওয়ামীলীগ সহই ইলেকশন হবে।
আর আজ আওয়ামীলীগ নেতা কামরুল কোর্টে হুমকি দিয়ে বলেছে, এই দিন দিন না। আরো দিন আছে।
বিএনপি ১৯৭৯ সালেও আওয়ামীলীগ পুনর্বাসন করেছিলো। সেইটার ফলাফল জিয়াউর রহমান নিজের জীবন দিয়ে দিয়েছিলেন।
আর বাংলাদেশের মানুষকে হারাতে হয়েছিলো স্বাধীনতা। সেনাবাহিনীকে হারাতে হয়েছিলো ৫৭ জন সেনা অফিসার।
আবারও বিএনপি আওয়ামীলীগের পুনর্বাসন চাইলো।
ঐদিনই কামরুল হুমকি দিলেন, এই দিন দিন না। আরো দিন আছে....
জানিনা, এবারের আওয়ামীলীগ পুনর্বাসন আমাদের আরো কোনদিন দেখাবে ভবিষ্যতে।
শুধু ইতিহাসে লেখা থাকবে, দুই দুইবার বাংলাদেশ সুযোগ পেয়েছিলো আওয়ামীলীগ নামের এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার। বাট বিএনপির কারণে এই অভিশাপ থেকে বাংলাদেশের আর মুক্ত হওয়া হয়নাই।
ইতিহাস যেমন আওয়ামীলীগের নৃশংসতা মনে রাখবে, তেমনি আওয়ামীলীগের এতো নৃশংসতার পরেও কারা আওয়ামীলীগকে বারবার নৃশংস হওয়ার সুযোগ করে দিয়েছিলো, সেটাও ইতিহাস মনে রাখবে নিশ্চয়ই!!
কি আর করার আছে? নিচের কৌতুকের উপর আস্থা রাখা ছাড়া বিকল্পতো কিছু আছে বলে মনে হচ্ছেনা! আপনারা কি মনে করেন?
অনেক আগে কাজলের একটা কৌতুক শুনেছিলাম। কাজলের বউয়ের বাচ্চা হবে, এবং কাজল যথারীতি গ্রামের হাতুড়ি ডাক্তারকে নিয়ে গিয়েছে। ডাক্তার, কাজলকে বাইরে দাঁড়িয়ে রেখে, বউয়ের ঘরে প্রবেশ করে। কাজল বাইরে টেনশনে পায়চারি করছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে এসে বললো:
"তোর এখানে হাতুড়ি আছে, হাতুড়ি?"
কাজল দৌড়ে গিয়ে একটা হাতুড়ি এনে দিলো। আবার কাজলকে বাইরে রেখে ডাক্তার ভিতর গিয়েছে। সময় যত যাচ্ছে, কাজল ততটাই উৎকণ্ঠিত। বেশ কিছু সময় পর ডাক্তার বের হয়ে আসলো:
"তোর এখানে ছেনি আছে, ছেনি?"
কাজল বিনা প্রশ্নে ছেনি এনে দিলো। বাচ্চা হওয়ার ব্যাপার! সময় চলে যাচ্ছে। আবার কিছু সময় পর ডাক্তার বের হয়ে এসে বললো:
"তোর এখানে করাত আছে, করাত?"
কাজল এবার আর সামলাতে পারলো না। রেগে গিয়েছে:
"শালা, তুমি ডাক্তার? আমাকে পাগল পেয়েছো? বাচ্চা হওয়ার জন্য হাতুড়ি, ছেনি, করাত লাগে?"
ডাক্তার শান্তভাবে বললো: "দেখ, রাগ করিস না। আসলে আমি যে বাক্সটা এনেছি, যন্ত্রপাতির সেটাই খুলতে পারিনি এখনো।"
আমরা হতাশ হয়ে গালাগালি করে যাচ্ছি, আর ড: ইউনুস সাহেব বোধহয় ফ্রান্স থেকে আনা বাংলাদেশের অপারেশন করার যন্ত্রপাতি ভরা বাক্সই এখনো খুলতে পারেননি! আমাদের ধৈর্য্য ধরতে হবে।
তবে এটা বলতেই হবে, কামরুল ইসলাম সাকা চৌধুরীর যোগ্য শিষ্য, বাআল-এর সাকা চৌধুরী!!!
১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৬
জটিল ভাই বলেছেন:
ভাই, সন্দেহ হচ্ছে স্বাধীনতার পর বাআল যে জামাত-বিএনপিকে পূনর্বাসনের সুযোগ দিয়েছিলো তার কৃতজ্ঞতা তারা আজও আদায় করতে পারে নাই। আর উপর-উপর আপনি-আমি যাই দেখিনা কেনো, সব রসুনের গোড়া এক জায়গাতেই।
২| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫০
সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার জটিল ভাই, আর কোনো ছবি কি পান নি? এই ছবি দেখে হাসি থামাতে পারছি না।
শুধু দেশীয় কাকুরা নয় বিদেশি কাকুরাও আওয়ামী লীগ কে চায়। ব্রিটেন ও আমেরিকা চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক।
১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৯
জটিল ভাই বলেছেন:
হাসতে থাকেন। হাসলে হার্ট ভালো থাকে।
বিদেশী কাগুরাতো চাইবেই। ভুইলা গেলে চলবো না আমরা এখনো বিদেশের কলোনী!
৩| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০১
মেঠোপথ২৩ বলেছেন: প্রসাষন ১০০% আওয়ামীলীগের দখলে। প্রেসিডেন্ট আওয়ালীগের, সেনাপ্রধান আওয়ামিলীগের।এই অবস্থায় কি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন কোনভাবেই সম্ভব? বিএনপি স্বতঃস্ফুর্তভাবে আবারো আরেকখান কারচুপির ইলেকশনের সুযোগ করে দিয়েছে। আওয়ামিলীগ এইবার ক্ষমতায় এসে দম্ভের সাথে অন্তর্বর্তী সরকারের অধীনে সকল দলের যোগদানের মাধ্যমে গনতান্ত্রিকভাবে নির্বাচিত হবার ঘোষনা দিবে। তবে বিএনপি কি এর বিনিময় মূল্য পাবে না? অবস্যই পাবে। তারেক রহমান এর মধ্যে তার বাপের ১% দেশপ্রেমও নাই। সে শতভাগ ব্যবসায়ী। কয়েক হাজার কোটি টাকা পেলেই লন্ডনে কয়েক জনম সে বসে খেতে পারবে। উন্নত দেশের এই রাজকীয় জীবন ছেড়ে কোণ দুঃখে মরতে সে এই দেশে আসবে?
জুলভার্ন ভাইয়ের মত গুম, খুনের শিকার হওয়া কর্মীরা যদি দলের হাইকমান্ডের বিরুদ্ধে এখনি ঐক্যবদ্ধ না হয় তাহলে সামনে তাদের খবরই আছে। তারেক রহমান আপনাদের জীবন নিয়ে খেলছে।
১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫০
জটিল ভাই বলেছেন:
ভাই, আপনার সাথে শতভাগ সহমত। বাংলার রাজনীতিতে যে দুই অঘোষিত রাজপরিবার শাসন করছে তাদের শেষ রানী শেখ হাসিনা। কারণ, হসিনা বা খালেদার পরবর্তি প্রজন্ম মনে হয় না বিদেশের রাজকীয় জীবন রেখে এই কাঙ্গাল দেশ নিয়ে ভাববে। খালেদারে ইনভ্যালিড বললে মনে হয়না ভুল হবে। ফলে বাকি থাকে হাসিনা। হাসিনারও শেষ বয়সে আর কিছু করার নাই। বেকার সময়। এই সময়টাতে দেশ নিয়ে খেলার একমাত্র বিকল্প এই হাসিনা।
আপনারে কানে-কানে আমার একটা সুপ্ত ক্ষোভের কথা বলি। জুলভার্ন ভাইদের প্রতি আমারো প্রচন্ড রাগ হয়। বাপেরে মানছে। মায়েরে মানছে। এখন হাঁটুর সমান সন্তানরেও মাইনা চলে! কেন? এই এক পরিবাররে মাইনাই যদি রাজনীতি করতে হয়, তাহইলে রাজনীতি বাদ দিয়া হাল চাষ করা ভালো। বিএনপি, বাআল, জাপা যার কথাই কন, তাদের এই বুঝ কেন হয়না যে রাজনীতি মানে কোনো নির্দিষ্ট দলের পূজা। কোনো নির্দিষ্ট পরিবারের পূজা না। তো এতো বর্ষীয়ান নেতারা থাকতে এই পরবিরের হইতে বারবার দলের প্রধান খুঁজতে হয় ক্যান? এতো বছর রাজনীতি কইরাও দলের প্রধান হইবার যোগ্যতা কেউ অর্জন করতে পারলো না?
আসলে বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের লক্ষ্যই থাকে চুরি। আর তাই চুরি করার পর তা ঢাইকা রাখতে ঘুইরা-ফিরা সেই নির্দিষ্ট পরিবারের ল্যাঞ্জা ধইরা রাখে। কারণ, তারা ভাল কইরাই জানে ঐ পরিবারের ল্যাঞ্জা ছাড়লে তাদের অস্তিত্ব থাকবো না। জনগণ তাদের সাথে নাই। কিন্তু তারা যদি চুরি না কইরা জনগণের জন্যে রাজনীতি করতো, তাইলে জনগণই দুই পরিবার বাদ দিয়া তাদের ক্ষমতায় বসাইতো। এখন এইসব কইলেই ভালা না
৪| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বিএনপির কপালেও দুঃখ আছে
১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৪
জটিল ভাই বলেছেন:
বইনরে, আমজনতা ছাড়া আর কারো কপালে দুঃখ নাই
৫| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০২
নতুন বলেছেন: লেখক বলেছেন:
ভাই, সন্দেহ হচ্ছে স্বাধীনতার পর বাআল যে জামাত-বিএনপিকে পূনর্বাসনের সুযোগ দিয়েছিলো তার কৃতজ্ঞতা তারা আজও আদায় করতে পারে নাই। আর উপর-উপর আপনি-আমি যাই দেখিনা কেনো, সব রসুনের গোড়া এক জায়গাতেই
বিএনপি আয়ামীলীগের নেতাদের মাঝে আত্নীয়, বন্ধু, ব্যবসায়ী পাটনার এই রকমের অনেক সম্পর্ক আছে।
আর সবারই একটাই উদ্দেশ, দেশের সম্পদ লুট করা। জনগন উনাদের কাছে াবাল বলদ তাদের গালভরা বুলি দিয়েই সন্তুস্ট করা যায়। চেতনা বিক্রি করতে পারলে নিজেরাই চেতনার প্রভাবে মারামারি করে।
কিন্তু দিনের শেষে রাতে বিএনপি আয়ামীলীগের নেতারা ঠিকই গ্লাসে টোকা দিয়ে বলে...
উল্লাস....
১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৩
জটিল ভাই বলেছেন:
তারা করেন উল্লাস,
আর জনগণের পিছে বাঁশ!
খালি তারা কেন? রাজাকার পরিবারের সাথেও কি প্রকাশ্য সখ্যতা কারো কম?
ভাইরে, দিনশেষে তারা রাজা, আমরা প্রজা। আর এটাই একমাত্র প্রতিষ্ঠিত সত্য।
৬| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৫
আমি সাজিদ বলেছেন: পোস্টে জটিল প্লাস দিয়ে গেলাম।
১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৩
জটিল ভাই বলেছেন:
আপনার জন্যেও আন্তরিক জটিলবাদ রইলো প্রিয় ভাই ♥♥♥
৭| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১
শাহিন-৯৯ বলেছেন:
কেীতূকটি সেই ছিল!!
বিএনপি আন্তজার্তিক চাপ ও মুখ রক্ষার জন্য একটু বলছে তারাও চায় না খুনি দল আবার আসুক, বল শেষ পর্যন্ত আদলত থেকে ডক্টর সাহেবের কাছে যাবে তিনি বলবেন লীগ দশ বছর নিষিদ্ধ আমার ধারণা এ রকম।
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৫
জটিল ভাই বলেছেন:
আপনার ধারণা শেয়ার করার জন্যে আন্তরিক জটিলবাদ জানবেন। দেখা যাক কি হতে চলেছে.......
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৯
জুল ভার্ন বলেছেন: বিএনপির হাই কমান্ড কি কারণে আওয়ামী লীগের প্রতি উদার বুঝতে পারছি না। তবে কর্মী সমর্থক এই বিষয়ে দ্বিমত পোষণ করে।