নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

অপব্লগার "জটিল ভাই"-এর সাক্ষাৎকার

১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৩৭

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)

ব্লগার অপু তানভীরের পরিশ্রমকে শ্রদ্ধা করে এবং তার শ্রম কিছুটা হলেও লাঘব হবে আশা করে ভাবলাম নিজের ইন্টারভিউটা নিজেই লিখে ফেলি। কারণ, প্রথমত দীর্ঘ অপেক্ষা সহ্য হচ্ছেনা। জানিনা আদৌ তিনি আমার ইন্টারভিউ নেবেন কিনা, যা দেখছি তাতে এতো গুণীজনের মাঝে নিজেকে নিয়ে দিন-দিন নিরাশই হচ্ছি। নিজেকে বড্ড বেমানান ঠ্যাকছে। তাই মনে হয়না আমার মতো অপাত্রে তিনি সময় ব্যয় করবেন, কিংবা আমিই ঐ ফ্রেমবন্দী প্রশ্নের ফরমাল উত্তর দিতে পারবো। তখন হয়তো আমার উত্তরগুলো সেন্সরে আটকে যাবে, আর সেগুলো সম্পাদন করতে অপু তানভীরকে আবার কষ্টচেপে হাসি নিয়ে এডিট করতে হবে যা আরেক ঝক্কিঝামেলা। তাতে বরং অপু তানভীরের ইন্টারভিউ গ্রহণের যে গুরুগাম্ভীর্যতা তাই হ্রাস পাবে এবং ইন্টারভিউ সেসনের ছন্দপতন ঘটবে। সেক্ষেত্রে আমার এই ইন্টারভিউ সেসন হতে দূরে থাকাই আবশ্যক। কিন্তু অপকবি, অপব্লগার, কিংবা অপলেখক হিসেবে আমারোতো কিছু অডিয়েন্স রয়েছে। তাদেরওতো মন চায় আমার মতো অপ্রিয় মানুষের ইন্টারভিউ পড়তে আর মনের খবর জানতে। তাই তাদের নিরাশ না করতে নিজের ইন্টারভিউটা নিজেই নিয়ে নিলাম =p~

একজন ব্লগার হিসেবে আপনার অনুভূতি কি?
-কিরে ভাই? কেমন আছি না আছি জিজ্ঞেস না কইরাই ব্লগার হিসেবে অনুভূতি কি জানতে চাইছেন! আপনি কি মুন্নি সাহা নাকি? প্রথমত আপনি যে আমাকে ব্লগার বলছেন এটাইতো অনেকের অনুভূতি নষ্ট করতে যথেষ্ঠ্য। ব্লগার কি ছেলের হাতের মোয়া নাকি? আমাকে অপব্লগার বলেন। অপব্লগার হিসেবে অনুভূতিটা অনেকটা স্টারের মতো। শাহরুখ খানও স্টার, হিরো আলমও স্টার। আমার অনুভূতি হিরো আলমের মতো। কম পানির মাছ বেশি পানিতে পড়লে যেমন অনুভূতি হয়, আমার অনুভূতিও তেমন। জীবনে যার লিখা প্রেমপত্রও প্রেমিকা পড়ে নাই, আজ ব্লগের সুবাদে তার লেখা না চাইলেও অনেকেই পড়ে। তার অনুভূতি আপনারে কেমনে বুঝামু?

বলেন কি? তারমানে আপনি প্রেমও করেছেন?
-আবার জিগায়! অমন রসগোল্লার মতো চোখ বানানোর কিছু নাই। প্রেম আমার গণতান্ত্রিক অধিকার। আমিতো প্রেমে পরিনি, প্রেম আমার উপরে পরেছে। তাও হিসাব ছাড়াভাবে পরেছে। ছোটবেলায় নানি-দাদিরা প্রেমে পরে। একটু বড় হয়ে মসজিদের হুজুরের বয়ানের প্রেমে। তারপর স্কুলের ম্যাডামের ভালো ব্যবহারের প্রেমে। ক্লাস থ্রি-তে এক সহপাঠিনীর প্রেমে। সেটাও পরেছি আশপাশের চাপে পরে। কারণ, আমি আর সেই সহপাঠিনী উভয় ছিলাম খোদার খাসি টাইপের। আর সেই নিয়ে করা খুনসুটিতে প্রেমে পরতে বাধ্য হই। বালক উচ্চ বিদ্যালয়ে পড়ায় সেই প্রেম কন্টিনিউ না হলেও মন হতে মুছেনি। কিন্তু মুছার জন্যে অনেক অপসন খুঁজেছি। সমবয়সী কারো সাথে (কারো বলতে অবশ্যই মেয়ে মানুষ কিন্তু) একটু কথা হলেই ভাবতাম এই না প্রেম আমার উপরে পরে। আবার ক্লাস থ্রি-এর কথা মনে হতেই প্রেম উড়ে যেতো। অমন করে কখন যে জীবনের ১৮টি বসন্ত চলে যায়! তারপর স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি সবখানেই প্রেম আমার উপরে পরেছে। কিন্তু ক্লাস থ্রি-এর কথা মনে করে আমি নিজেই প্রেমকে চুড়েভেঙ্গে গুড়ুগুড়ু করে ফেলেছি।

এ্যাঁ! আপনি কলেজ, ভার্সিটিতেও পড়েছেন!
-আৎকে উঠার কি আছে? ঐসব জায়গায় খালি ছাত্র না, আমার মতো অছাত্র বা ছত্রও থাকে। কিন্তু নিরাপত্তার স্বার্থে কলেজ, ভার্সিটির নাম উল্লেখ করছি না। তাই বলে আবার মনে কইরেন না আমি চাপা মারছি। আমার ডুয়েল মাস্টার্স করা আছে। যাউগ্গা, আগে প্রেমের বিষয় শেষ করি। তো ক্লাস থ্রি-এর সেই প্রেম মনে চলমান থাকাবস্থায় ডিজিটিল দুনিয়ার প্রেমে। সেখানে নকিয়া ৩১১০ ক্লাসিক ফোনের সুবাদে mygamma নামক ওয়েবসাইটের প্রেমে। সেখানে বহুদিন প্রেম, তারপর ফেইসবুকের প্রেমে। নামে-বেনামে আইডি খুলে প্রেম। তখন ব্লগ হাতছানি দেয়। সচলায়তন, প্রথমআলো, আমারব্লগে আইডি খুললেও কিছুদিনের মধ্যেই তারা বিলীণ হয়ে যায়। হয়তো আমার মতো কুফার আগমনেই তাদের ব্যবসায় ধ্বস নামে। শেষমেশ সামুর সাথেই প্রেমটা কোনোমতে ভাঙ্গতে-ভাঙ্গতে টিকলেও গাজীপ্রেম আমার উপর চড়াও হয়। আমার অজান্তেই গাজী আমার উপর পরে জানিয়ে দেয় আমি জামাত, শিবির, রাজাকার, ক্রিমিনাল, লিলিপুটিয়ান ব্লা ব্লা ব্লা…… যদিও গাজীপ্রেমের বোঝা নিয়েই ছিলাম, হয়তো আমার মতো কুফার কারণে গাজী চ্যাপ্টারেরও যবনিকাপাত হয়। আপার প্রেমে মজেছি, তিনিও আমার মতো কুফার কারণে দেশছাড়া। তাই এখন কাভা প্রেমে মজেছি। কাভার কার্যক্রমের মধ্যদিয়ে গণতন্ত্রের স্বাদ নিচ্ছি।

আপনারতো দেখি বিশাল ব্লগীয় অভিজ্ঞতা! তা সেখান হতে যদি মজার কিছু শেয়ার করতেন?
-হাহাহাহাহা…… বিশেষভাবে মজার কিছু কি শেয়ার করবো? আমার ব্লগিংটাইতো মজার! অনেকটা চুইংগামের মতো। কিছুক্ষণ চিবানোর পর স্বাদ না পাইলেও যেমন আমরা ফেলতে পারিনা, অনেকে না চাওয়ার পরও আমি সেভাবেই ব্লগিং করে চলেছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার মাঝে থাকা আলুর গুণ! মানে আলু যেমনি যেকোনো তরকারিতেই মিশিয়ে দেওয়া যায়, আমাকেও ব্লগে অনেকেই সেভাবেই ইউজ করেন। ব্লগে নতুন কিছু মানেই অনেকে ভাবেন এর পেছনে আমি। কিছুদিন আগে ব্লগে এক কবি কাম গায়কের আগমন ঘটে। অনেকেই ভাবে সেটা আমি। একজনকে সাবধানে থাকতে বলায় ব্রেকাপ ঘটে গেলে, প্রেমিকা ভাবে আমি দায়ী! একজন অন্যজনকে শায়েস্তা করতে মাল্টি খুলে, অনেকে ভাবে সেটা আমি! প্রথম পৃষ্ঠায় একাধিক পোস্ট, সেই দায় আমার! আমার লিখা পড়ে অনেকে আবেগে ব্লগ ছাড়ে। আমি ধর্ম নিয়ে লিখলে ভাবে জামাতি, প্রগতি নিয়ে লিখলে ভাবে আওয়ামী, ব্লগের সমস্যার কথা বললে ভাবে মডুবিরোধী। এমন আনন্দঘন ব্লগিং আপনি ক'জনের মাঝে পাবেন? ব্লগিং মানেই আমি, আমি মানেই বিনোদন, বিনোদন মানেই জটিল।

আচ্ছা, “জটিল ভাই” নিকের নাম হলো কিভাবে?
-কিভাবে আবার? এই যে এতক্ষণ আমার উত্তর পাচ্ছেন, তাতে কি আমাকে সহজ-সরল কোনো আদমি মনে হচ্ছে? নিশ্চই না। তা আমার নাম জটিল ভাই হবেনা তো আর কার নাম হবে? তাছাড়া ব্লগে যদিও আপুনি, ভাইয়ামনি টাইপ ব্লগিং চালু আছে তারপরও আমার মতো অপব্লগারকে ভাই ডাকা অনেক সুশীলের গয়ে লাগবে। আবার অনেকেই আছেন গর্ব করে বলেন, কাউরে আমি আপু-ভাইয়া ডাকিনা! সেসব ভেবেই নিজের সম্মান নিজে রক্ষা করতেই নিকে ভাই যুক্ত করে নিয়েছি। এই জামানায় নিজের ঢোল নিজেই বাজাতে হয়। অন্যকে দিলে নিশ্চিত নষ্ট করে ফেলবে।

প্রতিটি মানুষের জন্যেই কঠিন একটা বিষয় আত্মসমালোচনা। আপনি সেক্ষেত্রে কি বলবেন?
-দেখুন, আমিও মানুষ। সেই হিসেবে আমিও দোষ-ত্রুটির উর্দ্ধে নই। অবশ্যই আমার অনেক দোষ রয়েছে। আমি আমার দৃষ্টিতে যা অন্যায় তা সহ্য করতে পারিনা। মানুষ হিসেবে অনেক সর্ট টেম্পার্ড। যেভাবেই হোক প্রতিবাদ আমার করা চাই। সেক্ষেত্রে স্থান-কাল-পাত্র হতে প্রতিবাদটাই আমার কাছে মূখ্য বিষয়। সেকারণে আমার চলার পথ কুসুমাস্তীর্ণ নয়। আমার বন্ধু হতে শত্রুই বেশি। ঠোঁট কাটা স্বভাবের কারণে খুব কম মানুষই আমাকে পছন্দ করে। এতে আমার কিছু যায় আসে না। আমার কাছে যা ঠিক তা আমি সব অবস্থায়ই প্রকাশ করবো। কারো তোষামোদি আমি করতে জানিনা। আমার বিশ্বাসটা অনেক গাড়ো। যেকাউকেই মানুষ হিসেব প্রথমেই বিশ্বাস করি। প্রথম পরিচয়ে যাচাই-বাছাই ছাড়াই সবাইকে ভালো মানুষ বলে বিশ্বাস করি। কিন্তু একবার কারো প্রতি অবিশ্বাস আসলে জীবনে আর বিশ্বাস আসেনা। এজন্যে চলতি পথে অনেক হোঁচট খাই। কেউ কিছু বললে তা যাচাই বা প্রমাণ ছাড়া বিশ্বাস করতে পারি না। আমার চোখে কেউ ভালো হলে যেমনি তার কদর করতে ছাড়ি না, তেমনি কেউ একবার খারাপ হলেও সহজে তার রেহায় নাই। যদিও অনেকক্ষেত্রেই সুযোগ দিয়ে দেখি। কিন্তু যদি বারবার সেই সুযোগের মূল্যায়ণ করতে কেউ ব্যার্থ হয়, তবে তাকে সারাজীবনের জন্যে মনে বা ওয়েবসাইটে ব্লক করে রাখি। সেজন্যে জীবনে প্রতারিত হবার পরিমাণটাই বেশি। নিজের খুবই আপনজনদের থেকে প্রতারিত হতে হতে এখন গায়ে সয়ে গেছে। বিশ্বাসঘাতকতার কারণে ব্যর্থ হতে হতে এখন কোনোকিছু শুরুর আগেই ব্যার্থ হবার মানসিক প্রস্তুতি নিয়ে নিই। এখন আর প্রাপ্তির আশা করে চলিনা। তবে প্রদানটাও যেনো অতিমাত্রায় না হয়, সেইদিকেই নজরটা বেশি রাখি।

আপনার প্রিয়-অপ্রিয় সম্পর্কে কিছু বলুন।
-প্রিয় বলতে হালাল সবই প্রিয়। হালাল-হারাম শতভাগ মেনে চলতে পারিনা, কিন্তু চেষ্টা করি। তবে কিছু বিষয় ভালো লাগে। যেমন ভালো মন মানসিকতার মানুষের সঙ্গে মিশতে এবং গল্প করতে খুবই ভালো লাগে। আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে ভালো লাগে। ডিজিটাল বিষয় শিখতে খুব ভালো লাগে। যদি সুযোগ থাকতো, পৃথিবীকে বদলে দিতে চেষ্টা করতাম। মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে, যদিও সেভাবে পারিনা। মসজিদের ভেতরের নির্মলতা ভীষণ উপভোগ করি। শহরের ঘিঞ্জি পরিবেশ হতে গাঁয়ের উন্মুক্ত পরিবেশ ভীষণ কাছে টানে। সহজ-সরল মানুষদের বড্ড ভালবাসি। নতুন পৃথিবীর আহ্বানে মন টানে।

আপনার প্রিয় তিনজন ব্লগারের নাম বলুনতো।
-প্রিয় বলতে সবাই। আলাদাভাবে প্রিয় বলতে আমার কাছে কিছু নেই। তবে এটা ঠিক যে, যিনি আমার সঙ্গে যেমন আমিও সেখানে তেমন। আমাকে ভালবাসলে আমিও বাসি, আমাকে ঘৃণা করলে আমিও করি, পাত্তা দিলে পাত্তা দেই, এড়িয়ে গেলে এড়িয়ে যাই। বিজনেস শাখার ছাত্রতো, তাই গিভ এন টেইকটা ভীষণ ফলো করি। আরেকটা বিষয় হচ্ছে, পছন্দের তালিকা ছোট নয়। তাই নাম নিতে গেলে সবার নাম নেওয়া সম্ভব না। কারো নাম নিলে অন্যেরা ব্যাথিত হতে পারে বলে নির্দিষ্টভাবে কারো নাম নিতে পারছিনা। আর তিনজন বলাতো অসম্ভব! তবে অপছন্দের তালিকাটা বলতাম। কিন্তু সেই তালিকাও প্রায় সবার জানা আর সাক্ষাতকারের আনুষ্ঠিকতা নষ্ট হবে বলে চেপে গেলাম।

লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?
-একসময় বিশাল পরিকল্পনা ছিলো। ভেবেছি রবীন্দ্রনাথের মতো নোবেল পাবো। নজরুলের মতো জাতীয় কবি হবো। শরৎ এর মতো উপন্যাস লিখবো। বঙ্কিমের মতো প্রবন্ধ লিখবো। মাইকেলের মতো সনেট লিখবো। হিমুর মতো নাটক-সিনেমা বানাবো। মানে অল ইন ওয়ান হবো। কিন্তু বর্তমানে আমাদের সাহিত্যে অরুচি আর রিল স্টারদের দাপাদাপি দেখে মনে হচ্ছে যতো দ্রুত সম্ভব নিজের খেয়ে বনের মেষ তাড়ানো বাদ দিয়ে বউ ব্যবসায়ী তথা কাপল ব্লগার হয়ে যাবো।

সামুর ভবিষ্যত নিয়ে কিছু বলুন।
-নিজের ভবিষ্যতের কথাই জানিনা, আর সামুর ভবিষ্যত! তবে আমার মতো কুফা যেখানে আছে তার আবার ভবিষ্যত! ভবিষ্যত বলতে সামু হতে পারে অনেক উন্নতস্থরের একটি অতীত চ্যাপ্টার। আজ হতে ১০০ বছর পর মানুষ এসে যখন আমার এসব আকাইম্ম্যা লিখা এনালাইসিস করবে তখন এটাই বুঝবে আগের প্রজন্ম কতোটা আকাইম্ম্যা ছিলো। বুঝতে পারবে কতোটা জ্ঞাণপাপীর বোঝা সামু তার ঘাড়ে বয়েছে!

ব্লগটিমকে কিছু বলতে চান?
-তওবা! তওবা! আপনি কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমার সাক্ষাতকারের পোস্ট অপসারণের ফন্দি করছেন নাকি?

আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলুন।
-ঐ মিয়া? এতোক্ষণ যা কইলাম তা কি আপনার ব্যক্তিগত জীবন নিয়া কইছি? আপনার উদ্দেশ্য কি? আমারে মগা পাইছেন? আমি জানি সাক্ষাতকারের ডাটা এনালাইসিসের মাধ্যমে একজন ব্যক্তির অনেক গোপন খবর জানা যায়। আপনে বুঝি আমারে বিপদে ফেলতে চান? চারদিকে “র” এর এজেন্ট। যা কইছি তাই বেশি। এছাড়া লেখা যে বড় হইতাছে, পরে কেউ পড়বো? এখন প্রশ্ন বন্ধ করেন। আর কোনো প্রশ্ন থাকলে পাঠক করবো। আপাতত আপনে বিদায় লন। জটিলবাদ।

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:১২

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার সাক্ষাৎকার পড়ে আমি আপনার সৃজনশীলতার পরিচয় পেয়েছি। এই গাজী ব্যক্তিটি দেখি সবার পিছনে লাগে। এর কি অন্য কোনো কাজ নেই ?

১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৭

জটিল ভাই বলেছেন:
সৃজনশীলতা! হেইয়া আবার কিয়া! জিকোব্লগের মন্তব্যেতো মনে হয় গাজী আপনের সুপরিচিত। এর অন্য কোনো কাজ আছে কিনা তাতো আপনারই ভালো জানার কথা! :P

২| ১২ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৪৪

জিকোব্লগ বলেছেন: ছিঃ ছিঃ ছিঃ আপনি এতো জটিল !!!

১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩২

জটিল ভাই বলেছেন:
এতোদিন লাগলো বুঝতে? আর বুঝবেনই কি করে? আপনার আমার ব্লগে আসার মূলমন্ত্রইতো গাজী! =p~

৩| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:১৪

জিকোব্লগ বলেছেন:



উপরে শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার সাক্ষাৎকার পড়ে আমি আপনার সৃজনশীলতার পরিচয় পেয়েছি। এই গাজী ব্যক্তিটি দেখি সবার পিছনে লাগে। এর কি অন্য কোনো কাজ নেই ?


- কেন আপনিই তো বলেছেন , একজন ৭৫ বছর বয়সী বৃদ্ধের প্রলাপকে আমি গুরুত্ব দেয়ার মতো বিষয় মনে করিনা। ধন্যবাদ আপনাকে।



আপনাকে বুঝতে হবে উহা খুনি হাসিনা, ফ্যাসিবাদী, জঙ্গী -সন্ত্রাসী আওয়ামীলীগের ল্যাসপেন্সার।
আমেরিকায় বসে থেকেই উহা আওয়ামীলীগ থেকে ভালো টাকা পেতে পারে। যার জন্য, ব্লগ টিম
উহাকে বার বার লাথি দিয়ে কুত্তার মত বের করে দিলেও, উহা বেহায়ার মত বার বার ফিরে আসে আর
সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সত্য মিথ্যা বলে আওয়ামীলীগের ল্যাসপেন্সারি করে। এটার জন্য উহার
বহু মাল্টিকেও কাজ করতে দেখা যায়।

এইসবের সবচেয়ে বড় প্রমান , উহা নিজের সমন্ধে যা ব্লগে বলে তার পুরাটাই মিথ্যা। যারা পুরান
ব্লগার আছেন, তাঁরা সহজেই এটা ধরতে পারবেন।

তবে আমি বুঝি না , ব্লগটিম ও কেন উহাকে বার নতুন নিকে ব্লগার দের নেতিবাচক কথা বলার
সুযোগ দেন? ভাবখানা এই রকম যে, উহা নতুন নিক খোলাতে উহার সমস্ত পাপ মোচন হয়ে
গিয়েছে। মানে একজন সন্ত্রাসী নতুন নিক খুললে সে আর সন্ত্রাসী থাকছে না।
তবে, ব্লগের স্বার্থেই উনাদের এটা বন্ধ করা উচিত।

১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৪

জটিল ভাই বলেছেন:
ধুর মেয়া! আপনেরা বড্ড বেরসিক! কই ইন্টারভিউ পইড়া আমারে ব্যক্তিগত প্রশ্ন করবেন, তা বাদ দিয়া গরু রচনা লেখা শুরু করছেন =p~

৪| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৪৭

জুল ভার্ন বলেছেন: জোশ!!!

১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৪

জটিল ভাই বলেছেন:
জটিলবাদ ♥♥♥

৫| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

রবিন.হুড বলেছেন: চমৎকার লিখেছেন। আপনার প্রতিভার দাম না দেওয়ার জন্য মডুকে ধিক্কার জানাচ্ছি। অপু তানভীরকে সাক্ষাৎকারপ্রার্থী বাছাইয়ে স্বজনপ্রীতি করার জন্য জন ব্লগার সম্মুখে ক্ষমা চাইতে হবে। তাছাড়া আপনার নিজের ঢোল নিজে পিটিয়ে ঠিক করেছেন, অন্যকে ঢোল পিটাতে দিলে ফাটিয়ে ফেলবে।

১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৯

জটিল ভাই বলেছেন:
ধুর মেয়া ভাই! এইসব এইহানে কওয়ার কিছু? কই আমারে সুন্দর সুন্দর ব্যক্তিগত প্রশ্ন করবেন =p~
জটিলবাদ ♥♥♥

৬| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২০

কোমলমতিরপ্যাদানি বলেছেন: শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার সাক্ষাৎকার পড়ে আমি আপনার সৃজনশীলতার পরিচয় পেয়েছি। এই গাজী ব্যক্তিটি দেখি সবার পিছনে লাগে। এর কি অন্য কোনো কাজ নেই ?

# আপনার পর্যবেক্ষণ সঠিক। বিশ্ববেহায়া টাইটেলটার মালিকানা পরিবর্তন করা দরকার।

১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৫

জটিল ভাই বলেছেন:
আপনি প্রস্তুতি নিছেন নাকি? =p~

৭| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪১

কোমলমতিরপ্যাদানি বলেছেন: আমিতো উহা এরশাদ কাক্কুর থেকে সরায়ে গাজীসাবকে দিতাম চাই, গাজী যদি ভালোবেসে উহা গ্রহণ করতেন !

১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৩

জটিল ভাই বলেছেন:
আপনি দিলেতো না গ্রহণ করার কথা না! =p~

৮| ১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩০

মেঠোপথ২৩ বলেছেন: ইন্টারভিউ দারুন হইসে। ব্লগার অপু কেবল মডুর পছন্দের কুলীণ ব্লগারদের ইন্টারভিউ নেয়। বাকিদের তাই নিজের ইন্টারভিউ নিজে না নিয়ে উপায় কি ! অনেক কিছুই জানা হল। একটাই পরামর্শ আপনি আর জিকো ব্লগ গাজী সিনড্রোম থেকে মুক্ত হউন। ফ্যসিস্ট আওয়ালীগের পতন হয়েছে। এখন আর এইসব দুই পয়সার ফ্যসিস্ট দোসরদের পাত্তা দেয়ার কোন কারন দেখি না।

১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৫

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই, আপনার উপদেশ ভালো লাগলো ♥♥♥ মিথ্যা বলবো না, নিজেও এটা হতে বের হতে অনেকদিন হতেই চেষ্টা করছি। কিন্তু অজান্তেই আবার জড়িয়ে পরি। যদিও আপনি জেনে খুশি হবেন, ইদানিং কাভা সিনড্রোমে আক্রান্ত হয়েছি। মডারেট এন্টিভ্যাকের কারণে যদিও সংক্রামণ দ্রুত ছড়াচ্ছে না, কিন্তু কতক্ষণ পারবো কে জানে? যদি হঠাৎ দেখেন উধাও করে দিছে, তখন এই অধমেরে ভুইলা যাইয়েন না। :(
জটিলবাদ।

৯| ১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৪

শেরজা তপন বলেছেন: আপনার ইন্টারভিউ পড়ে শুধু মন্তব্য করার জন্য লগইন করলাম।
আমাকে দুইটা প্রশ্নের উত্তর দেন; ইন্টারভিউ মানে সাক্ষাৎকার কিভাবে হয় আর সাক্ষাৎকার মানেই বা কি? এইটা একটু জটিল ব্যাখ্যা সহ বুঝিয়ে দিন। কারক বিভক্তি ব্যাসবাক্য সমাস দিয়ে বুঝালেও সমস্যা নেই। :)
সেলফ ইন্টারভিউ টা কিন্তু চমৎকার হয়েছে- আপনি এত গুণী মানুষ তার পরিপূর্ণ ধারণা ছিল না।

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০১

জটিল ভাই বলেছেন:
আপনার ইন্টারভিউ পড়ে শুধু মন্তব্য করার জন্য লগইন করলাম। ♥♥♥ হেটস্ অফ প্রিয় ভাই ♥♥♥

আপনি যা জানতে চাইছেন সেই প্রেক্ষিতে যতোটা বুঝি, "ইন্টারভিউ" শব্দটি ভাঙ্গলে আমরা পাই, ইন্টার আর ভিউ। যার দ্বারা বুঝায় মনের গহীণের ভিউ বা চিত্র। মূলতঃ মনের ভিতরে কি চলমান তা বের করে আনতেই ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে এরসঙ্গে বাংলা সাক্ষাৎকারের সম্পর্ক কি। এখন আপনাকে যদি বলা হয় মনের গহীণের চিত্র, আপনি প্রশ্ন করবেন "কার?" আর যার মনের গহীণের চিত্র জানতে ইন্টারভিউ, তার সান্নিধ্য তথা সাক্ষাৎ পেতেতো হবে। ফলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে, সাক্ষাৎ কার? যার ইন্টার ভিউ। =p~

আপনি এত গুণী মানুষ তার পরিপূর্ণ ধারণা ছিল না। (লজ্জায় লাল হবার ইমো হবে) এটা ভাই বেশি লজ্জা দিলেন। আপনাদের কাছে আমি নস্যি। আপনাদের ভালবাসার জন্যেই এই অধম আবোল-তবোল লিখার সাহস পায়। জটিলবাদ জানবেন ভাই ♥♥♥

১০| ১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২০

সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে গাজীর গেঞ্জামের কারণ কি? আপনার লেখার বিষয় বস্তু এবং গাজীর লেখার বিষয়বস্তু তো এক মনে হয় না। গাজী সাহেব জামাত-শিবির, পাকিস্তান, ভারত ও আওয়ামী লীগ নিয়ে লেখা ব্লগে বেশি হানা দেন।

আপনি তো সুন্দর করে উদাহরণ বা ঘটনার মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। আপনার স্বৈরাচার ও রাজাকার ভাই ভাই ব্লগটি আমার মুখস্থ প্রায়। :-B

আপনারা দুইজন দুই মেরুর মানুষ!

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১০

জটিল ভাই বলেছেন:
আপনার স্বৈরাচার ও রাজাকার ভাই ভাই ব্লগটি আমার মুখস্থ প্রায়। ♥♥♥♥ জেনে ভীষণ আনন্দিত হলাম ♥♥♥

গাজীর সাথে গ্যাঞ্জামের কারণ আমি নিজেই জানিনা, আপনারে কি বলি? যখন আমি সামুতে নতুন তখনই আমার পায়ে পা রাখে। অনেকটা শিক্ষা প্রতিষ্ঠানে রেগিং করার মতো করেই। আর আমিও তখন হতে নিজেকে আর দাবিয়ে রাখতে পারিনি গাজীপ্রেম হতে। =p~ বিষয়টা প্রায় এমন যে, আপনি আর মশা নিশ্চিত ভিন্ন প্রজাতির। তবুও মশা দেখলেই মারতে তেড়ে জান কেনো? ইতিবাচক বিচারে মশা আপনাকে বিনা পয়সায় গান শুনায়। তবুও তার সঙ্গে আপনার কিসের গ্যাঞ্জাম? :P

আন্তরিক মন্তব্যে আন্তরিক জটিলবাদ জানবেন ♥♥♥

১১| ১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আবারো পড়ে মজা পেলাম। আপনার এই ইন্টারভিউ চলতে থাক।

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৫

জটিল ভাই বলেছেন:
দুইবার পড়ার জন্যে আন্তরিক জটিলবাদ জানাই প্রিয় ভাই ♥♥♥

১২| ১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৬

ভুয়া মফিজ বলেছেন: নিজেই নিজের সাক্ষাৎকার নেয়া একটা যুগান্তকারী পদক্ষেপ। আশাকরি অন্যরাও আপনের থেইকা অনুপ্রেরণা পাইবে। ;)

আমার কাছে অত্যাধিক জটিল লাগায় সাক্ষাৎকারে আপনের দেওয়া কিছু জটিল উক্তি তুইলা ধরলাম........

জীবনে যার লিখা প্রেমপত্রও প্রেমিকা পড়ে নাই, আজ ব্লগের সুবাদে তার লেখা না চাইলেও অনেকেই পড়ে। তার অনুভূতি আপনারে কেমনে বুঝামু?

প্রেম আমার গণতান্ত্রিক অধিকার। আমিতো প্রেমে পরিনি, প্রেম আমার উপরে পরেছে।

আমার অজান্তেই গাজী আমার উপর পরে জানিয়ে দেয় আমি জামাত, শিবির, রাজাকার, ক্রিমিনাল, লিলিপুটিয়ান ব্লা ব্লা ব্লা…… যদিও গাজীপ্রেমের বোঝা নিয়েই ছিলাম, হয়তো আমার মতো কুফার কারণে গাজী চ্যাপ্টারেরও যবনিকাপাত হয়। আপার প্রেমে মজেছি, তিনিও আমার মতো কুফার কারণে দেশছাড়া। তাই এখন কাভা প্রেমে মজেছি।.......... আমার মনে হয় দুরত্ব বজায় রাখা উচিত!!!! :P

ব্লগিং মানেই আমি, আমি মানেই বিনোদন, বিনোদন মানেই জটিল।

ভবিষ্যত বলতে সামু হতে পারে অনেক উন্নতস্থরের একটি অতীত চ্যাপ্টার।

আত্মসমালোচনা ভালো হইছে। সব মিলায়ে চমৎকার সাক্ষাৎকার!! মেনি মেনি কংগ্র্যাচুলেশানস!!!!

আমার একটাই প্রশ্নঃ আপনের আসলে মাল্টি কয়টা?

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৬

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই, আপনার ভূয়া কর্মব্যস্ততার মাঝেও সুবিশাল বিশ্লেষণ আর মন্তব্য দিয়ে লিখাকে সার্থক করলেন♥♥♥
তবে, আমার মনে হয় দুরত্ব বজায় রাখা উচিত!!!! দিয়া সচেতন করলেন, না কারো দৃষ্টিআকর্ষণ করলেন বুঝলাম না =p~
আত্মসমালোচনাসহ সব মিলায়ে সাক্ষাৎকার চমৎকার লাগাতে ধন্য হইলাম। সেইজন্যে আপনেরেও মেনি মেনি জটিলবাদ!!! ♥♥♥
নিজেই নিজের সাক্ষাৎকার নেয়া একটা যুগান্তকারী পদক্ষেপ যদি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকে, তবে যেনো সেখানে পৃষ্টপোষক হিসেবে আপনার নামটাও শোভা পায় :)

আমার একটাই প্রশ্নঃ আপনের আসলে মাল্টি কয়টা?
মিছা কইয়া লাভ নাই। আপনার বড় ভাইয়ের পিড়িতে মইজা পিড়িতের খেলা খেলতে বহুবার মাল্টি খুলছি। একসময় ইংরাজিতে চাঁনগাজী নামের যে আইডি আপনের বড় ভাইয়ের আওলা মাথা আরো আওলাইয়া দিছিলো, তার পিছনে আমিই ছিলাম =p~ সেইটাই সফল ছিলো। বাকিগুলা খুলা পর্যন্তই। সফলতার মুখ আর দেখে নাই। বহুত প্ল্যান নিয়া খুলার পর মনে হয় কি লাভ এসব কইরা? ঐদিকে আমাদের তান্ত্রিক মডু থুক্কু গণতান্ত্রিক মডু কখনো সহজে সেইসব আইডিতে সবুজ কালি লাগাইবো না। আর লাগাইলেও যেই পরিমাণ ধৈর্য্য দরকার তা আমার নাই। বুঝেনইতো সর্ট টেম্পার মানুষ। তাই ঘুইরা-ফিরা এই "জটিল ভাই"-ই সম্বল :P কিন্তু চিন্তা কইরেন না। এই পোস্টে নিশ্চই আপনার বড় ভাইয়ের ল্যাঞ্জা দেখতে পাইতেছেন? আমার এই সরল স্বীকারোক্তি নিয়া এখন জাবর কাটতে-কাটতে কয়ডা মাল্টি বানায় এখন সেইডাই দেহেন। আমার সম্পর্কে আমি যা না জানি, তারচেয়ে ঢের বেশি আপনের বড় ভাই জানে =p~

পরিশেষে আবারো আন্তরিক জটিলবাদ জানাই ♥♥♥

১৩| ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আজকের সেলফ সাক্ষাতকার পড়ে সত্যিই আমি অভিভূত হয়ে গিয়েছি। কতক জায়গায় যদিও ফান হিসেবে বিষয়টা তুলে ধরেছেন, কিন্তু প্রতিটি বাক্যে আপনার মুনসিয়ানা ছাপ স্পষ্ট। প্রথম হতে শেষ অবধি টেনে নিয়েছেন অসাধারণভাবে। এই কারণে একটা পয়েন্ট পড়ার পড় আরো একটা পয়েন্ট পড়তে মনের ভেতর টান টান ভাবনা কাজ করেছে। এখানেই লেখকের স্বার্থকতা।
যে প্রতিটি বিষয় সুন্দর ও গভীরভাবে এ্যানালাইসিস করতে পারে, সেইতো জটিলতা খুলে দিতে পারে। সেই হিসেবে আপনার নিকটা অবশ্যই স্বার্থক।
চমৎকার বর্ণনায় সাবলীলভাবে প্রশ্ন এবং এর উত্তরগুলো তুলে ধরার জন্য অবশ্যই আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। গ্রেট থ্যাকস “ জটিল ভাই”

১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

জটিল ভাই বলেছেন:
প্রিয় আপা, আপনার এই মন্তব্য পেয়ে সত্যি ভীষণ লজ্জিত, আনন্দিত, গর্বিত ♥♥♥♥। যদিও আমার এটা কোনো লিখার পর্যায়েই পরেনা, তবুও আপনার ফুলের মতো মন্তব্য লিখাকে শোভিত করেছে। সত্যি আপা আপনাকে যতো জানছি, ততোই অবাক হচ্ছি। ততোই গর্বিত হচ্ছি। আপনাদের অনুপ্রেরণা আছে বলেই আমাদের মতো নাদানেরা লিখার সাহস করে। সত্যি আপা আপনার প্রেরণা দানের অসীম ক্ষমতা রয়েছে। সমালোচনা সবাই করতে পারে, কিন্তু অনুপ্রাণিত সবাই করতে পারে না। আপনার মন্তব্য যেনো মুক্তোর মালা ♥♥♥ আপনার প্রতিটি শব্দই মূল্যবাণ মুক্তো। এমন মুক্তোর হার আমার মতো নাদানের শোভা পায়না। দোয়া করবেন যেনো আপনার মন্তব্যের মতো করে সত্যিই লিখাকে সার্থক করতে পারি। তবেই হবে তা সত্যিকারের সার্থকতা। আল্লাহ্ আপনিসহ আমাদের সকলের সহায় হোন। ♥♥♥♥ আবারও আন্তরিক জটিলবাদ জানাই ♥♥♥ সেইসাথে উত্তর করতে দেরি হওয়ার জন্যে ক্ষমা চাই :( কেনোনা, আপনাকে যা লিখি তাই কম মনে হয়। তাই লিখতে যেয়ে বারবার ভুল হওয়ায় উত্তর করতে সময় লাগলো :(

১৪| ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২২

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: ৥জিকোব্লগ। স্যরি ভাই, তখন ভেবেছিলাম গাজী হয়তো আমার মন্তব্য দেখে নিশ্চুপ হবেন কিন্তু উনি আসলেই বিশ্ববেহায়া।

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৬

জটিল ভাই বলেছেন:
সরি লোনলি প্ল্যানেট :(

১৫| ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০২

জেনারেশন৭১ বলেছেন:



গাজীকে ব্যান কেন করা হয়, সেটা সামুটিমের ১ জনই জানেন; কিন্তু গাজী ব্যানের ক্রেডিট নিয়েছে ২০/২৫ জন, সবাই নিজের থেকে খুশী!

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৪

জটিল ভাই বলেছেন:
আচ্ছা! আচ্ছা! তা গাজীকে ব্যান করায় কি তোমার পুরোটাই তবে পণ্ডশ্রম? (পণ্ডশ্রম মানে জানোতো?) =p~

১৬| ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৬

কোমলমতিরপ্যাদানি বলেছেন: উহা আবার নিতম্বপ্রদেশ বাড়িয়ে দিয়েছে কিক খাইবার জন্য । এত কিক খাইয়াও উহার হাউশ মিটে না।

১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০২

জটিল ভাই বলেছেন:
আপনার বুঝি উহার কিক খাওয়া দেখে ভালো লাগে? =p~

১৭| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

শায়মা বলেছেন: হা হা জটিল ভাইয়ু...... যতই আগে থেকেই জটিল ভাই নিক নিয়ে নাও তবুও আমাল কাতে ভাইয়ু......

ইন্টারভিউ কিন্তু আসলেও জটিল হয়েছে। বড়ই সৃজনশীল প্রতিভা!!! :)

১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

জটিল ভাই বলেছেন:
যাক্ তবে আপনি পড়েছেন। আমিতো ভাবলাম বিদেশ চলে গেছেননি আবার! আপনার জন্যেই দ্রুত শেষ করলাম :)

ইন্টারভিউ কিন্তু আসলেও জটিল হয়েছে। বড়ই সৃজনশীল প্রতিভা!!! শুনে আনন্দিত বোধ করলাম। আপনাদের দেওয়া সাহসে এই যে উড়ছি, ভয় হয় কখন জানি আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘ্যাচাং হয়ে যাই =p~

আন্তরিক জটিলবাদ রইলো ♥♥♥♥

১৮| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

শায়মা বলেছেন: না নাএখনও যাইনি। তবে নেক্সট থার্সডে এই সময় প্লেনে উঠছি আর কি। :)

না না জটিল মানুষরা ভীতু হয় নাকি!!! গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘ্যাচাং এর কি হলো আবার!!!

ঘ্যাচাং এ ডরে না বীর
ঘ্যাচাং এর পর ঘ্যাচাং হলেও বার বার পুনরুত্থান ঘটান সম্ভব এই ব্লগে। :)



এটাই বীরের আদর্শ!!! :)

ইহাকে বলে ব্লগ বীর
চির উন্নত মম শির.....

১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

জটিল ভাই বলেছেন:
ঘ্যাচাং এর পর ঘ্যাচাং হলেও বার বার পুনরুত্থান ঘটান সম্ভব এই ব্লগে। :D :P =p~ হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে....... মনে কবিতা বাজছে......

আবার আসিব ফিরে, দ্রুত বা ধীরে ধীরে – এই ব্লগটায়
হয়তো জটিল নয় – হয়তো বা কুটিল ভাই বেশে,
হয়তো আয়না ঘর হয়ে রাতের আগে দিন শেষে।
নতুন নিকের বুকে ভেসে একদিন আসিব ব্লগটায়।
হয়তো নতুন নামে পুরান কামে বেঁচে যাবো নীতিমালায়।
:)

১৯| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ,নিজের কথাগুলো বলে দিলেন অকপটে এরপরেও যে আপনার জটিলবাদ মন্ত্রটা রয়েই গেলো পোস্টের প্রতিটি ধাপে। শুভকামনা সবসময়ের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.