নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

সু-স্বাগতম হে সহযাত্রী

১৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪১

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)



আগেই বলে নিচ্ছি ইহা কোনো ডলার-ডুলারের বিনিময়ে প্রমোট করা নয়। ইহা একটি স্বপ্রণোদিতভাবে করা সম্মাননা পোস্ট। সম্মান প্রদানের মূলউদ্দেশ্য ব্লগার ম্যাডামের প্রোফাইলেই উল্লেখিত। জ্বী, তিনি একজন সমাজকর্মী, মা, মুক্তিযোদ্ধা। আর নিশ্চই সবাই একমত হবেন যে, এই ব্লগের ধরণ অনুযায়ী তিনি নিঃসন্দেহে শ্রদ্ধাভাজন। কিন্তু ব্লগের ধীরতায় আজোও তিনি রয়েছেন পেছনের পাতায়।



কিন্তু ম্যামের লিখাগুলোও যথেষ্ঠ্য সমৃদ্ধ। পেছনে থেকেও এই স্বল্প সময়ে তিনি ব্লগকে যতোটা সমৃদ্ধ করেছেন তা সত্যিই ঈর্ষনীয়। শুধু প্রথম পাতায় না থাকায় তিনি হয়তো অনেক মননশীল ব্লগারের দৃষ্টির অলক্ষ্যে রয়ে গেছেন। আর সেই দৃষ্টি আকর্ষণের লক্ষ্যেই আমার এই পোস্ট। আশা করি মননশীল ব্লগার এবং কর্তৃপক্ষ ম্যামের প্রতি নজর দেবেন এবং ম্যামের লিখা অচিরেই প্রথম পাতায় পৌঁছে যাবে। আর ম্যামের প্রতি অনুরোধ থাকবে মননশীল ব্লগারগণকে চিনে নিজের উপস্থিতি প্লাস আর মন্তব্যের মাধ্যমে আরো বৃদ্ধি করার।

সেইসঙ্গে আবারো যুক্ত করছি, আমার সম্পর্কে সবাই জ্ঞাত যে, সত্যিকারের গুণাবলীকে আমি যেমনি শ্রদ্ধা করি, ঠিক তেমনি ভন্ডামি পেলে প্রতিবাদে কখনো পিছপা হইনা। এজন্যে যদি কারো আমাকে বিরক্তিকর মনে হয়, তবে বললো তার যথেষ্ঠ্য আত্মশুদ্ধি আবশ্যক।

ম্যামসহ সকল মননশীল ব্লগারের পথ চলা মসৃণ হোক।

ম্যামের ব্লগের লিংক……....

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



তাঁকে ব্লগে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে ধন্যবাদ।

তিনি আমার পোস্টে নিয়মিত কমেন্ট করেন।

ম্যাডামকে ব্লগে স্বাগত জানাই।

১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২১

জটিল ভাই বলেছেন:
আপনার জন্যেও জটিলবাদ :)

২| ১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৬

মেঠোপথ২৩ বলেছেন: আমার ধারনা নিয়মিত কোন ব্লগারের মাল্টি নিক আপনার ম্যাম :-0

১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২১

জটিল ভাই বলেছেন:
সামুর অবস্থাদৃষ্টে তা হওয়া অস্বাভাবিক নয়। আপনার সঙ্গে দ্বিমত নই প্রিয় ভাই। বরং সহমত বলেই শেষের প্যারাটা যোগ করেছিলাম। কেননা, সামু এখন সেই স্থানে নেই যে নতুনেরা এসে ভীড় করবে। তবুও আশা জাগিয়ে রাখতে ভালো লাগে। ভূষির বস্তায়ওতো ২/১ দানা চাল থাকে। মুক্তিযোদ্ধা আর মা শব্দগুলোকে সম্মান করি বলেই পোস্টটা করা। কিন্তু যদি কেউ সেই সম্মান রাখতে ব্যার্থ হয়, তার দায়তো আমার নয়। তাই না?

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪১

জুল ভার্ন বলেছেন: "চেনা বামনের পৈতা লাগে না"- মারহাবা মারহাবা মারহাবা। উনি এখন বিনোদন দিতে ফিমেল নামেও এসেছেন

১৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৮

জটিল ভাই বলেছেন:
আপনার ইশারা পাইয়াতো সব উল্টা-পাল্টা লাগতাছে। দেখা যাক মোড়ক ঠিক কদিন থাকে।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪২

জুল ভার্ন বলেছেন: খিয়াল কৈরাছুইন- দুজনের জন্ম কিন্তু কাছাকাছি সময়.....

১৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

জটিল ভাই বলেছেন:
অনেককিছুই খিয়াল করি, আবার করিও না। যেইটারে আলো ভাবি, সেইটাই দেখি আলেয়া :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.