নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

আগেই ভালো ছিলাম?

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২০

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)

মানুষ দিনের পর দিন সভ্য হয়। আর এরই জের ধরে গড়ে উঠে সভ্যতা। সভ্য হওয়া মানে পরিবর্তন হওয়া। তাই বলে কি সব পরিবর্তনই সভ্যতা? যদি তাই হয় তবে আর সভ্যতা এবং অসভ্যতার পার্থক্য কোথায় থাকে?

একটা সময় মানুষ উলঙ্গ থাকতো। তারপর যখন ধীরে ধীরে মানুষ সভ্য হতে থাকে তখন চালু হয় পোশাকের। সেই পোশাক ধীরে-ধীরে শালীণের মর্যাদা পায়। এই অব্দি সভ্যতা বুঝলাম। কিন্তু তারপর যখন ধীরে-ধীরে মানুষ আবার আধুনিকতার নামে শালীণতা বিবর্জিত পোশাক থেকে উলঙ্গ হবার পথেই তখন তাকে কি করে সভ্যতা বলি? তাই তখন একে বলতে হবে স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার কথাতো ছিলো দিনে-দিনে সামনে এগিয়ে নেবার। এখন যদি প্রাচীন উলঙ্গপনাতেই স্বাধীনতা বিদ্যমান থাকে তবে কি প্রয়োজন ছিলো এতো যুদ্ধ, বিগ্রহ, আর রক্তা-রক্তি করে স্বাধীনতা অর্জন করার? এই দায় কি স্বাধীনতার? নাকি সভ্যতার?

তেমনি ব্লগের সূচনা ছিলো মুক্তচিন্তা বিকাশের। তর্কের মাধ্যমে সত্য উন্মোচন। কিন্তু ধীরে-ধীরে তর্কের নামে শুরু হলো শিক্ষিতদের কুশিক্ষা আর অশিক্ষার পরিচয়। দিন শেষে তালগাছ আমারই রইলো। প্রকাশিত কু আর অশিক্ষা হয়ে গেলো স্বাধীনতা। মতের অমিল মানেই ট্যাগবাজি। আর সেই ট্যাগিং-এর ধারা ধরে সাধারণ ব্লগাররা হয়ে গেলো জিম্মি। তালগাছে হাত দিলেই ট্যাগ। আর ট্যাগের প্রতিবাদ করলে স্বাধীনতায় হস্তক্ষেপ। ফলে সার্বজনীন ব্লগ হয়ে গেলো বিরানভূমি। আর সেই বিরানভূমিতে সাইনবোর্ড লাগানো হলো, “আগে আরো বেশি ট্যাগ হতো!” তারপরও দিনশেষে হারিকেন নিয়ে খোঁজা শুরু হলো, ব্লগার গেলো কই?

এটা কি তবে আগেই ভালোছিলাম এর ভিন্নরূপ? বহুস্থানে দেখেছি বস্তি উচ্ছেদ করে নতুন সভ্যতার গোড়াপত্তনের চেষ্টা। বড় বড় ফ্ল্যাটের নির্মাণ। এখন যদি সেই সোসাইটিতে একটু কিছু হলেই গালিগালাজ চলে আর বলতে হয়, আগে তথা বস্তি থাকতে আরো বেশি গালিগালাজ হতো, তবে কি দরকার ছিলো সভ্যতার নামে গরীবদের ভিটে ছাড়া করার?

বর্তমান রাষ্ট্রনায়কবৃন্দ দুর্নীতিতে জড়িয়ে যদি বলেন, "আগে আরো বেশি দুর্নীতি হতো", তবেই কি তা জায়েজ হয়ে যাবে?

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৮

কু-ক-রা বলেছেন: উহা (জটিল ভাই) সঠিক কথা বলিয়াছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০০

জটিল ভাই বলেছেন:
হাহাহাহা..... এভাবে মন্তব্যে নিজেকে লুকাবার বৃথা চেষ্টা না করে স্বনামে ফিরে আসুন প্রিয় ♥

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: দরকার হলে ব্লগ বন্ধ হয়ে যাবে কিন্ত যে কোন মূল্যে ব্লগারদের বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০২

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা..... সুন্দর বলেছেন প্রিয় ভাই ♥
পুকুর শুকিয়ে তাতে মাছ চাষ করবো =p~

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪

সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক কথা বলেছেন

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৫

জটিল ভাই বলেছেন:
জটিলবাদ প্রিয় ভাই :)

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: আমি এখনকার অবস্থাটা নিয়ে ভাবছিলাম। আগে মানুষ অত্যাচারের স্বীকার হতো রাষ্ট্রীয় অথবা আওয়ামী লোক দ্বারা। তখন তাঁর প্রতিবাদের উপায় ছিল না বা তেমন কথা বলতে পারতো না। এখন মানুষকে কথা বলার কিছু সুযোগ দিয়ে অত্যাচারের পরিমাণ
বাড়িয়ে দেয়া হয়েছে অনেক ক্ষেত্রে। অত্যাচারীরা হাসিনার মনস্তত্বই অবচেতনে গ্রহণ করে নিয়েছে। মানুষকে সভ্য না করে যে শাসকই আসুক, লাভ নাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

জটিল ভাই বলেছেন:
অনেকক্ষেত্রেই আপনার উপলব্ধি সঠিক। তাইতো অনেকক্ষেত্রেই বলা হয়, "মাইরের উপ্রে ঔষধ নাই!"
জটিলবাদ।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৭

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: যেখানে মানুষের সমাগম, সেখানেই দলাদলি-রাজনীতি। এটি আমাদের স্বাভাবিক বৈশিষ্ট্য।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৩

জটিল ভাই বলেছেন:
এটা শতভাগ সঠিক বলেছেন প্রিয় ভাই।
জটিলবাদ :)

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫১

জুল ভার্ন বলেছেন: মধ্য যুগের কবি কালিদাস বলেছিলেন- সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই"। সেই মানুষই কবি সাহিত্যিক, রাজা উজির, স্বৈরাচার ব্লগার ইত্যাদি.....আর সবকিছু না থাকুক, ব্লগে ব্লগার না থাকুক ব্লগ থাকবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৫

জটিল ভাই বলেছেন:
হাহাহাহা..... সেটাই ভাই। পানি না থাকুক, মাছ চাষ চলবে =p~
জটিলবাদ :)

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:২১

নতুন নকিব বলেছেন:



এখানে দেখা যাচ্ছে, অনেক কিছুই এখন অরণ্যে রোদন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:০৫

জটিল ভাই বলেছেন:
তেমনইতো হচ্ছে প্রিয় ভাই। আল্লাহ্ আমাদের সহায় হোন।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আল্লাহ্ আমাদের সহায় হোন।
.................................................................................................
এখন মসজিদে ২/১ ঘন্টা পূর্বে না গেলে ঠিকমত বসার স্হান পাওয়া যায় না ।
মুসল্লীর অভাব নেই , কিন্ত চুরি, চাদাঁবাজি, বে-ইমানী বেড়েই চলছে !!!
আমাদের দেশে এটাই বর্তমান বাস্তবতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.