নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মনের খাতা

কবি কালিদাশ

মনের কথা নিজের মত করে বলতে চাই

কবি কালিদাশ › বিস্তারিত পোস্টঃ

বাংলা ছবির মাইলফলক:’গান্ডু’

০২ রা জুন, ২০১২ রাত ১২:১৫

ছোট্ট একটি শব্দ, আধুনিক মানুষের প্রাত্যহিক জীবনে এই শব্দের অগাধ ব্যবহার হয়ে থাকে, আর সেই নামের একটি বাংলা ছবি মুক্তি পাওয়ার আগেই আলোড়ন সৃষ্টি করেছে ঘরে এবং বাইরে.বাইরে এই ছবি উষ্ণ অভর্থনা পেলেও ঘরে এই ছবি মুক্তি পাবে কি না তা নিয়ে যথেষ্টই সন্দেহ আছে.ছবিটির নাম ‘গান্ডু’, সাধারণভাবে এটি একটি ইতর শব্দ.শুধু ইতর নাম নয়,এই ছবিতে খোলাখুলি দেখানো হয়েছে নগ্নতা, আর অশালীন শব্দে পরিপূর্ণ বাংলা ছবির জগতে এটি একটি মাইলফলক হতে চলেছে.মুক্তির আগেই ইন্টারনেটে আপলোড করা প্রমোর সুবাদে এই ছবি এখনই পৌঁচ্ছে গেছে আকর্ষণে কেন্দ্র বিন্দুতে, হয়ে গেছে কমবয়সী ছেলে মেয়েদের সোশ্যাল নেটওয়ার্ক সাইটের দেয়ালে দেয়ালে আলোচনার অন্যতম বিষয়.

ছবির পরিচালক কিউ অর্থাত্ কৌশিক মুখোপাধ্যায়ে এই ধরণের সাহসী ছবির করার জন্য পেয়েছেন সাধুবাদও.’নিউ ইয়র্ক টাইমস’ এই ছবির সম্পর্কে কিউকে একবাক্যে বলেছেন তিনি সফল, ফরাসি পত্রিকা ‘লে ইনরকস’ বলেছে এই ছবিটি “অ্যান্টি বলিউড পার এক্সেলেন্স”.পরিচালক সুমন মুখোপাধ্যায়ের কথায় আকাশচুম্বী আগ্রহ তৈরী করা এই অন্য ছকের ছবি করে কৌশিক সেন্সর বোর্ডকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলা চলচ্চিত্রের জগতে খুলে দিয়েছে নতুন এক রাস্তা.

মূলত সাদা কালো ৮৭ মিনিটের এই বাংলা ছবি এখন আন্তর্জাতিক মহলে ভারত থেকে সত্যিকারের নতুন যুগের ছবি হিসেবে সমাদৃত হচ্ছে.এই ছবি দেখানে হয়েছে বার্লিন বা সানডান্সের মতো কলীন উত্সবেও,তবে ভরতীয় বাজারে এই ছবি এখনও ব্রাত্য.এই ছবির বৈশিষ্টই হলও এই ছবিতে নেই কোনও তারকার ভিড়, আর সঙ্গীত পরিচালনায় আছে ফাইভ লিটল ইন্ডিয়ান্স নামে একটি দল.

যদি ছবিটি না দেখা হয়ে থাকে তাহলে আজই দেখুন।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১২ রাত ১২:৩০

উ লে লে...ছোতো বাবুতা বলেছেন: ছবিটি অনেক আগেই দেখেছি.।। এরোটিক দৃশ্য দিয়ে ভরপুর রাখলেই কি সব?
'সাহসী'-আপনি এই অর্থে বলে পারেন যে--খুবি আনকমন একটা ইনডিভিজুয়েল ডেইলি লাইফ পার্ট এইখানে রাখঢাক ছাড়া দেখানো হইসে--কিন্ত ফিল্ম বা ছবি হইতে গেলে একটা কাহিনী বা স্টোরীকে ধরে নিয়ে আগাইতে হয়--কিছু 'সাহসী' দৃশ্য শ্যুট করলাম আর এডিট প্যানেলে বইসা জোড়া লাহায়া দিলাম--ব্যস!!! ফিল্ম বানায়া ফালাইসি!!!
সাউথ-ইস্ট এশিয়ার পারস্পেক্টিভে এইরকম করসে দেইখা , এইটা নিয়া বাইরে কথা হইতেসে--আমার মনে হয় জাস্ট ফর দা এটেম্পট--নট ফর দা ফিল্ম--
তাই, আমদের মত 'দর্শক'-দের এটেম্পট না দেখে ফিল্ম দেখাই শ্রেয় এবং সুখকর
ফালতু 'মুভি'--ব্যক্তিগত রিভিউ!!!

২| ০২ রা জুন, ২০১২ রাত ১২:৩৪

এরশাদ বাদশা বলেছেন: ডাউনলোড লিংক দিলে তো দেখতাম...

৩| ০২ রা জুন, ২০১২ রাত ১২:৪৪

রাতুল রেজা বলেছেন: এই মুভির কোনো আগা মাথা নাই। আর এডাল্ট সিনগুলো একটু বারাবারি করে ফেলসে। সর্বোপরি কিছুই বুঝি নাই

৪| ০২ রা জুন, ২০১২ রাত ১:২৫

নতুন বলেছেন: সময় নস্ট ছাড়া আর কিছুই ছবিতে নাই...

সহমত @ উ লে লে...ছোতো বাবুতা

এইরকমের ছবি করার চেস্টাকে বিদেশের সবাই ভাল বলেছে...

কারন মুভিটাকে এতো প্রসংশা করার মতন তেমন কিছুই নাই..

৫| ০২ রা জুন, ২০১২ রাত ১:২৯

ভদ্র পোলা বলেছেন: গান্ডু কুনো সুস্থ মস্তিস্কের মানুষ দেখে ভালো বলবে না ।

মা সেক্স করছে , ছেলে তা দেখছে , - কত টা সাইকো হলে এই রকম মুভি পছন্দ হয় !!!

৬| ০২ রা জুন, ২০১২ রাত ১:৩৮

নিরব সাধু বলেছেন: এতটা মুভি হল কি করে?? মুভি না বলে বলা যায় সিরিয়ালের একটা এপিসোড। ফালতু জিনিশ।

৭| ০২ রা জুন, ২০১২ রাত ১:৪৩

তির্থক আহসান রুবেল বলেছেন: ফালতু ছবি..... খুব বেশী অস্থির.... গল্প নেই তেমন.... সরাসরি SUCK আর সেক্সকে সাহসী বললে সাহসী... আর ক্লিপ বললে ক্লিপ.... তারপরও বলব ফালতু

৮| ০২ রা জুন, ২০১২ রাত ২:৩৫

আরজু পনি বলেছেন:

দেখিনি, দেখলে বলতে পারতাম।।

৯| ০২ রা জুন, ২০১২ রাত ২:৩৫

আরজু পনি বলেছেন:

দেখিনি, দেখলে বলতে পারতাম।।

১০| ০২ রা জুন, ২০১২ ভোর ৬:৫৩

কাহিনীবাজ বলেছেন: জঘন্য একটা মুভি। রাবিশ............!!!

১১| ০২ রা জুন, ২০১২ সকাল ৭:২৬

হাসান মাহবুব বলেছেন: আমার কাছে অসাধারণ লাগসে। তবে হার্ডকোর পর্ন সিনটা না রাখলেই পারতো। ছবিটারে সবাই নিন্দা করে এর ইরোটিক সিন, স্ল্যাং এসবের জন্যে। যারা "এডাল্ট" মুভি হিসেবে দেইখা যৌনসুখ পাইতে চান তারা হতাশই হবেন। কারণ একটা হার্ডকোর সিন ছাড়া সেই অর্থে সেরকম কোন "সিন" নাই। কিন্তু সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ, অনেস্টি, স্কোর, এ্যাক্টিং,এক্সপেরিমেন্ট সবদিক দিয়া এটা আমার কাছে ভালো লাগা একটা মুভি। আরেকটা ডিটেইলস কমেন্ট করার ইচ্ছা থাকলো। আপাতত অফ গেলাম।

১২| ০২ রা জুন, ২০১২ সকাল ১০:২২

কালা মনের ধলা মানুষ বলেছেন: মাইলফলক ????

বেশি আবেগ প্রবণ হয়ে লিখা রিভিউ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.