![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুন্য থেকে জমিন সবই প্রাপ্তির খাতা
একটা মায়া নহরের সরাবে আকন্ঠ ডুবে তিল তিল করে বেঁচে আছি। কৌতুহল ছিল না জানি কত অমৃত স্বাদ। যখন গিলেছি তখন অমৃতই। প্রতিক্রিয়া যে এমন মধুর বিষ যাতে মৃত্যু নেই। চাইলে মরতে পারবেনা, ছাড়তেও পারবেনা, তোমাকে বাঁচতে হবে। প্রতিনিয়ত মধুর জ্বালায় জ্বলে বেঁচে থাকতে হবে। মুক্তি চাই, মরতে চাই বলে যত চিৎকারই করো, স্বর্গের কোনো মৃত্যুদূৎ ও আসবেনা, আসবরনাআসবেনা কোনো সারথীও।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১
রুদ্র রাখাল বলেছেন: কাঁপা কাঁপা হাতে লিখছি ভয়ে ভয়ে। অনুপ্রাণিত হলাম
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে।শুভ কামনা